নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, জীবকোষ ও টিস্যু এর এমসিকিউ প্রশ্নে তোমাদের স্বাগতম। তুমি যদি এসএসসি পরীক্ষার্থী বা নবম দশম শ্রেণির একজন শিক্ষার্থী হও, তবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে। খুবই যত্নের সাথে তৈরী এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে দারুণভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ্‌।

জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু (১ম পর্ব)

জীবকোষ ও টিস্যু অধ্যায়ের এই এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ৪০ মিনিট সময় নিয়ে এখানকার প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে ধরেছি। এবং প্রশ্নের শেষ অংশে সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা কতো পেলে সেটা বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিও।

জীবকোষ ও টিস্যু - এমসিকিউ (প্রথম পর্ব)

১। জীবকোষ কোন ধরনের পর্দা দ্বারা আবৃত থাকে?
ক) ভেদ্য
খ) অভেদ্য
গ) বৈষম্যভেদ্য
ঘ) সমভেদ্য

২। প্রাককেন্দ্রিক কোষে কোন অঙ্গাণুটি দেখতে পাওয়া যায়?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) রাইবোজোম
গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
ঘ) লাইসোজোম

৩। নীলাভ সবুজ শৈবালে কোন ধরনের কোষ দেখা যায়?
ক) প্রকৃত কোষ
খ) আদি কোষ
গ) সুকেন্দ্রিক কোষ
ঘ) ইউক্যারিওটিক সেল

৪। কাজের ভিত্তিতে প্রকৃত কোষের প্রকারভেদ নয় কোনটি?
ক) দেহকোষ
খ) জননকোষ
গ) সোমাটিক সেল
ঘ) প্রোক্যারিওটিক সেল

৫। জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) বিভাজিত হয় না

৬। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে রয়েছে-
(i) প্রোটিন
(ii) লিপিড
(iii) পলিস্যাকারাইড
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৭। নিচের কোনটিতে কূপ দেখা যায়?
ক) মধ্যপর্দা
খ) প্রাথমিক প্রাচীর
গ) গৌণ প্রাচীর
ঘ) কোনটিই নয়

৮। প্রোটোপ্লাজমের অংশ হল-
(i) কোষপ্রাচীর
(ii) কোষঝিল্লি
(iii) নিউক্লিয়াস
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৯। মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটি ভিতরের দিকে যে ভাঁজ হয়ে থাকে তাকে বলে-
ক) ক্রিস্টি
খ) অক্সিজোম
গ) উৎসেচক
ঘ) ম্যাট্রিক্স

১০। কোষঝিল্লির মাধ্যমে পানি ও খনিজ লবণ কোন পদ্ধতিতে চলাচল করে?
ক) ব্যাপন
খ) অভিস্রবণ
গ) পাতন
ঘ) পরিস্রাবণ

১১। অক্সিজোম এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য?
(i) ক্রিস্টির গায়ে সংযুক্ত থাকে
(ii) বৃন্তযুক্ত গোলাকার বস্তু
(iii) এতে এনজাইম থাকে
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১২। শ্বসনের কোন ধাপে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়?
ক) গ্লাইকোলাইসিস
খ) অ্যাসিটাইল কো-এ সৃষ্টি
গ) ক্রেবস চক্র
ঘ) ইলেকট্রন প্রবাহ তন্ত্র

১৩। কচি কান্ডে কোন প্লাস্টিড থাকে?
ক) ক্লোরোপ্লাস্ট
খ) ক্রোমোপ্লাস্ট
গ) লিউকোপ্লাস্ট
ঘ) প্লাস্টিড থাকে না

১৪। ক্রোমোপ্লাস্টে নিচের কোন রঞ্জক পদার্থটি থাকে না?
ক) ক্লোরোফিল
খ) জ্যান্থোফিল
গ) ক্যারোটিন
ঘ) ফাইকোএরিথ্রিন

১৫। বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন কোথায় সম্পন্ন হয়?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) লিউকোপ্লাস্ট
গ) গলজি বস্তু
ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

১৬। বৃহৎ কোষগহ্বর কোন কোষের বৈশিষ্ট্য?
ক) উদ্ভিদকোষ
খ) প্রাণিকোষ
গ) আদিকোষ
ঘ) জননকোষ

১৭। কোষকঙ্কাল এর মধ্যে অন্তর্ভুক্ত-
(i) মাইক্রোটিউবিউল
(ii) মাইক্রোফিলামেন্ট
(iii) ইন্টারমিডিয়েট ফিলামেন্ট
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১৮। রাইবোজোম কী সংশ্লেষণে সাহায্য করে?
ক) কার্বোহাইড্রেট
খ) প্রোটিন
গ) লিপিড
ঘ) ভিটামিন

১৯। সেন্ট্রিওল এর আকৃতি কীরূপ হয়?
ক) গোলাকার
খ) আয়তাকার
গ) নলাকার
ঘ) সর্পিলাকার

২০। নিউক্লিয়াস থাকে না-
(i) সিভকোষে
(ii) শ্বেত রক্ত কণিকায়
(iii) লোহিত রক্ত কণিকায়
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২১। নিউক্লিয়ার ঝিল্লি কোন রাসায়নিক উপাদানে গঠিত?
ক) সেলুলোজ
খ) লিগনিন
গ) লিপিড ও প্রোটিন
ঘ) হেমিসেলুলোজ

২২। টিস্যু বা কলার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য?
(i) একগুচ্ছ কোষ নিয়ে গঠিত
(ii) উৎপত্তিস্থান অভিন্ন
(iii) একই ধরনের কাজ করে
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২৩। স্থায়ী টিস্যু কয় ধরনের হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

২৪। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো-
(i) জীবিত
(ii) সমব্যাসীয়
(iii) পুরু প্রাচীরযুক্ত
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২৫। অ্যারেনকাইমা হল-
ক) ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমা
খ) বায়ুকুঠুরিযুক্ত কোলেনকাইমা
গ) বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা
ঘ) লিপিড সঞ্চয়ী প্যারেনকাইমা

২৬। স্ক্লেরাইড এর অপর নাম-
ক) ক্লোরেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) ফাইবার বা তন্তু
ঘ) স্টোন সেল

২৭। পরিণত অবস্থার প্রাথমিক জাইলেমকে বলা হয়-
ক) মেটাজাইলেম
খ) প্রোটোজাইলেম
গ) গৌণ জাইলেম
ঘ) প্রোক্যাম্বিয়াম

২৮। ট্রাকিডের প্রাচীর কোনটি দ্বারা গঠিত হয়?
ক) সেলুলোজ
খ) পেকটিন
গ) সুবেরিন
ঘ) লিগনিন

২৯। কীসের গঠনের ভিত্তিতে কোষকে আদি ও প্রকৃত- এই দুই ভাগে বিভক্ত করা হয়?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) নিউক্লিয়াস
গ) রাইবোজোম
ঘ) গলজি বস্তু

৩০। নিচের কোনটির কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত হয়?
ক) ব্যাকটেরিয়া
খ) ভাইরাস
গ) ছত্রাক
ঘ) উদ্ভিদ

৩১। প্লাজমোডেজমাটা এর কাজ হল-
(i) পাশাপাশি কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করা
(ii) কোষকে দৃঢ়তা প্রদান করা
(iii) পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩২। নিচের কোনটি কোষপ্রাচীরের রাসায়নিক গঠন উপাদান নয়?
ক) সেলুলোজ
খ) পেকটিন
গ) সুবেরিন
ঘ) কিউটিকল

৩৩। মাইক্রোভিলাই হল-
ক) মাইটোকন্ড্রিয়ার ভাঁজ
খ) কোষপ্রাচীর এর ভাঁজ
গ) কোষঝিল্লির ভাঁজ
ঘ) গলজিবস্তুর ভাঁজ

৩৪। নিচের কোনটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু নয়?
ক) রাইবোজোম
খ) নিউক্লিয়াস
গ) প্লাস্টিড
ঘ) লাইসোজোম

৩৫। কোন অঙ্গাণুটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) নিউক্লয়াস
গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
ঘ) কোষগহ্বর

৩৬। প্লাস্টিডের প্রধান কাজ হল-
(i) খাদ্য প্রস্তুত করা
(ii) খাদ্য সঞ্চয় করা
(iii) পরাগায়নে সাহায্য করা
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩৭। নিচের কোনটিতে লিউকোপ্লাস্ট থাকে না?
ক) মূল
খ) ভ্রূণ
গ) জননকোষ
ঘ) গাজরের মূল

৩৮। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে কাজ করে-
ক) লাইসোজোম
খ) রাইবোজোম
গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
ঘ) গলজি বস্তু

