একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়, “ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা”। এর আগে আমরা উদ্ভিদবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছিলাম। প্রকাশ করেছিলাম তৃতীয় অধ্যায়ের চার পর্বের বহুনির্বাচনী প্রশ্ন। আজ প্রকাশিত হলো ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা অধ্যায়ে ১ম পর্বের বহুনির্বাচনী প্রশ্ন। “ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (১ম পর্ব)”-তে থাকছে ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হন, তবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবেন। খুবই যত্নের সাথে তৈরী এই প্রশ্নগুলো আপনার পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ্‌।

উদ্ভিদবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন : ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (১ম পর্ব)

“ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা” অধ্যায়ের এই এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ২০ মিনিট সময় নিয়ে এখানকার প্রশ্নগুলোর সঠিক উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে ধরেছি। এবং প্রশ্নের শেষ অংশে সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা কতো পেলেন সেটা বের করে ফেলতে পারবেন। আপনার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে আপনার স্কোরটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

৬ষ্ঠ অধ্যায়- ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (১ম পর্ব)

১। নিচের কোনটি লোয়ার ক্রিপ্টোগ্যামস?
ক) ব্রায়োফাইটা
খ) টেরিডোফাইটা
গ) শৈবাল
ঘ) স্বর্ণচাপা

২। কোন বিজ্ঞানী প্রথম ব্রায়োফাইটা নামটি ব্যবহার করেন?
ক) ওয়ালেস
খ) ব্রাউন
গ) ফার্ল
ঘ) স্যান্ডার্স

৩। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য হল-
(i) এরা বহুকোষী উদ্ভিদ
(ii) এদের দেহ গ্যামিটোফাইট
(iii) এদের দেহ থ্যালয়েড
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

৪। নিচের কোনটি ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য?
ক) সত্যিকারের মূল নেই
খ) স্টোম্যাটাযুক্ত এপিডার্মিস
গ) ভাস্কুলার টিস্যু রয়েছে
ঘ) এরা হোমোস্পোরাস

৫। ব্রায়োফাইটা নামটি কোন ভাষার দুটি শব্দ থেকে এসেছে?
ক) গ্রিক
খ) ল্যাটিন
গ) ইটালিয়ান
ঘ) ইংরেজি

৬। রিকশিয়া কোন শ্রেণির অন্তর্গত একটি গণ?
ক) ফিলিসিনি
খ) অ্যান্থোরিসিটি
গ) মাসাই
ঘ) হেপাটিকি

৭। রিকশিয়া গণের শনাক্তকারী বৈশিষ্ট্য হল-
(i) এদের থ্যালাস বিষমপৃষ্ঠ
(ii) এদের স্ত্রী জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম
(iii) এদের স্পোরোফাইট হোমোস্পোরাস
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

৮। রিকশিয়া গণের উদ্ভিদের আর্কিগোনিয়াম এর আকৃতি কী রকম?
ক) ডিম্বাকার
খ) নাশপাতি আকৃতির
গ) ফ্ল্যাস্ক আকৃতির
ঘ) সর্পিলাকার

৯। রিকশিয়া গণের উদ্ভিদেরা-
(i) মাটিতে জৈব পদার্থ সংযোজনে ভূমিকা রাখে
(ii) পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে
(iii) স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রথম ধারণা দেয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

১০। ব্রায়োফাইটা কোন ধরনের উদ্ভিদ হিসেবে পরিচিত?
ক) জলজ উদ্ভিদ
খ) স্থলজ উদ্ভিদ
গ) উভচর উদ্ভিদ
ঘ) কোনটিই নয়

১১। ব্রায়োফাইটার যৌন জনন কোন প্রকৃতির?
ক) ঊগ্যামাস
খ) অ্যাগ্যামাস
গ) আইসোগ্যামাস
ঘ) অ্যানাইসোগ্যামাস

১২। ব্রায়োফাইটা উদ্ভিদে মূলের পরিবর্তে থাকে-
(i) এককোষী রাইজয়েড
(ii) বহুকোষী রাইজয়েড
(iii) বহুকোষী স্কেল
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i, iii
ঘ) ii, iii

১৩। ব্রায়োফাইটা উদ্ভিদের অ্যান্থেরিডিয়াম এর আকৃতি কীরূপ?
ক) নাশপাতি আকার
খ) গোলাকার
গ) বেলনাকার
ঘ) উপরের সবগুলো

১৪। বাংলাদেশ থেকে রিকশিয়া গণের কতটি প্রজাতি শনাক্ত করা হয়েছে?
ক) ১৬ টি
খ) ৪৫ টি
গ) ১৯৫ টি
ঘ) ২৪৮ টি

১৫। কোন শ্রেণির ব্রায়োফাইটস সদস্যদেরকে লিভারওয়ার্ট বলা হয়?
ক) অ্যান্থোরিসিটি
খ) মাসাই
গ) হেপাটিকি
ঘ) ফিলাসিনি

১৬। রিকশিয়া উদ্ভিদের থ্যালাসের প্রস্থচ্ছেদে দেখা যায়-
(i) আত্তীকরণ অঞ্চল
(ii) নিম্নত্বক
(iii) সঞ্চয়ী অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

১৭। রিকশিয়া উদ্ভিদের থ্যালাসের সঞ্চয়ী অঞ্চল কোন ধরনের কোষ দ্বারা গঠিত?
ক) প্যারেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) স্ক্লেরেনকাইমা
ঘ) উপরের সবগুলো

১৮। রিকশিয়া উদ্ভিদের অ্যান্থেরিডিয়াম এ কোন ধরনের শুক্রাণু থাকে?
ক) এক ফ্ল্যাজেলাবিশিষ্ট
খ) দ্বিফ্ল্যাজেলাবিশিষ্ট
গ) বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট
ঘ) ফ্ল্যাজেলাবিহীন

১৯। কোনটির মাধ্যমে রিকশিয়া উদ্ভিদে অঙ্গজ জনন সম্পন্ন হয়?
ক) গিমা
খ) স্পোর
গ) টিউবার
ঘ) ক+গ

২০। ব্রায়োফাইটা উদ্ভিদের জননাঙ্গ –
(i) বহুকোষী
(ii) এককোষী
(iii) বন্ধ্যাকোষাবরণ বিহীন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i, iii
ঘ) ii, iii

২১। কোন ঋতুতে রিকশিয়া উদ্ভিদ অধিক জন্মায়?
ক) গ্রীষ্মকালে
খ) বর্ষাকালে
গ) শীতকালে
ঘ) বসন্তকালে

২২। রাইজয়েড এর কাজ হল-
(i) থ্যালাসকে মাটির সাথে আটকিয়ে রাখা
(ii) মাটি থেকে পানি শোষণ করা
(iii) মাটি থেকে খনিজ লবণ শোষণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii, iii

২৩। রিকশিয়া উদ্ভিদের থ্যালাসের কোন অঞ্চলে ফটোসিনথেসিস হয়?
ক) সঞ্চয়ী অঞ্চল
খ) আত্তীকরণ অঞ্চল
গ) ঊর্ধ্বত্বক
ঘ) নিম্নত্বক

২৪। রিকশিয়া উদ্ভিদের থ্যালাসের সঞ্চয়ী অঞ্চলে প্রচুর পরিমাণে কী সঞ্চিত থাকে?
ক) আমিষ কণা
খ) শ্বেতসার কণা
গ) খনিজ লবণ
ঘ) পানি

২৫। ব্রায়োফাইটা উদ্ভিদের জীবনচক্রে কোনটি প্রধান?
ক) গ্যামিটোফাইট
খ) স্পোরোফাইট
গ) উভয়ই
ঘ) কোনটিই নয়

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই

সঠিক উত্তরঃ

১। গ১১। ক২১। খ
২। খ১২। গ২২। ঘ
৩। ঘ১৩। ঘ২৩। খ
৪। খ১৪। খ২৪। খ
৫। ক১৫। গ২৫। ক
৬। ঘ১৬। ঘ
৭। খ১৭। ক
৮। গ১৮। খ
৯। ঘ১৯। ঘ
১০। গ২০। ক

ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় ড. মোহাম্মদ আবুল হাসান স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই (জীববিজ্ঞান ১ম পত্র) থেকে তৈরি করা হয়েছে। যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। উল্লেখিত উদ্ভিদবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। ইতিপূর্বে কেন্দ্রবাংলায় প্রকাশিত উদ্ভিদবিজ্ঞান M.C.Q. গুলো দেখা যাবে এখন থেকে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ের M.C.Q দেখুন এখান থেকে


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved