প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ৯ম অধ্যায় – আলোর প্রতিসরণ । এখান থেকে মানসম্পন্ন আরও ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ।

যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।

পদার্থবিজ্ঞান MCQ : ৯ম অধ্যায় – আলোর প্রতিসরণ

এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূল বইয়ের “৯ম অধ্যায় – আলোর প্রতিসরণ” ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে।

আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরেছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও।

৯ম অধ্যায় - আলোর প্রতিসরণ

০১। একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে কী বলা হয়?
(ক) আলোক রশ্মি
(খ) লেন্স
(গ) আলোক নল
(ঘ) আলোক দর্পণ

০২। কোনটির অভিসারী ক্ষমতা বিদ্যমান?
(ক) অবতল লেন্স
(খ) উত্তল লেন্স
(গ) উত্তল দর্পণ
(ঘ) সমতল দর্পণ

০৩। অবতল লেন্সের বৈশিষ্ট্য—
i. মধ্যভাগ পাতলা
ii. প্রান্ত ক্রমশ পুরু
iii. নির্গত রশ্মিকে অভিসারী করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

০৪। ফোকাস তল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণ কত?
(ক) 90°
(খ) 45°
(গ) 30°
(ঘ) 120°

০৫। বিবর্ধক কাচ কোন প্রকারের বিম্ব গঠন করে?
(ক) সোজা ও খর্বিত
(খ) উল্টো ও বিবর্ধিত
(গ) সোজা ও সমান
(ঘ) সোজা ও বিবর্ধিত

০৬। লেন্সের ক্ষমতার আন্তর্জাতিক একক কোনটি?
(ক) ডাই অপ্টার (d)
(খ) প্রতি মিটার (m-1)
(গ) ওয়াট
(ঘ) জুল

০৭। একটি উত্তল লেন্সের ক্ষমতা 1/x ডাই অপ্টার হলে, তার ফোকাস দূরত্ব কত?
(ক) x
(খ) -x
(গ) 1/x
(ঘ) -1/x

০৮। +5d ক্ষমতা সম্পন্ন লেন্সটির ফোকাস দূরত্ব কতো?
(ক) 0.5m
(খ) 0.2m
(গ) 5m
(ঘ) 0.2cm

০৯। কোনটি চোখের আকৃতি ঠিক রাখে?
(ক) শ্বেতমণ্ডল
(খ) কৃষ্ণমণ্ডল
(গ) কর্নিয়া
(ঘ) চশমা

১০। চোখের অভ্যান্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
(ক) কর্ণিয়া
(খ) আইরিশ
(গ) শ্বেতমন্ডল
(ঘ) কৃষ্ণমন্ডল

১১। কোনটির রং বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন হয়?
(ক) শ্বেতমন্ডল
(খ) অক্ষিগোলক
(গ) কৃষ্ণমণ্ডল
(ঘ) আইরিশ

১২। রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে জেলী জাতীয় যে পদার্থ থাকে তাকে কী বলে?
(ক) অশ্রু
(খ) অ্যাকুয়াস হিউমার
(গ) ভিট্রিয়াস হিউমার
(ঘ) রড ও কোণ কোষ

১৩। মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগাতে সাহায্য করে—
i. রড কোষ
ii. রেটিনা
iii. শ্বেতমণ্ডল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৪। চোখের ক্ষীণদৃষ্টির কারণ কী?
(ক) চক্ষুলেন্সের অভিসারী ক্ষমতা কমে যাওয়া
(খ) চক্ষুলেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া
(গ) অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া
(ঘ) ফোকাস দূরত্ব কমে যাওয়া

১৫। ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের চশমায় কোন লেন্স ব্যবহার করা হয়?
(ক) উত্তল
(খ) সমতল
(গ) অবতল
(ঘ) সমতলাবতল

১৬। হাইপারমেট্রোপিয়ার কারণ—
i. অভিসারী ক্ষমতা কমে যাওয়া
ii. অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া
iii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
একটি ছাত্র ক্লাস করার সময় বুঝতে পারল যে, সে বোর্ডের লেখা ঠিকই পড়তে পারছে কিন্তু তার নিজের খাতার লেখা পড়তে অসুবিধা হচ্ছে।

১৭। ছাত্রটির সমস্যাটির নাম কী?
(ক) হ্রস্ব দৃষ্টি
(খ) মাইওপিয়া
(গ) চোখের ছানি
(ঘ) হাইপার মেট্রোপিয়া
১৮। ছাত্রটির সমস্যা দূর করার জন্যে কোন লেন্সের চশমা পড়তে হবে?
(ক) উত্তল
(খ) অবতল
(গ) বাইফোকাল
(ঘ) উত্তলাবতল

১৯। কোনটি জটিল বস্তুর প্রত্যেকটি বর্ণ আলাদা করে দেয়?
(ক) রেটিনা
(খ) রড
(গ) আইরিস
(ঘ) মস্তিষ্ক

২০। কোন আলোকীয় ঘটনা আমাদের দেখার কাজে সরাসরি সাহায্য করে—
(ক) ব্যতিচার
(খ) প্রতিসরণ
(গ) বিচ্ছুরন
(ঘ) সমাবর্তন

২১। দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে?
(ক) প্রতিফলন
(খ) প্রতিসরণ
(গ) পোলারণ
(ঘ) অপবর্তন

২২। আলোর প্রতিসরণের কারণ কোনটি?
(ক) আলো সরলরেখায় চলে
(খ) আলোর বেগ বেশি
(গ) ভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন
(ঘ) আলো তরঙ্গাকারে চলে

২৩। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.52 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে?
(ক) 0.55
(খ) 0.66
(গ) 1
(ঘ) 1.09

২৪। ভ্যাকিউয়ামে আলোর বেগ 3 × 108 ms-1 হলে পানিতে বেগ কত?
(ক) 2 × 108 ms-1
(খ) 1.87 × 108 ms-1
(গ) 2.26 × 108 ms-1
(ঘ) 2.04 × 108 ms-1

২৫। কোন মাধ্যমে আলোর বেশ সবচেয়ে বেশি?
(ক) পানি
(খ) বায়ু
(গ) কাঁচ
(ঘ) বরফ

২৬। স্নেলের সূত্রের ক্ষেত্রে প্রয়োজন—
i. নির্দিষ্ট এক জোড়া মাধ্যম
ii. নির্দিষ্ট প্রতিসরণ কোণ
iii. নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২৭। প্রতিসরাঙ্ক নির্ভর করে—
i. আলোক তরঙ্গের কম্পাঙ্কের ওপর
ii. তরঙ্গ দৈর্ঘ্যের ওপর
iii. মাধ্যমের আলোকীয় ঘনত্বের ওপর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২৮। ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হয়?
(ক) 0°
(খ) 30°
(গ) 45°
(ঘ) 90°

২৯। প্রতিসরণ কোণ সংকট কোণের সমান হলে প্রতিসৃত রশ্মি ও বিভেদতলের মধ্যবর্তী কোণ কত?
(ক) ০°
(খ) 45°
(গ) 60°
(ঘ) 90°

৩০। মরীচিকায় কোন ঘটনা ঘটে?
(ক) আলোর প্রতিফলন
(খ) আলোর বিচ্ছুরণ
(গ) আলোর পূর্ণ অভ্যান্তরীণ প্রতিফলন
(ঘ) আলোর পোলারণ

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১ । (গ)১১ । (ঘ)২১ । (খ)
২ । (খ)১২ । (গ)২২ । (গ)
৩ । (ক)১৩ । (ক)২৩ । (খ)
৪ । (ক)১৪ । (খ)২৪ । (গ)
৫ । (ঘ)১৫ । (গ)২৫ । (খ)
৬ । (ক)১৬ । (ক)২৬ । (খ)
৭ । (ক)১৭ । (ঘ)২৭ । (ঘ)
৮ । (খ)১৮ । (ক)২৮ । (ঘ)
৯ । (ক)১৯ । (ঘ)২৯ । (ক)
১০ । (ঘ)২০ । (খ)৩০ । (গ)
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ পদার্থবিজ্ঞান – আলোর প্রতিসরণ

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “৯ম অধ্যায় – আলোর প্রতিসরণ” বের করে আবার ভালো করে পড়ে নিবে।

ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। আলোর প্রতিসরণ অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞানরসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।


1 Comment

Tazbin Ahmed Pranto · August 6, 2023 at 9:43 pm

সব স্যারেরা এই প্রশ্নই করে ☺️

  • Leave a Reply

    Avatar placeholder

    Your email address will not be published. Required fields are marked *

    2023 © KendroBangla | All Rights Reserved