৩৯। নিউক্লিওলাসে থাকে-
(i) RNA
(ii) DNA
(iii) প্রোটিন
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪০। টিস্যু বা কলা প্রধানত কয় ধরনের?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৪১। সরল টিস্যুর অন্তর্ভুক্ত কোনটি?
ক) প্যারেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) স্ক্লেরেনকাইমা
ঘ) সবগুলো

৪২। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীর কী দ্বারা নির্মিত হয়?
ক) সেলুলোজ
খ) লিগনিন
গ) পেকটিন
ঘ) সুবেরিন

৪৩। কোলেনকাইমা এর-
(i) কোষপ্রাচীর সমভাবে পুরু
(ii) কোণাগুলো অধিক পুরু
(iii) কোষ প্রোটোপ্লাজমপূর্ণ
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪৪। দ্বিবীজপত্রী উদ্ভিদের কোন অংশে স্ক্লেরাইড টিস্যু থাকে না?
ক) কর্টেক্স
খ) ফল
গ) বীজত্বক
ঘ) পাতা

৪৫। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে বলা হয়-
ক) জটিল টিস্যু
খ) পরিবহন টিস্যু
গ) ভাস্কুলার বান্ডল
ঘ) সবগুলো

৪৬। জাইলেম টিস্যুতে কোনটি থাকে?
ক) সিভনল
খ) সঙ্গীকোষ
গ) ভেসেল
ঘ) সিভকোষ

৪৭। সুকেন্দ্রিক কোষের ক্রোমোজোমে কোনটি থাকে?
ক) DNA
খ) প্রোটিন
গ) হিস্টোন
ঘ) সবগুলো

৪৮। খাদ্য সঞ্চয় করা কোন প্লাস্টিডের প্রধান কাজ?
ক) ক্রোমোপ্লাস্ট
খ) লিউকোপ্লাস্ট
গ) ক্লোরোপ্লাস্ট
ঘ) কোনটিই নয়

৪৯। সেন্ট্রোজোম এর কাজ-
(i) অ্যাস্টার রে তৈরি করা
(ii) স্পিন্ডল যন্ত্র তৈরি করা
(iii) ফ্লাজেলা তৈরি করা
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৫০। দন্ডকলসের কান্ডে কোন টিস্যু দৃঢ়তা প্রদান করে?
ক) প্যারেনকাইমা
খ) স্ক্লেরেনকাইমা
গ) কোলেনকাইমা
ঘ) অ্যারেনকাইমা

সঠিক উত্তরঃ

১। গ২। খ৩। খ৪। ঘ৫। গ৬। ঘ৭। গ৮। গ৯। ক১০। খ
১১। ঘ১২। গ১৩। ক১৪। ক১৫। গ১৬। ক১৭। ঘ১৮। খ১৯। গ২০। খ
২১। গ২২। ঘ২৩। খ২৪। ক২৫। গ২৬। ঘ২৭। ক২৮। ঘ২৯। খ৩০। গ
৩১। খ৩২। ঘ৩৩। গ৩৪। ক৩৫। ক৩৬। ঘ৩৭। ঘ৩৮। গ৩৯। খ৪০। ক
৪১। ঘ৪২। ক৪৩। গ৪৪। ঘ৪৫। ঘ৪৬। গ৪৭। ঘ৪৮। খ৪৯। ঘ৫০। গ
জীবনকোষ ও টিস্যুর অধ্যায়ের প্রথম পর্ব এমসিকিউ এর সঠিক উত্তর

যাচাই শেষে ভুল উত্তরগুলো নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। এখনই জীববিজ্ঞান বইয়ের জীবকোষ ও টিস্যু অধ্যায়টি বের করো, এবং উত্তরগুলো কেন ভুল হলো তা খুজে বের করো। তাহলে, তথ্যটি তোমার মস্তিষ্কে যেমন পাকাপাকিভাবে গেঁথে যাবে। মূল পরীক্ষায় আর ভুল করবে না। আর হ্যাঁ, আমরা কিন্তু এর আগের দুইপর্বে তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যয়ের উপরে রচিত এমসিকিউগুলো প্রকাশ করেছিলাম। এখনও সেগুলো দেখে না থাকলে, এখান থেকে প্রথম অধ্যায়ের প্রথম পর্ব এবং এখান থেকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বটি দেখে নিতে পারো।


1 Comment

  • Leave a Reply

    Avatar placeholder

    Your email address will not be published. Required fields are marked *

    2023 © KendroBangla | All Rights Reserved