একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, “অণুজীব”। এর আগে আমরা উদ্ভিদবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছিলাম। আজ প্রকাশিত হলো অণুজীব অধ্যায়ের ১ম পর্বের বহুনির্বাচনী প্রশ্ন। “অণুজীব (১ম পর্ব)”-তে থাকছে ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ-দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হন, তবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবেন। খুবই যত্নের সাথে তৈরী এই প্রশ্নগুলো আপনার পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ্‌।

উদ্ভিদবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন : অণুজীব (১ম পর্ব)

“অণুজীব” অধ্যায়ের এই এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ২০ মিনিট সময় নিয়ে এখানকার প্রশ্নগুলোর সঠিক উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে ধরেছি। এবং প্রশ্নের শেষ অংশে সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা কতো পেলেন সেটা বের করে ফেলতে পারবেন। আপনার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে আপনার স্কোরটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

১। ভাইরাস সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
ক) অকোষীয়
খ) অতি-আণুবীক্ষণিক
গ) বাধ্যতামূলক পরজীবী
ঘ) জীবদেহের বাইরে সক্রিয়

২। কোন বিজ্ঞানীকে ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়?
ক) দিমিত্রি আইভানোভস্কি
খ) এডওয়ার্ড জেনার
গ) এফ. সি. ব্যাডেন
ঘ) মার্টিনাস বিজারিঙ্ক

৩। বিজ্ঞানী শেফারম্যান ও মরিস কোন ভাইরাস আবিষ্কার করেন?
ক) হেপাটাইটিস-সি
খ) টোবাকো মোজাইক ভাইরাস
গ) সায়ানোফায
ঘ) এইচআইভি

৪। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য হল—
(i) এরা প্রকরণ তৈরি করতে সক্ষম
(ii) এদের নিজস্ব বিপাকীয় এনজাইম নেই
(iii) এদের জিনগত পুনর্বিন্যাস ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

৫। ভাইরাসের ক্যাপসিডের কাজ নয় কোনটি?
ক) সর্দিজ্বরে হাঁচির উদ্রেক করা
খ) পোষক দেহে সংক্রমণে সাহায্য করা
গ) অ্যান্টিবডি হিসেবে কাজ করা
ঘ) নিউক্লিক এসিডকে রক্ষা করা

৬। নিচের কোনটি গোলাকার ভাইরাস?
ক) পোলিও
খ) মাম্পস
গ) হার্পিস
ঘ) ইবোলা

৭। নিচের কোনটি RNA ভাইরাস নয়?
ক) TMV
খ) TIV
গ) HIV
ঘ) Corona

৮। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কী বলা হয়?
ক) ভিরয়েডস
খ) নিউক্লিওক্যাপসিড
গ) প্রিয়নস
ঘ) ভিরিয়ন

৯। টোবাকো মোজাইক ভাইরাসের প্রতিটি ক্যাপসোমিয়ারে কতটি অ্যামিনো এসিড থাকে?
ক) ১২২ টি
খ) ১৩০ টি
গ) ১৫৮ টি
ঘ) ১৭৪ টি

১০। নিচের কোনটি অসম্পূর্ণ ভাইরাস?
ক) হেপাটাইটিস-সি
খ) হেপাটাইটিস-ডি
গ) হেপাটাইটিস-বি
ঘ) হেপাটাইটিস-ই

১১। ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য হল—
(i) এদের পুষ্টি ক্রিয়া আছে
(ii) এদের দৈহিক বৃদ্ধি নেই
(iii) এরা স্বাধীনভাবে প্রজননক্ষম নয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

১২। ‘ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু’ কথাটি কোন বিজ্ঞানী বলেছেন?
ক) Stanley
খ) Lwoff
গ) Salle
ঘ) Bawden

১৩। HIV এক ধরনের—
(i) লিপোভাইরাস
(ii) রিট্রোভাইরাস
(iii) RNA ভাইরাস
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i, ii
গ) ii, iii
ঘ) i, ii, iii

১৪। সায়ানোফায ভাইরাসগুলো কাকে ধ্বংস করে?
ক) ব্যাকটেরিয়া
খ) ছত্রাক
গ) উদ্ভিদ
ঘ) নীলাভ সবুজ শৈবাল

১৫। ভিরয়েডস হল
ক) সংক্রামক ডিএনএ
খ) সংক্রামক প্রোটিন ফাইব্রিল
গ) সংক্রামক আরএনএ
ঘ) সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস

১৬। কাঁচা খেজুরের রসের মাধ্যমে কোন ভাইরাস মানবদেহে অনুপ্রবেশ করে?
ক) করোনা ভাইরাস
খ) নিপা ভাইরাস
গ) জিকা ভাইরাস
ঘ) ইবোলা ভাইরাস

১৭। নিচের কোন ভাইরাসকে ‘তুষের আগুন’ বলা হয়?
ক) হেপাটাইটিস এ
খ) হেপাটাইটিস বি
গ) হেপাটাইটিস সি
ঘ) হেপাটাইটিস ডি

১৮। ডেঙ্গু জ্বরের লক্ষণ হল
(i) তীব্র মাথা ব্যথা
(ii) চোখের পিছনে ব্যথা
(iii) মেরুদণ্ডে ব্যথা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i, ii
গ) i, iii
ঘ) i, ii, iii

১৯। ভাইরাস শব্দের অর্থ কী?
ক) বিষ
খ) জীবাণু
গ) অতি ক্ষুদ্র
ঘ) আতঙ্ক

২০। ভাইরাসের প্রোটিন আবরণের প্রতিটি সাবইউনিটকে কী বলা হয়?
ক) পেপলোমিয়ার
খ) লিপোমেয়ার
গ) ক্যাপসোমিয়ার
ঘ) নিউক্লিওমেয়ার

২১। মটরের স্ট্রিক ভাইরাস কোন আকৃতির হয়ে থাকে?
ক) গোলাকার
খ) ব্যাঙাচি আকার
গ) বহুভুজাকার
ঘ) সূত্রাকার

২২। কোন ভাইরাসের RNA দ্বিসূত্রক?
ক) করোনা
খ) কলিফায
গ) রিওভাইরাস
ঘ) ভ্যাকসিনিয়া

২৩। প্রিয়নস এর ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক ?
ক) এতে নিউক্লিক এসিড থাকে
খ) এতে প্রোটিন থাকে না
গ) উদ্ভিদে রোগ সৃষ্টি করে না
ঘ) ক্যাডাং রোগ তৈরি করে

২৪। ভাইরাসের উপকারিতা হল
(i) জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়
(ii) কীট পতঙ্গনাশক হিসেবে ব্যবহৃত হয়
(iii) ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

২৫। কোন ভাইরাসের কারণে মানবদেহে ক্যাপোসি সার্কোমা রোগ হয়?
ক) পলিওমা
খ) হার্পিস সিমপ্লেক্স
গ) ভ্যাকসিনিয়া
ঘ) পেপিলোমা

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই

সঠিক উত্তরঃ

১। ঘ ১১। গ২১। ঘ
২। ক১২। গ২২। গ
৩। গ১৩। ঘ২৩। গ
৪। খ১৪। ঘ২৪। ঘ
৫। গ১৫। গ২৫। খ
৬। ক১৬। খ
৭। খ১৭। গ
৮। খ১৮। ঘ
৯। গ১৯। ক
১০। খ২০। গ

অণুজীব (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় ড. মোহাম্মদ আবুল হাসান স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই (জীববিজ্ঞান ১ম পত্র) থেকে তৈরি করা হয়েছে। যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। উল্লেখিত উদ্ভিদবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। ইতিপূর্বে কেন্দ্রবাংলায় প্রকাশিত উদ্ভিদবিজ্ঞান M.C.Q. গুলো দেখা যাবে এখন থেকে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ের M.C.Q দেখুন এখান থেকে


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved