বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা বাংলা সাহিত্য বিষয়ক সংগঠন নিয়ে।

আজকের বিষয়বস্তু – বাংলা সাহিত্য বিষয়ক সংগঠন

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য পয়েন্ট আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

  • ১৯৫২ সালের ৩ জানুয়ারি স্যার উইলিয়াম জোপ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
  • প্রতিষ্ঠানটি ‘বাংলা পিডিয়া’ নামের দশ খণ্ডের একটি বিশ্বকোষ প্রকাশ করে।
  • যেটির সম্পাদনা করেছিলেন, সিরাজুল ইসলাম।

মুসলিম সাহিত্য সমাজ

  • ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘ঢাকা সাহিত্য সমাজ’ নামে সংগঠনটি।
  • পরবর্তীতে এর নাম রাখা হয়— ‘মুসলিম সাহিত্য সমাজ’
  • সংগঠনটির শ্লোগান ছিলো—“জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”
  • ১৯২৭ সালে মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত হয় শিখা পত্রিকা।
  • প্রথম বছর পত্রিকাটি সম্পাদনার দায়িত্বে ছিলেন আবুল হোসেন।
  • প্রথম সংখ্যার প্রচ্ছ্বদে ছিল, সংগঠনের শ্লোগান ও অগ্নিশিখা।
  • একাধারে পাঁচ বছর পত্রিকাটি প্রকাশিত হয়।
  • “বুদ্ধির মুক্তি” আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলো শিখা পত্রিকা।
  • কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল ছিলেন পত্রিকাটির প্রধান লেখক।

বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি

  • ১৯১১ খ্রিস্টাব্দের ৪ সেপ্টেম্বর কলকাতায় প্রতিষ্ঠিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি।
  • সংগঠনটি ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’ নামে একটি সাময়িকী প্রকাশ করতো।
  • পত্রিকাটির সম্পাদক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।
  • আর সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন—কাজী ইমদাদুল হক।

বাংলা একাডেমি

  • ভাষা আন্দোলনের ফল ফলস্বরূপ ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি।
  • এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তৎকালীন পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী আবু হোসেন সরকার।
  • বাংলা একাডেমিকে বলা হয়— জাতীয় মননের প্রতীক।
  • ৪টি বিভাগ নিয়ে বাংলা একাডেমি গঠিত।
  • তৎকালীন বর্ধমান হাউস, বর্তমানে যেটি লেখক জাদুঘর হিসেবে পরিচিত; সেখানে প্রতিষ্ঠা করা হয় এই প্রতিষ্ঠানটি।
  • বাংলা একাডেমির প্রথম স্পেশাল অফিসার ছিলেন—মোহম্মদ বরকতুল্লাহ,
  • প্রথম সভাপতি ছিলেন—মাওলানা আকরম খাঁ।
  • বর্তমান সভাপতি প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন। ৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে তাঁকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
  • বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন—ড. মুহম্মদ এনামুল হক।
  • প্রথম মহাপরিচালক ছিলেন—ড. মাযহারুল ইসলাম। আর বর্তমান মহাপরিচালক—মুহম্মদ নূরুল হুদা। তিনি ১২ই জুলাই ২০২১ তারিখে দায়িত্বগ্রহণ করেন।
  • বাংলা একাডেমি থেকে ৬টি পত্রিকা ও সাময়িকী প্রকাশিত হয়। সেগুলো হলো—
  • উত্তরাধিকার (মাসিক সাময়িকী)
  • বাংলা একাডেমি পত্রিকা (ত্রৈমাসিক সাময়িকী)
  • বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা (ষান্মাসিক সাময়িকী)
  • ধানশালিকের দেশ (ত্রৈমাসিক সাময়িকী)
  • লেখা (মাসিক সাময়িকী)
  • The Bangla Academy Journal
  • নজরুল মঞ্চ, নজরুল স্মৃতিকক্ষ, লেখক জাদুঘর—বাংলা একাডেমিতে অবস্থিত।
  • এছাড়াও ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য ‘মোদের গরব’ বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত। এটির ভাস্কর— অখিল পাল।
  • ১৯৬০ খ্রিস্টাব্দ থেকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়।

হিন্দু কলেজ ও ইয়ংবেঙ্গল

  • হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও (১৮০৮-১৮৩১) ১৭ বছর বয়সে প্রেসিডেন্সি কলেজে (তৎকালীন “হিন্দু কলেজ’) ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৮৩১ সালে তাকে বরখাস্ত করা হয়। মাত্র ২২ বছর বয়সে তার মৃত্যু হয়
  • তার রচিত প্রধান গ্রন্থ—The Fakeer of Jungkeera
  • ডিরোজিও ১৮২৮ সালে ‘একাডেমিক এসোসিয়েশন’ নামে একটি সংগঠন গড়ে তোলেন।
  • ডিরোজিওর শিষ্যদের ইয়ংবেঙ্গল বলা হয়। তাঁরা ছিলেন মূলত ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক।
  • ইয়ংবেঙ্গলের আদর্শ ছিল—আস্তিকতা হোক, নাস্তিকতা হোক, কোন জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা; জিজ্ঞাসা ও যুক্তি দিয়ে বিচার করা।
  • প্যারীচাঁদ মিত্র, দক্ষিনারঞ্জন মিত্র, কালিপ্রসাদ ঘোষ, হরচন্দ্র ঘোষ, মাধবচন্দ্র মল্লিক, রামতনু লাহিড়ী—এ সংগঠনের অন্যতম সদস্য ছিলেন।

বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved