আমাদের দেশে জীববিজ্ঞানকে আলাদা সাবজেক্ট হিসেবে নিয়ে পড়াশোনা শুরু হয় নবম-দশম শ্রেণি থেকে। এটা আমাদের কাছে একটা নতুন সাবজেক্ট। আর তাই, এতে ভালো করার জন্য বছরের শুরু থেকেই পরিশ্রম করতে হবে। সময় দিতে হবে, চমৎকার এই সাবজেক্টটিতে।

জীববিজ্ঞানের বিষয়বস্তু প্রাণ বা জীবন কেন্দ্রিক। যেহেতু আমরা যারা জীববিজ্ঞান পড়ি তারা নিজেরাও প্রাণি। তাই জীবনবিজ্ঞানকে একদম নিজেদের সম্পর্কে জানার বিজ্ঞান বললেও খুব বেশি ভুল হয় না। আর একারণেই জীববিজ্ঞান বিষয়টি আরও অনেক বেশি ইন্টারেস্টিং।

এই ইন্টারেসটিং বিষয়টি নিয়ে তোমরা অবশ্যই মূল বই বেশি বেশি পড়ে শিখবে এবং জানবে। এর পাশাপাশি ভালো করতে হবে পরীক্ষাতেও। আর সেজন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন করা। বহুনির্বাচনী প্রশ্ন সমাধান করাটা এক্ষেত্রে খুব কাজে আসে।

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q

এখানে দেওয়া বহুনির্বাচনী প্রশ্নগুলো নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বই এর প্রথম অধ্যায়- জীবনপাঠ এর আলোকে তৈরি করা হয়েছে। প্রশ্ন সমাধান করার আগে প্রথমেই অধ্যায়টি ভালো করে পড়ে নিবে। এর পর, ২০ মিনিট সময়ে এই ৩০ টি প্রশ্নের উত্তর খাতায় লিখে ফেলবে। লেখা শেষ হলে সেগুলো ঠিক হয়েছে কিনা সেটা যাচাই করে নিতে কিন্তু ভুলবে না। প্রশ্নের শেষে আমরা সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার।

যাচাই করা শেষে কতো নাম্বার পেলে সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারো কমেন্ট করে। এছাড়া, তোমার যেকোন মতামত এবং পরামর্শও আমাদেরকে জানাতে পারো কমেন্টে। তো অনেক বকবক হলো, এবার চলো পরীক্ষা শুরু করি।

১। ‘Bios’ শব্দের অর্থ কী?
ক) জীব
খ) প্রাণী
গ) জীবন
ঘ) জীববিজ্ঞান

২। নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা নয়?
ক) Morphology
খ) Embryology
গ) Physiology
ঘ) Microbiology

৩। পৃথিবীতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?
ক) Biogeography
খ) Evolution
গ) Ecology
ঘ) Genetics

৪। এনডোক্রাইনোলজি এর আলোচ্য বিষয়-
ক) হরমোন
খ) দৈহিন গঠন
গ) শ্বসন
ঘ) ভ্রূণের বিকাশ

৫। Taxonomy হল-
ক) বিবর্তনবিদ্যা
খ) শারীরবিদ্যা
গ) শ্রেণিবিন্যাসবিদ্যা
ঘ) অঙ্গসংস্থানবিদ্যা

৬। কীটপতঙ্গের উপকারিতা নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?
ক) Parasitology
খ) Microbiology
গ) Entomology
ঘ) Marine biology

৭। জীবাশ্ম সংক্রান্ত বিজ্ঞান হল-
ক) Endocrinology
খ) Palaeontology
গ) Biotechnology
ঘ) Biochemistry

৮। ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান হল-
ক) Biotechnology
খ) Biochemistry
গ) Biostatistics
ঘ) Bioinformatics

৯। জীববিজ্ঞানের কোন শাখায় ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়?
ক) কীটতত্ত্ব
খ) অণুজীববিজ্ঞান
গ) পরজীবীবিদ্যা
ঘ) প্রাণরসায়ন

১০। শ্রেণিবিন্যাসের লক্ষ্য কয়টি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪

১১। ক্যারোলাস লিনিয়াস পেশায় ছিলেন একজন-
ক) প্রাণিবিজ্ঞানী
খ) উদ্ভিদবিজ্ঞানী
গ) প্রকৃতিবিদ
ঘ) জীববিজ্ঞানী

১২। ফাইভ কিংডম ধারণার প্রবর্তক কে?
ক) মারগুলিস
খ) টমাস কেভলিয়ার
গ) ক্যারোলাস লিনিয়াস
ঘ) আর এইচ হুইট্টেকার

১৩। মনেরা রাজ্যের জীবদের প্রধান খাদ্যগ্রহণ পদ্ধতি কোনটি?
ক) শোষণ
খ) সালোকসংশ্লেষণ
গ) গ্রহণ
ঘ) ফটোসিনথেসিস

১৪। Nostoc কোন রাজ্যের অন্তর্ভুক্ত জীব?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লানটি

১৫। প্রোটিস্টা রাজ্যের জীবদের অযৌন জনন পদ্ধতি হল-
ক) কনজুগেশন
খ) মায়োসিস
গ) মাইটোসিস
ঘ) দ্বিবিভাজন

১৬। পেনিসিলিয়াম এর কোষপ্রাচীর কী দ্বারা নির্মিত?
ক) লিপিড-প্রোটিন
খ) কাইটিন
গ) সুবেরিন
ঘ) লিগনিন

১৭। ইস্ট কোন ধরনের স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) কোনটিই নয়

১৮। প্লানটি রাজ্যের জীবদের যৌন জনন পদ্ধতি-
ক) আইসোগ্যামাস
খ) আর্কিগোনিয়াম
গ) অ্যানাইসোগ্যামাস
ঘ) আর্কিগোনিয়েট

১৯। অ্যানিমেলিয়া রাজ্যের জীবদের কোষে কোণ অঙ্গাণুটি থাকে না?
ক) নিউক্লিয়াস
খ) মাইটোকন্ড্রিয়া
গ) রাইবোজোম
ঘ) প্লাস্টিড

২০। প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
ক) প্রোটিস্টা
খ) ক্রোমিস্টা
গ) মনেরা
ঘ) অ্যানিমেলিয়া

২১। মনেরা রাজ্যের পুনঃনামকরণ করে কোনটি রাখা হয়?
ক) প্রোটোজোয়া
খ) ব্যাকটেরিয়া
গ) ডায়াটম
ঘ) নীলাভ সবুজ শৈবাল


২২। ছয় রাজ্য ধারণার প্রবর্তন করেন-
ক) কেভলিয়ার-স্মিথ
খ) লিনিয়াস
গ) মারগুলিস
ঘ) হুইট্টেকার


২৩। নিচের কোনটিতে অন্তর্ভুক্ত জীবের সংখ্যা সবচেয়ে কম?
ক) গোত্র
খ) শ্রেণি
গ) প্রজাতি
ঘ) গণ


২৪। নিচের কোনটি সঠিক?
ক) শ্রেণি→ গোত্র→ বর্গ→ গণ
খ) শ্রেণি→ রাজ্য→ গণ→ প্রজাতি
গ) বর্গ→ শ্রেণি→ গণ→ প্রজাতি
ঘ) শ্রেণি→ বর্গ→ গোত্র→ গণ


২৫। মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত জীব?
ক) Mammalia
খ) Primate
গ) Hominidae
ঘ) Animalia


২৬। দ্বিপদ নামকরণের পদ দুটি হল যথাক্রমে-
ক) প্রজাতি ও গণ
খ) গোত্র ও গণ
গ) গণ ও প্রজাতি
ঘ) শ্রেণি ও প্রজাতি


২৭। মনেরা রাজ্যের বৈশিষ্ট্য হল-
(i) এককোষী
(ii) নিউক্লিওলাস নেই
(iii) রাইবোজোম নেই
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii


২৮। প্যারামেসিয়াম এর ক্ষেত্রে কোনটি সত্য?
(i) এরা প্রকৃতকোষী
(ii) কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে
(iii) এদের ভ্রূণ গঠিত হয়
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii


২৯। কোন বৈশিষ্ট্যের কারণে মানুষকে Homo গণের অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক) আঁকড়ে ধরার উপযোগী হাত আছে
খ) নটোকর্ড থাকে
গ) ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত
ঘ) দুই পায়ে হাঁটতে পারে


৩০। ক্যারোলাস লিনিয়াস কোনটির প্রবর্তন করেন?
ক) শ্রেণিবিন্যাস
খ) নামকরণ
গ) ক + খ
ঘ) কোনটিই নয়

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। গ ; ২। ঘ ; ৩। খ ; ৪। ক ; ৫। গ ; ৬। গ ; ৭। খ ; ৮। ঘ; ৯। খ ; ১০। ক ; ১১। গ ; ১২। ঘ ; ১৩। ক ; ১৪। ক ; ১৫। গ; ১৬। খ ; ১৭। ক ; ১৮। গ ; ১৯। ঘ ; ২০। ক ; ২১। খ ; ২২। ক; ২৩। গ ; ২৪। ঘ ; ২৫। খ ; ২৬। গ ; ২৭। ক ; ২৮। ক ; ২৯। ঘ; ৩০। গ ;

কোন উত্তর ভুল হলে একদমই মনখারাপ করবে না। বরং সেটা কেন ভুল হলো তা নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি আবার পড়ে বের করতে হবে। তাহলে পরবর্তীতে সেটা ভালোভাবে মনে থাকবে। মূল পরীক্ষায় আর ভুল হবে না।

পড়তে পারোঃ পেরিস্কোপ : একটি সাধারণ কিন্তু বিস্ময়কর আবিষ্কার


2 Comments

Tasnim Shuchi · January 31, 2022 at 6:55 pm

অনেক উপকারী ছিল।❤️

    কেন্দ্রবাংলা ডেস্ক · February 1, 2022 at 11:25 am

    আপনার উপকারে এসেছে জেনে আমাদেরও ভালো লাগলো।

  • Leave a Reply

    Avatar placeholder

    Your email address will not be published. Required fields are marked *

    2023 © KendroBangla | All Rights Reserved