বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা বাংলা নাটক নিয়ে।

আজকের বিষয়বস্তু – বাংলা নাটক

এ বিষয়ক আলোচনাটি সহজবোধ্য করার জন্য পয়েন্ট আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

  • ১৭৫৩ সালে ইংরেজরা Old Play House নামে কলকাতার লালবাজারে প্রথম থিয়েটার বা রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন।
  • বেঙ্গল থিয়েটারে The Diguise নাটকটি বাংলায় অনুবাদ করে মঞ্চস্থ করা হয় ১৭৯৫ সালে। ইংরেজি ভাষায় নাটকটি রচনা করেন, হেরাসিম লেবেদক
  • ১৮৩১ সালে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয়। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় ১৮৫২ সালে। তারাচরণ শিকদার রচিত ভদ্রার্জুন নাটকের মাধ্যমে।
  • রামনারায়ণ তর্করত্ন রচিত কুলীনকুলসর্বস্ব বাঙালী অভিনীত জনপ্রিয় একটি নাটক।
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হলো, শর্মিষ্ঠা১৮৫৮ সালে নাটকটি প্রকাশিত হয়। এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত
  • মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম ছিলো, কৃষ্ণকুমারী। নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৬১ সালে।
  • মাইকেল মধুসূদন দত্ত রচিত সর্বশেষ নাটক ছিলো, মায়াকানন
  • ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাট্য গ্রন্থটির নাম নীলদর্পণ১৮৬০ সালে এটি প্রকাশিত হয়। নাটকটির রচয়িতা ছিলেন—দীনবন্ধু মিত্র
  • মুসলিম সাহিত্যিক রচিত বাংলা ভাষার প্রথম নাটক বসন্তকুমারী। গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৭৩ সালে। রচয়িতা ছিলেন বিখ্যাত কথা সাহিত্যিক—মীর মশাররফ হোসেন। তাঁর রচিত আরও দুটি বিখ্যাত নাটক—জমীদার দর্পণ এবং বেহুলা গীতাভিনয়
  • ঐতিহাসিক নাটক ‘সিরাজদ্দৌলা’ রচনা করেন—গিরিশচন্দ্র ঘোষ এবং ‘সাজাহান’ নাটকটি রচনা করেন—দ্বিজেন্দ্রলাল রায়।

বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved