একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, “অণুজীব”। এর আগে আমরা উদ্ভিদবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছিলাম। প্রকাশ করেছিলাম অণুজীব অধ্যায়ের প্রথম পর্বের এমসিকিউ। এরই ধারাবাহিকতায় আজ প্রকাশিত হলো অণুজীব অধ্যায়ের ২য় পর্বের বহুনির্বাচনী প্রশ্ন। “অণুজীব (২য় পর্ব)”-তে থাকছে ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ-দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হন, তবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবেন। খুবই যত্নের সাথে তৈরী এই প্রশ্নগুলো আপনার পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ্‌।

উদ্ভিদবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন : অণুজীব (২য় পর্ব)

“অণুজীব” অধ্যায়ের এই এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ২০ মিনিট সময় নিয়ে এখানকার প্রশ্নগুলোর সঠিক উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে ধরেছি। এবং প্রশ্নের শেষ অংশে সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা কতো পেলেন সেটা বের করে ফেলতে পারবেন। আপনার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে আপনার স্কোরটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

১। প্রোটোজুওলজির জনক কে?
ক) এরেনবার্গ
খ) লুই পাস্তুর
গ) লিউয়েনহুক
ঘ) রবার্ট কক

২। আর্কিব্যাক্টেরিয়াতে—
(i) কোষপ্রাচীরে পেপটিডোগ্লাইকান নেই
(ii) মেমব্রেন লিপিড এস্টার লিংকড
(iii) RNA পলিমারেজ একাধিক

নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

৩। নিচের কোনটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান নয়?
ক) পেপটিডোগ্লাইকান
খ) ফরমিক এসিড
গ) টিকোয়িক এসিড
ঘ) মিউকোপ্রোটিন

৪। Clostridium কোন ধরনের ব্যাকটেরিয়া?
ক) বাধ্যতামূলক বায়বীয়
খ) সুবিধাবাদী অবায়বীয়
গ) বাধ্যতামূলক অবায়বীয়
ঘ) কোনটিই নয়

৫। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে কী বলা হয়?
ক) সারসিনা
খ) ব্যাসিলাস
গ) কক্কাস
ঘ) ফিলামেন্টাস

৬। ব্যাকটেরিয়া কোষের দুই প্রান্তে একটি করে ফ্ল্যাজেলাম থাকলে তাকে কোন ধরনের ব্যাকটেরিয়া বলে?
ক) অ্যাম্ফিট্রিকাস
খ) লফোট্রিকাস
গ) মনোট্রিকাস
ঘ) পেরিট্রিকাস

৭। গনোরিয়া ব্যাকটেরিয়া কোনটির সাহায্যে পোষক কোষের সাথে সংযুক্ত থাকে?
ক) ফ্ল্যাজেলা
খ) প্লাসমিড
গ) মেসোসোম
ঘ) পিলি

৮। ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়—
(i) মাটির উর্বরতা বৃদ্ধিতে
(ii) টেস্টিংসল্ট প্রস্তুতিতে
(iii) ভিটামিন তৈরিতে

নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

৯। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়?
ক) জলাতঙ্ক
খ) কলেরা
গ) টাইফয়েড
ঘ) মেনিনজাইটিস

১০। ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে এন্ডোস্পোর গঠন করে কত বছর পর্যন্ত টিকে থাকতে পারে?
ক) ১০ বছর
খ) ৫০ বছর
গ) ১০০ বছর
ঘ) ১৫০ বছর

১১। ব্যাকটেরিয়া প্রধানত কোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে?
ক) মিয়োসিস
খ) মাইটোসিস
গ) দ্বিভাজন
ঘ) উপরের সবগুলো

১২। কোন ধরনের ব্যাকটেরিয়া আঙ্গুরের থোকার ন্যায় গুচ্ছাকারে অবস্থান করে?
ক) স্ট্রেপটোকক্কাস
খ) স্ট্যাফাইলোকক্কাস
গ) টেট্রাকক্কাস
ঘ) মাইক্রোকক্কাস

১৩। E. coli কোন ধরনের ব্যাকটেরিয়া?
ক) মনোব্যাসিলাস
খ) ডিপ্লোব্যাসিলাস
গ) স্পাইরিলাম
ঘ) ফিলামেন্টাস

১৪। পেনিসিলিন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক?
ক) গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে
খ) গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে
গ) ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে
ঘ) ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান সংশ্লেষ করে

১৫। নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নয়?
ক) রাইজোবিয়াম
খ) শিগেলা
গ) সালমোনেলা
ঘ) ক্লসট্রিডিয়াম

১৬। ব্যাকটেরিয়া কোষের ফ্ল্যাজেলা—
(i) কোষের সাইটোপ্লাজম থেকে সৃষ্টি হয়
(ii) ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি হয়
(iii) চলনে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

১৭। নিচের কোনটি ব্যাকটেরিয়ার অযৌন জনন পদ্ধতি নয়?
ক) এন্ডোস্পোর উৎপাদন
খ) গনিডিয়া
গ) অন্তরেণু উৎপাদন
ঘ) ট্রান্সডাকশন

১৮। কোন ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে?
ক) Clostridium
খ) Pseudomonas
গ) Rhizobium
ঘ) Azotobacter

১৯। কোন ব্যাকটেরিয়ার কারণে লেবুর ক্যাংকার রোগ হয়?
ক) Xanthomonas citri
খ) Xanthomonas vasculorum
গ) Xanthomonas malvacearum
ঘ) Xanthomonas oryzae

২০। ব্যাকটেরিয়ায়—
(i) বিপাক ক্রিয়া ঘটে
(ii) এনজাইম থাকে
(iii) DNA এবং RNA উভয়ই থাকে

নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

২১। ধান গাছের ব্লাইট রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
ক) এরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া
খ) এরা স্পোর তৈরি করে
গ) এদের ক্যাপসিউল নেই
ঘ) এদের ফ্ল্যাজেলা থাকে না

২২। কোন ধরনের পরিবেশ ধান গাছের ব্লাইট রোগ সংক্রমণে সহায়তা করে?
ক) উচ্চ তাপমাত্রা
খ) উচ্চ জলীয় বাষ্প
গ) জমিতে অধিক পানি
ঘ) উপরের সবগুলো

২৩। কে সর্বপ্রথম কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন?
ক) রবার্ট ব্রাউন
খ) রবার্ট কচ
গ) লেডারবার্গ
ঘ) এডওয়ার্ড

২৪। কলেরা কোন ধরনের রোগ?
ক) পানিবাহিত
খ) মশকীবাহিত
গ) বায়ুবাহিত
ঘ) পতঙ্গবাহিত

২৫। কলেরা রোগের লক্ষণ হল—
(i) উদরাময় বা ডায়রিয়া
(ii) জ্বর ও বমি হওয়া
(iii) মাংসপেশির সংকোচন

নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই

সঠিক উত্তরঃ

১। গ১১। গ২১। গ
২। খ১২। খ২২। ঘ
৩। খ১৩। ক২৩। খ
৪। গ১৪। ক২৪। ক
৫। খ১৫। ঘ২৫। ঘ
৬। ক১৬। গ
৭। ঘ১৭। ঘ
৮। ঘ১৮। গ
৯। ক১৯। ক
১০। খ২০। ঘ

অণুজীব (২য় পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় ড. মোহাম্মদ আবুল হাসান স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই (জীববিজ্ঞান ১ম পত্র) থেকে তৈরি করা হয়েছে। যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। উল্লেখিত উদ্ভিদবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। ইতিপূর্বে কেন্দ্রবাংলায় প্রকাশিত উদ্ভিদবিজ্ঞান M.C.Q. গুলো দেখা যাবে এখন থেকে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ের M.C.Q দেখুন এখান থেকে


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved