কেন্দ্রবাংলা কুইজ প্রতিযোগিতা ২০২১

কুইজে অংশ নিয়ে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!

Kendrobangla Quiz Competition - 2021

প্রিয় পাঠক,
কেন্দ্রবাংলা ডট কম প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে অনালাইন কুইজ প্রতিযোগিতা। বাংলা ভাষাভাষী যে কোন বয়সী মানুষ যে কোন জায়গা থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারী সেরা দশজন প্রতিযোগির জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

মেধা ও মনন বিকাশে পড়ার কোন বিকল্প নেই। ইন্টারনেটে বাংলা ভাষাভাষীদের পড়ার সেই জায়গাটা আরও একটু বিস্তৃত করার লক্ষ্যে কেন্দ্রবাংলা ডট কমের পথচলা। প্রতিষ্ঠার পর থেকে গতো এক বছরে আমরা পাঠককে উপহার দেবার চেষ্টা করেছি বিভিন্ন বিষয়ের উপরের রচিত সঠিক তথ্য সম্বলিত, সহজবোধ্য এবং মানসম্পন্ন লেখনী। কতোটা সফল হয়েছি তা বিচারের দায়িত্ব পাঠকের। সামনেই দিনগুলোতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্‌। পাঠক, আলোচক, সমালোচক অথবা শুভানুধ্যায়ী হিসেবে পাশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন।

কেন্দ্রবাংলা ডট কম বিশ্বাস করে,পড়ার পাশাপাশি বিভিন্ন ধরণের প্রতিযোগিতা যেমন পাঠকের পড়ার আগ্রহকে বাড়িয়ে দেয় তেমনি লেখক-পাঠকের সম্পর্ক মজবুত করে তোলে। এজন্যই প্রথমবারের মতো আমাদের এই কুইজ প্রতিযোগিতার আয়োজন। আগামীতে পাঠকদের জন্য এধরণের আয়োজন নিয়মিত ভাবে করা হবে ইনশাআল্লাহ্‌।

প্রতিযোগিতার নিয়ম-কানুন ও শর্ত/আবেদনের যোগ্যতাঃ

১. বাংলা ভাষাভাষী যে কোন বয়সের মানুষ কুইজ প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।
২. কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পূর্বে অবশ্যই কেন্দ্রবাংলা অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিতে হবে।
৩. পোস্টের কমেন্টে কমপক্ষে ৫জন বন্ধুকে মেনশন করতে হবে। যাতে করে আপনার বন্ধুরাও এতে অংশ নেওয়ার সুযোগ পায়।
৪. রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই কুইজ নোটিসের এই ফেসবুক পোস্টটি #কেন্দ্রবাংলাকুইজ২০২১ লিখে শেয়ার করতে হবে নিজের প্রোফাইল থেকে।

*** উল্লেখ্য, সকল প্রতিযোগীকে অবশ্যই ২, ৩ এবং ৪ নং শর্ত পূরণ করে তার স্ক্রিনশট পেজের ইনবক্সে পাঠাতে হবে। অন্যথায়, কুইজ প্রতিযোগিতায় তার উত্তরপত্র গ্রহণযোগ্য হবে না।

রেজিস্ট্রেশন/আবেদন পদ্ধতিঃ

১. গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
২. রেজিস্ট্রেশন চলবে আগামী ৮ জুলাই ২০২১ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পরীক্ষাঃ

১. পরীক্ষার প্রস্তুতির জন্য যা পড়তে হবেঃ

কুইজের প্রস্তুতির জন্য কেন্দ্রবাংলায় প্রকাশিত নিম্নলিখিত দশটি আর্টিকেল পড়তে হবে। কম্পিউটার বা মোবাইল থেকে আর্টিকেলগুলোর শিরোনামের উপর ক্লিক করে খুব সহজেই আর্টিকেলগুলো পড়া যাবে।

ক্রমিকআর্টিকেল
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কৃষিক্ষেত্রে আনতে পারে বিপ্লব
দুর্বোধ্য ‘ভয়েনিচের পান্ডুলিপি’ : শত বছরের এক অমিমাংসিত রহস্য!
পেরিস্কোপ : একটি সাধারণ কিন্তু বিস্ময়কর আবিষ্কার
টাইপরাইটার – বিস্ময়কর লেখার যন্ত্রটি যেভাবে কাজ করত
নিউট্রন স্টার, ডার্কম্যাটার আর ব্ল্যাকহোল কি?
কম্পিউটার নিয়ে বিস্ময়কর অথচ সত্য ১৫টি তথ্য!
ক্লাউড কম্পিউটিং কী? এ সম্পর্কে আপনার যা জানা দরকার
অপারেটিং সিস্টেম কী? অপারেটিং সিস্টেম এর কাজ
ফার্মওয়্যার কী? ফার্মওয়্যার এর কাজকর্ম
১০ওয়্যারলেস চার্জিং কীভাবে কাজ করে? এর আদ্যোপান্ত

২. কুইজের সকল প্রশ্ন এই আর্টিকেলগুলোর মধ্য থেকে হবে। তাই, যিনি যতো মনোযোগ দিয়ে পড়বেন, তার কুইজে ভালো করার সম্ভাবনা ততই বেড়ে যাবে।

৩. ৯ জুলাই ২০২১, সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্‌।

৪. পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ৩০ মিনিট সময়ের মধ্য ২৫ টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে।

৫. পরীক্ষা যেভাবে নেওয়া হবেঃ

  • নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে আমরা কেন্দ্রবাংলা ডট কমের ফেসবুক পেজে প্রশ্নপত্র আপলোড করবো।
  • প্রতিযোগিরা একটি সাদা কাগজে নিজেদের নাম ও ফোন নাম্বার লিখে, প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবেন। (বিস্তারিত উত্তর লেখার প্রয়োজন নেই। শুধুমাত্র প্রশ্নের নাম্বার এবং উত্তর নাম্বার লিখলেই হবে। উদাহরণঃ ১. (ক)। যেহেতু খাতা কলমের মাধ্যমে উত্তর দিতে হবে। তাই সকল প্রতিযোগিকে আগে থেকেই হাতের কাছে খাতা কলম রাখার পরামর্শ দেওয়া হলো।)
  • প্রশ্ন আপলোড করার ৩০ মিনিটের মধ্য অবশ্যই উত্তর লেখা শেষ করে, সেটার ছবি তুলে, কেন্দ্রবাংলা ডট কমের ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে হবে। ৩০ মিনিট পরে ইনবক্সে পাঠানো কোন উত্তরপত্র গ্রহণযোগ্য হবে না।

পুরষ্কারঃ

প্রতিযোগিতায় বিজয়ী সেরা দশজনকে কেন্দ্রবাংলা ডট কমের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

প্রথম পুরষ্কার১ জন৩০০ টাকা
দ্বিতীয় পুরষ্কার১ জন২০০ টাকা
তৃতীয় পুরষ্কার১ জন১০০ টাকা
চতুর্থ-দশম পুরষ্কার৭ জন৫০ টাকা

পরীক্ষা শেষ হওয়ার ৫ দিনের মধ্য বিজয়ীদের তালিকা কেন্দ্রবাংলার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এবং ফল প্রকাশের দিনই বিজয়ীদের বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টে পুরষ্কারের অর্থ পৌঁছে যাবে ইনশাআল্লাহ্‌।

যোগাযোগঃ

যে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন কেন্দ্রবাংলার অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করে। নিচের ইমেইল এবং ফোন নাম্বারের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে।
ইমেইলঃ contacts@kendrobangla.com
ফোনঃ +880 1553 853935

2023 © KendroBangla | All Rights Reserved