গতপর্বে আমরা নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান MCQ প্রকাশ করেছিলাম। তোমাদের মধ্য অনেকেই হয়ত সেই MCQ গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা যাচাই করেছো।

আজকে তারই ধারাবাহিকতায় প্রকাশিত হলো দ্বিতীয় পর্ব। গতোদিনের মতো আজকেও থাকছে ৩০টি প্রশ্ন। আশাকরি, নবম-দশম শ্রেণির একজন শিক্ষার্থী হিসেবে অথবা এসএসসি পরীক্ষার্থী হিসেবে এই জীববিজ্ঞান MCQ এর মাধ্যমে তোমরা নিজদের দক্ষতাকে যাচাই করতে পারবে। সামনের পরীক্ষার জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করে তুলতে পারবে।

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান MCQ

এখানে প্রকাশিত বহুনির্বাচনী প্রশ্নগুলো প্রশ্নগুলো নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বই এর প্রথম অধ্যায় জীবনপাঠ এর আলোকে তৈরি করা হয়েছে। প্রশ্ন সমাধান করার আগে অবশ্যই অধ্যায়টি ভালো করে পড়ে নিবে। এরপর, ২০ মিনিট সময় নিয়ে, ৩০ টি প্রশ্নের উত্তর খাতায় লিখে ফেলবে। লেখা শেষ হলে সেগুলো ঠিক হয়েছে কিনা সেটা কিন্তু তুমি নিজেই যাচাই করে নিতে পারবে। প্রশ্নের শেষে আমরা এগুলোর সঠিক উত্তর যুক্ত করে দিয়েছি। এখানকার প্রতিটি প্রশ্নের মান ১ নাম্বার।

যাচাই করা শেষে কতো নাম্বার পেলে সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারো কমেন্টের মাধ্যমে। এছাড়া, এই প্রশ্ন বা জীববিজ্ঞান সম্পর্কিত তোমার যে কোন প্রশ্ন বা মতামতও আমাদেরকে জানাতে পারো। অনেক কথা হলো, চলো এবার শুরু করি।

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন - জীবনপাঠ (২য় পর্ব)

১। ‘Logos’ শব্দটির অর্থ হল-
ক) অধ্যয়ন
খ) বিজ্ঞান
গ) জ্ঞান
ঘ) গবেষণা

২। ভৌত জীববিজ্ঞানের কোন শাখায় টিস্যুর গঠন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয়?
ক) হিস্টোলজি
খ) সাইটোলজি
গ) এমব্রায়োলজি
ঘ) মরফোলজি

৩। সালোকসংশ্লেষণ ও শ্বসন ভৌত জীববিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Ecology
খ) Physiology
গ) Cytology
ঘ) Genetics

৪। কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা নয়?
ক) Entomology
খ) Parasitology
গ) Embryology
ঘ) Microbiology

৫। ক্যারোলাস লিনিয়াস কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
ক) মাইক্রোবায়োলজি
খ) মরফোলজি
গ) এনাটমি
ঘ) ফিজিওলজি

৬। নিচের কোন রাজ্যটি ইউক্যারিওটা এর অন্তর্ভুক্ত নয়?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লানটি

ব্যাকটেরিয়া, ভাইরাস, ডায়াটম, নীলাভ সবুজ শৈবাল

৭। ‘ক’ চিহ্নিত জীবটি হল-
ক) ব্যাকটেরিয়া
খ) ভাইরাস
গ) ডায়াটম
ঘ) নীলাভ সবুজ শৈবাল

৮। ‘ক’ চিহ্নিত জীবটিতে-
(i) নিউক্লিয়াস সুগঠিত
(ii) ক্রোমাটিন বস্তু আছে
(iii) সালোকসংশ্লেষণ পদ্ধিতে খাদ্য প্রস্তুত করে
ক) ii খ) i, ii
গ) ii, iii ঘ) i, ii, iii

৯। ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য হল-
(i) অধিকাংশই মৃতজীবী
(ii) দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত
(iii) ক্লোরোপ্লাস্ট উপস্থিত
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১০। অ্যানিমেলিয়া রাজ্যের জীবদের কোষে কোন অঙ্গাণুটি থাকে?
ক) কোষপ্রাচীর
খ) প্লাস্টিড
গ) কোষগহ্বর
ঘ) রাইবোজোম

১১। নিচের কোনটিতে অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা সবচেয়ে কম?
ক) পর্ব
খ) বর্গ
গ) গণ
ঘ) প্রজাতি

১২। নিচের কোনটি সঠিক নয়?
ক) পর্বের উপসেট শ্রেণি
খ) শ্রেণির উপসেট গোত্র
গ) গোত্রের উপসেট গণ
ঘ) গণের উপসেট প্রজাতি

১৩। নিচের কোন বৈজ্ঞানিক নামটি সঠিক?
ক) homo sapiens
খ) Homo Sapiens
গ) Homo sapiens
ঘ) Homo sapien

১৪। কোনটি পাটের বৈজ্ঞানিক নাম?
ক) Nymphaea nouchali
খ) Copsychus saularis
গ) Corchorus capsularis
ঘ) Periplaneta americana

১৫। দ্বিপদ নামকরণ কোন ভাষায় করা হয়?
ক) ইংরেজি
খ) স্প্যানিশ
গ) গ্রিক
ঘ) ল্যাটিন

১৬। মানুষ কোন শ্রেণির অন্তর্ভুক্ত জীব?
ক) Hominidae
খ) Mammalia
গ) Primate
ঘ) Homo sapiens

১৭। ফার্নবর্গীয় উদ্ভিদ নিচের কোনটির অন্তর্ভুক্ত?
ক) প্লানটি
খ) ফানজাই
গ) মাশরুম
ঘ) বহুকোষী শৈবাল

১৮। সমস্ত জীবজগৎ কে দুইটি সুপার কিংডমে বিভক্ত করেছেন-
ক) টমাস-স্মিথ
খ) হুইট্টেকার
গ) লিনিয়াস
ঘ) মারগুলিস

১৯। ‘ক’ চিহ্নিত জীবটি হল-
ক) অ্যামিবা
খ) ব্যাকটেরিয়া
গ) ডায়াটম
ঘ) প্যারামেসিয়াম

২০। ‘ক’ চিহ্নিত জীবটির ক্রোমাটিন বস্তুতে রয়েছে-
(i) DNA
(ii) RNA
(iii) প্রোটিন
ক) i খ) ii
গ) i, ii ঘ) i, ii, iii

২১। ‘Bios’ শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
ক) ল্যাটিন
খ) গ্রিক
গ) ইংরেজি
ঘ) জার্মান

২২। বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান হল-
ক) Agriculture
খ) Forestry
গ) Wildlife
ঘ) Entomology

২৩। Parasitology এর আলোচ্য বিষয়-
ক) অণুজীব
খ) পরজীবিতা
গ) প্রাগৈতিহাসিক জীব
ঘ) ব্যাকটেরিয়া

২৪। মনেরা রাজ্যের কোষ বিভাজন প্রক্রিয়া হল-
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) দ্বিবিভাজন
ঘ) বিভাজন হয় না

২৫। Zakerana dhaka নামক ব্যাঙটি আবিষ্কার করেছেন-
ক) কাজী জাকির হোসেন
খ) সাজিদ আলী হাওলাদার
গ) ক্যারোলাস লিনিয়াস
ঘ) কাজী জাকেরানা

২৬। Allium cepa কীসের বৈজ্ঞানিক নাম?
ক) পেঁয়াজ
খ) রসুন
গ) আদা
ঘ) আলু

২৭। উদ্ভিদের নামকরণ কোনটি কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে?
ক) ICBN
খ) ICZN
গ) IUPAC
ঘ) IRRI

২৮। প্রোটিস্টা রাজ্যের জীবদের খাদ্যগ্রহণ পদ্ধতি হল-
(i) শোষণ
(ii) গ্রহণ
(iii) ফটোসিনথেসিস
ক) i খ) iii
গ) i, iii ঘ) i, ii, iii

২৯। প্লানটি রাজ্যের বৈশিষ্ট্য হল-
(i) ভ্রূণ সৃষ্টি হয়
(ii) উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান
(iii) আর্কিগোনিয়াম রয়েছে
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩০। Hibiscus rosa-sinensis কোন ফুলের বৈজ্ঞানিক নাম?
ক) গোলাপ
খ) শাপলা
গ) জবা
ঘ) রজনীগন্ধা

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অবশ্যই মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়তে হবে।

সঠিক উত্তরঃ

১। গ ; ২। ক ; ৩। খ ; ৪। গ ; ৫। গ ; ৬। ক ; ৭। ঘ ; ৮। গ; ৯। ক ; ১০। ঘ ; ১১। ক ; ১২। খ ; ১৩। গ ; ১৪। গ ; ১৫। ঘ; ১৬। খ ; ১৭। ক ; ১৮। ঘ ; ১৯। গ ; ২০। ঘ ; ২১। খ ; ২২। গ; ২৩। খ ; ২৪। গ ; ২৫। খ ; ২৬। ক ; ২৭। ক ; ২৮। ঘ ; ২৯। ঘ; ৩০। গ ;

কোন প্রশ্নের উত্তর না পারলে বা ভুল হলে কিন্তু একদমই মনখারাপ করবে না। বরং সেটা কেন ভুল হয়েছে তা বের করবে মূল বইটি আবার পড়ে। গত পর্বের জীববিজ্ঞান MCQ গুলো দেখে নিতে পারো এখান থেকে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved