একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়, “ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা”। এর আগে আমরা উদ্ভিদবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছিলাম। প্রকাশ করেছিলাম ষষ্ঠ অধ্যায়ের ১ম পর্বের বহুনির্বাচনী প্রশ্ন। আজ প্রকাশিত হলো ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা অধ্যায়ে ২য় পর্বের বহুনির্বাচনী প্রশ্ন। “ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (২য় পর্ব)”-তে থাকছে ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হন, তবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবেন। খুবই যত্নের সাথে তৈরী এই প্রশ্নগুলো আপনার পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ্‌।

উদ্ভিদবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন : ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (২য় পর্ব)

“ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা” অধ্যায়ের এই এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ২০ মিনিট সময় নিয়ে এখানকার প্রশ্নগুলোর সঠিক উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে ধরেছি। এবং প্রশ্নের শেষ অংশে সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা কতো পেলেন সেটা বের করে ফেলতে পারবেন। আপনার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে আপনার স্কোরটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

৬ষ্ঠ অধ্যায়- ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (২য় পর্ব)

১। গ্রিক শব্দ Pteron অর্থ কী?
ক) উদ্ভিদ
খ) মস
গ) মাছ
ঘ) ডানা

২। বাংলাদেশে কত প্রজাতির টেরিডোফাইটস পাওয়া গেছে?
ক) ২৪৮
খ) ১৯৫
গ) ২০০
ঘ) ১৩৭

৩। টেরিডোফাইটার প্রধান দেহটি-
(i) স্পোরোফাইট
(ii) ডিপ্লয়েড
(iii) রেণুধর
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

৪। টেরিডোফাইটার অধিকাংশ প্রজাতিতে কান্ড কীসে রূপান্তরিত হয়?
ক) পাতায়
খ) মূলে
গ) রাইজোমে
ঘ) রাইজয়েডে

৫। Pteris কোন ধরনের উদ্ভিদ?
ক) বায়বীয়
খ) অবায়বীয়
গ) অর্ধবায়বীয়
ঘ) কোনটিই নয়

৬। ফার্নের পাতাকে কী বলে?
ক) পিনা
খ) ফ্রন্ড
গ) র্্যাকিস
ঘ) ক্রোজিয়ার

৭। ফার্নের ক্যাপসিউল এর কোন অংশটি পানিগ্রাহী?
ক) অ্যানুলাস
খ) স্টোমিয়াম
গ) বৃন্ত
ঘ) কোনটিই নয়

৮। ফার্নের স্পোরোফাইট এর প্রথম কোষ কোনটি?
ক) ডিম্বাণু
খ) ঊস্পোর
গ) জাইগোট
ঘ) খ+গ

৯। ফার্নের জনুক্রম কোন ধরনের?
ক) হোমোমরফিক
খ) হিটারোমরফিক
গ) ডিপ্লোবায়োন্টিক
ঘ) হিটারোবায়োন্টিক

১০। Pteris উদ্ভিদ-
(i) শাক হিসেবে খাওয়া যায়
(ii) সার হিসেবে ব্যবহৃত হয়
(iii) প্রকৃতিতে উৎপাদক হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

১১। ফার্নের প্রোথ্যালাস—
(i) বাদামী বর্ণের
(ii) হৃৎপিন্ডাকার
(iii) সহবাসী
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

১২। ফার্নের শল্কপত্রকে কী বলে?
ক) সোরাই
খ) র্্যামেন্টাম
গ) ক্রোজিয়ার
ঘ) সারসিনেট

১৩। Pteris এর ভাস্কুলার বান্ডল কোন ধরনের?
ক) হ্যাড্রোসেন্ট্রিক
খ) ফ্লোয়েমসেন্ট্রিক
গ) লেপ্টোসেন্ট্রিক
ঘ) জাইলোসেন্ট্রিক

১৪। ফার্নের পত্রকে মেসোফিল স্তর কোথায় থাকে?
ক) ঊর্ধ্বত্বকে
খ) নিম্নত্বকে
গ) উভয় ত্বকের মাঝখানে
ঘ) কোনটিই নয়

১৫। Pteris এর গ্যামিটোফাইটিক উদ্ভিদে কোন ধরনের জনন প্রক্রিয়া সম্পন্ন হয়?
ক) অঙ্গজ জনন
খ) যৌন জনন
গ) অযৌন জনন
ঘ) ক+গ

১৬। ফার্নের ক্যাপসিউল এর কোন অংশটি স্পোর নির্গমনের সময় ফেটে যায়?
ক) বৃন্ত
খ) অ্যানুলাস
গ) স্টোমিয়াম
ঘ) প্লাসেন্টা

১৭। ফার্নের সোরাস এর আকৃতি কীরূপ?
ক) গোলাকার
খ) বৃক্কাকার
গ) হৃৎপিন্ডাকার
ঘ) ফ্লাস্ক আকৃতির

১৮। ফার্ন উদ্ভিদে প্রতিটি স্পোরাঞ্জিয়ামে কতটি মাতৃকোষ থাকে?
ক) ১৬ টি
খ) ৩৪ টি
গ) ৫২ টি
ঘ) ৬৪ টি

১৯। নিচের কোনটি প্রোথ্যালাস এর বৈশিষ্ট্য নয়?
ক) বহুকোষী
খ) স্বতন্ত্র
গ) পরভোজী
ঘ) উভলিঙ্গ

২০। ফার্নের আর্কিগোনিয়াম এর কোন অংশে ডিম্বাণু থাকে?
ক) উদরের ঊর্ধ্বাংশে
খ) উদরের নিম্নাংশে
গ) গ্রীবার নিম্নাংশে
ঘ) গ্রীবার ঊর্ধ্বাংশে

২১। ফার্নের আর্কিগোনিয়াম এর গ্রীবা ও উদরীয় নালিকা কোষ বিগলিত হয়ে যে নালী পথ গঠন করে সেখানে কী থাকে?
ক) সাইট্রিক এসিড
খ) টারটারিক এসিড
গ) ম্যালিক এসিড
ঘ) কার্বোক্সিলিক এসিড

২২। Pteris উদ্ভিদ—
(i) ভাস্কুলার
(ii) সপুষ্পক
(iii) ফটোসিন্থেটিক
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

২৩। ফার্নের পাতা কোন ধরনের?
ক) সরলপত্র
খ) অপক্ষল যৌগিক পত্র
গ) পক্ষল যৌগিক পত্র
ঘ) জটিল পত্র

২৪। যে টিস্যু হতে ফার্নের স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় তাকে কী বলে?
ক) ফলস ইন্ডুসিয়াম
খ) ক্যাপসিউল
গ) অমরা
ঘ) সোরাস

২৫। ফার্নের অ্যান্থেরিডিয়াম এর ভিতরে কতটি অ্যান্ড্রোসাইট থাকে?
ক) ১০-২০ টি
খ) ১৫-৩০ টি
গ) ৩০-৩৫ টি
ঘ) ২০-৫০ টি

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই

সঠিক উত্তরঃ

১। ঘ১১। গ২১। গ
২। খ১২। খ২২। খ
৩। ঘ১৩। ক২৩। গ
৪। গ১৪। গ২৪। গ
৫। গ১৫। খ২৫। ঘ
৬। খ১৬। গ
৭। ক১৭। খ
৮। ঘ১৮। ক
৯। খ১৯। গ
১০। ঘ২০। খ

ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (২য় পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় ড. মোহাম্মদ আবুল হাসান স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই (জীববিজ্ঞান ১ম পত্র) থেকে তৈরি করা হয়েছে। যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। উল্লেখিত উদ্ভিদবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। ইতিপূর্বে কেন্দ্রবাংলায় প্রকাশিত উদ্ভিদবিজ্ঞান M.C.Q. গুলো দেখা যাবে এখন থেকে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ের M.C.Q দেখুন এখান থেকে


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved