কেন্দ্রবাংলা লেখক প্রতিযোগিতা ২০২১
পড়ে জানবো, লিখে জানাবো
প্রিয় পাঠক,
কেন্দ্রবাংলা ডট কমের ১ম বর্ষপূর্তি উপলক্ষে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে, কেন্দ্রবাংলা লেখক প্রতিযোগিতা ২০২১!
প্রতিযোগিতায় লেখক হিসেবে অংশ নিতে পারেন আপনিও! সেরা ১০টি লেখা এবং লেখক পরিচিতি প্রকাশিত হবে কেন্দ্রবাংলা ডট কমে। সেই সাথে থাকছে বিজয়ীদের জন্য ই-সার্টিফিকেট! তাহলে আর দেরী কেন? এখনই নিচের নিয়মকানুন মেনে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে!
অংশগ্রহণের যোগ্যতাঃ
- বাংলা ভাষাভাষী যে কোন বয়সী মানুষ প্রতিযোগিতায় অংশ নিতে লেখা পাঠাতে পারবেন।

বিষয়বস্তু ও লেখার নিয়মকানুনঃ
- যে কোন বিষয়েই নন-ফিকশন লেখা যাবে শুধুমাত্র জাতি, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা, বা যে কোন স্পর্শকাতর বিষয় বাদে।
- লেখা সম্পূর্ণ ইউনিক হতে হবে। অর্থাৎ অন্য কোন লেখা থেকে কপি করা যাবে না; অন্য কোন প্রতিযোগিতায় পাঠানো লেখা বা নিজের প্রকাশিত কোন লেখা পাঠানো যাবে না। তবে অনুবাদ করা সহজপাঠ্য লেখা পাঠানো যাবে। কপি করা, অন্য প্রতিযোগিতায় পাঠানো অথবা নিজের প্রকাশিত কোন লেখা পাঠালে সেটি কোনভাবেই মূল্যয়নের জন্য বিবেচিত হবে না।
- লেখার সাথে তথ্যসূত্র যুক্ত করে দিতে হবে। ভুল বা বিভ্রান্তিকর লেখা মূল্যয়নের জন্য বিবেচিত হবে না।
- লেখার শব্দ সংখ্যা সর্বনিম্ন ১০০০ হতে হবে।
- বাংলা অক্ষরে লিখতে হবে। কোন অবস্থাতেই ইংরেজি অক্ষরে বাংলা কিংবা ইংরেজি লেখা গ্রহণযোগ্য হবে না।
- একই প্রতিযোগী একাধিক লেখা পাঠাতে পারবেন। আমরা একজন প্রতিযোগির সর্বোচ্চ ৩টি লেখা পর্যন্ত নির্বাচন করবো।
লেখা পাঠানোর উপায় ও শেষ সময়ঃ
- লেখা পাঠানোর শেষ সময়ঃ ৩০ নভেম্বর ২০২১, রাত ১১:৫৯ পর্যন্ত।
- লেখা পাঠাতে হবেঃ
competition@kendrobangla.com
এই ঠিকানায়। - লেখাটি গুগল ডকস অথবা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে ইমেইলে অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে হবে।
- ইমেইলের সাবজেক্ট হিসেবে লিখতে হবে “কেন্দ্রবাংলা লেখক প্রতিযোগিতা ২০২১”
- লেখার সাথে অবশ্যই নিজের নাম, পেশা ও প্রতিষ্ঠানের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নং, ইমেইল দিতে হবে। এর কোন একটি তথ্য না লেখার সাথে অথবা ইমেইলে না থাকলে লেখাটি গ্রহণযোগ্য হবে না।
ফলাফলঃ
- ফলাফলের প্রকাশের সম্ভাব্য তারিখঃ ১৫ ডিসেম্বর ২০২১, ইনশাআল্লাহ্।
- ফলাফল তৈরীর ক্ষেত্রে কেন্দ্রবাংলা ডট কম এর সম্পাদনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
পুরষ্কারঃ
- নির্বাচিত সেরা ১০টি লেখা লেখক পরিচিতি সহ প্রকাশিত হবে কেন্দ্রবাংলা ডট কমে।
- লেখক সংখ্যা নির্দিষ্ট নয়। তবে, একটি লেখকের সর্বোচ্চ ৩টি লেখা পর্যন্ত আমরা নির্বাচন করবো।
- নির্বাচিত সেরা লেখকদের জন্য থাকবে কেন্দ্রবাংলা ডট কমের পক্ষ থেকে ই-সার্টিফিকেট!
যোগাযোগঃ
কেন্দ্রবাংলা ডট কম এই প্রতিযোগিতার যে কোন নিয়ম কানুন সংশোধন, পরিবর্তন এবং পরিবর্ধনের সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।