বাংলা সাহিত্য (৩য় পর্ব) বহুনির্বাচনী প্রশ্নে আপনাকে স্বাগতম। বিসিএস সহ যেকোন চাকরির পরীক্ষাতেই প্রতি বছর ‘বাংলা সাহিত্য’ বিষয়বস্তু থেকে একাধিক প্রশ্ন এসে থাকে। এছাড়া মেডিকেল ও বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষাতেও ‘বাংলা সাহিত্য’ বিষয়ক বিভিন্ন প্রশ্ন দেখা যায়।

তাই মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও চাকরির পরিক্ষার্থীদের অনুশীলনের জন্য ‘বাংলা সাহিত্য’ বিষয়ক ২০ টি বহুনির্বাচনী প্রশ্ন নিম্নে দেওয়া হল। প্রতিটি প্রশ্নের সাথেই সঠিক উত্তর ও উত্তরের ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা বাংলা সাহিত্য (১ম পর্ব) এবং বাংলা সাহিত্য (২য় পর্ব)-তে ২০টি করে ব্যাখ্যা ও উত্তরসহ প্রশ্ন প্রকাশ করেছিলাম।

উল্লেখ্য, এখানে রেফারেন্স বই হিসেবে ‘বাংলা সাহিত্য’ বিষয়ক প্রসিদ্ধ বই “লাল নীল দীপাবলী বা বাঙলা সাহিত্যের জীবনী” – এর সাহায্য নেওয়া হয়েছে।

ভর্তি ও চাকরির পরীক্ষা প্রস্তুতিঃ বাংলা সাহিত্য (৩য় পর্ব)

বাংলা সাহিত্য (৩য় পর্ব)

১। ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ বইটির রচয়িতা কে?
(ক) দোম আনতোনিও
(খ) মনোএল দা আসসুম্পসাঁউ
(গ) উইলিয়াম কেরি
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তরঃ খ) মনোএল দা আসসুম্পসাঁউ
[ ব্যাখ্যাঃ ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ বইটির রচয়িতা মনোএল দা আসসুম্পসাঁউ। তিনি বইটি রচনা করেন ১৭৩৪ খ্রিস্টাব্দে। তার রচিত অপর বইটি হল ‘বাঙলা-পর্তুগিজ অভিধান’। ]

২। ফোর্ট উইলিয়াম কলেজের ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম বই কোনটি?
(ক) বেতালপঞ্চবিংশতি
(খ) প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
(গ) কথোপকথন
(ঘ) প্রতাপাদিত্যচরিত্র

সঠিক উত্তরঃ ঘ) প্রতাপাদিত্যচরিত্র
[ ব্যাখ্যাঃ ১৮০১ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের ছাপাখানা থেকে সর্বপ্রথম যে বইটি প্রকাশিত হয় তার নাম ‘প্রতাপাদিত্যচরিত্র’। বইটি লিখেছিলেন রামরাম বসু। তার রচিত অপর বইটির নাম ‘লিপিমালা’। ]

৩। ‘প্রতাপাদিত্যচরিত্র’ বইটির রচয়িতা কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রামমোহন রায়
(গ) রামরাম বসু
(ঘ) উইলিয়াম কেরি

সঠিক উত্তরঃ গ) রামরাম বসু
[ ব্যাখ্যাঃ ২ নং প্রশ্নের ব্যাখ্যা দ্রষ্টব্য। ]

৪। ‘কথোপকথন’ বইটির রচয়িতা কে?
(ক) উইলিয়াম কেরি
(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(গ) রামমোহন রায়
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তরঃ ক) উইলিয়াম কেরি
[ ব্যাখ্যাঃ ‘কথোপকথন’ বইটি লিখেছিলেন উইলিয়াম কেরি। এটি প্রকাশিত হয় ১৮০১ খ্রিস্টাব্দে। এটি ফোর্ট উইলিয়াম কলেজের প্রকাশিত দ্বিতীয় বই। ]

৫। ‘প্রবোধচন্দ্রিকা’ বইটির রচয়িতা কে?
(ক) হরপ্রসাদ রায়
(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(গ) চন্ডীচরণ মুনশি
(ঘ) তারিণীচরণ মিত্র

সঠিক উত্তরঃ খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
[ ব্যাখ্যাঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত বইগুলো হল- প্রবোধচন্দ্রিকা, বত্রিশ সিংহাসন, রাজাবলি, বেদান্তচন্দ্রিকা, হিতোপদেশ। তারিণীচরণ মিত্র লিখেছিলেন ‘এশপের কাহিনী’, হরপ্রসাদ রায় লিখেছিলেন ‘পুরুষপরীক্ষা’, চন্ডীচরণ মুনশি লিখেছিলেন ‘তোতা ইতিহাস’। ]

৬। ‘সমাচার দর্পণ’ পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
(ক) ১৮০১
(খ) ১৮১২
(গ) ১৮১৮
(ঘ) ১৮২০

সঠিক উত্তরঃ গ) ১৮১৮
[ ব্যাখ্যাঃ সমাচার দর্পণ পত্রিকাটি ১৮১৮ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে বের হয়। এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। এর সম্পাদক ছিলেন জে সি মার্শম্যান। এই পত্রিকায় চাকুরি করতেন- পন্ডিত জয়গোপাল তর্কালঙ্কার, পন্ডিত তারিণীচরণ শিরোমণি।]

৭। ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ক) জে সি মার্শম্যান
(খ) রাজা রামমোহন রায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) তারিণীচরণ শিরোমণি

সঠিক উত্তরঃ ক) জে সি মার্শম্যান
[ ব্যাখ্যাঃ ০৬ নং প্রশ্নের ব্যাখ্যা দ্রষ্টব্য ]

৮। কে শিবপ্রসাদ রায় ছদ্মনামে ‘ব্রাহ্মণ সেবধি’ পত্রিকা প্রকাশ করেছিলেন?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রাজা রামমোহন রায়
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তরঃ খ) রাজা রামমোহন রায়
[ ব্যাখ্যাঃ রাজা রামমোহন রায় ১৮২১ খ্রিস্টাব্দে শিবপ্রসাদ রায় ছদ্মনামে ‘ব্রাহ্মণ সেবধি’ নামক একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। ]

৯। ‘সম্বাদপ্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ক) রাজা রামমোহন রায়
(খ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

সঠিক উত্তরঃ ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
[ ব্যাখ্যাঃ ‘সম্বাদপ্রভাকর’ পত্রিকাটির সম্পাদক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটি ১৮৩১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ]

১০। নিচের কোনটি রামমোহন রায় রচিত গ্রন্থ নয়?
(ক) গৌড়ীয় ব্যাকরণ
(খ) প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
(গ) সীতার বনবাস
(ঘ) বেদান্ত গ্রন্থ

সঠিক উত্তরঃ গ) সীতার বনবাস
[ ব্যাখ্যাঃ রামমোহন রায় রচিত গ্রন্থ গুলো হল- বেদান্ত গ্রন্থ বেদান্তসার, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ, পথ্যপ্রদান, গৌড়ীয় ব্যাকরণ। সীতার বনবাস রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ]

১১। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?
(ক) রাজা রামমোহন রায়
(খ) প্রমথ চৌধুরী
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তরঃ ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[ ব্যাখ্যাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর( ১৮২০-১৮৯১) কে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়। ]

১২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রথম বই কোনটি?
(ক) বর্ণ-পরিচয়
(খ) বেতালপঞ্চবিংশতি
(গ) প্রভাবতী সম্ভাষণ
(ঘ) সীতার বনবাস

সঠিক উত্তরঃ খ) বেতালপঞ্চবিংশতি
[ ব্যাখ্যাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রথম বই বেতালপঞ্চবিংশতি। এটি প্রকাশিত হয় ১৮৪৭ খ্রিস্টাব্দে। এটি তিনি হিন্দি থেকে অনুবাদ করেছিলেন। ]

১৩। ‘ভ্রান্তিবিলাস’ বইটির রচয়িতা কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রাজনারায়ণ বসু
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তরঃ ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[ ব্যাখ্যাঃ ‘ভ্রান্তিবিলাস'(১৮৬৯) বইটি রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি শেক্সপিয়রের ‘কমেডি অফ অ্যাররস’ বই এর বাংলা অনুবাদ। ]

১৪। ‘জল পড়ে। পাতা নড়ে।’ -চরণটি কোন বই এ পাওয়া যায়?
(ক) কথামালা
(খ) বর্ণ পরিচয়
(গ) আখ্যানমঞ্জরী
(ঘ) প্রভাবতী সম্ভাষণ

সঠিক উত্তরঃ খ) বর্ণ পরিচয়
[ ব্যাখ্যাঃ ‘জল পড়ে। পাতা নড়ে।’ – চরণটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ‘বর্ণ পরিচয়’ বইটিতে পাওয়া যায়। ]

১৫। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বইটি ছদ্মনামে রচনা করেছিলেন?
(ক) বেতালপঞ্চবিংশতি
(খ) বোধোদয়
(গ) অতি অল্প হইল
(ঘ) শকুন্তলা

সঠিক উত্তরঃ গ) অতি অল্প হইল
[ ব্যাখ্যাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘অতি অল্প হইল’ এবং ‘আবার অতি অল্প হইল’ বই দুটি রচনা করেছিলেন ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য’ ছদ্মনামে। ]

১৬। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর আত্মজীবনী গ্রন্থ?
(ক) বোধোদয়
(খ) প্রভাবতী সম্ভাষণ
(গ) স্বরচিত জীবনচরিত
(ঘ) ব্রজবিলাস

সঠিক উত্তরঃ গ) স্বরচিত জীবনচরিত
[ ব্যাখ্যাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর আত্মজীবনী গ্রন্থটি হল- ‘স্বরচিত জীবনচরিত'(১৮৯১)। এটি তিনি শেষ করে যেতে পারেন নি। ]

১৭। অক্ষয়কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
(ক) সম্বাদকৌমুদী
(খ) সমাচারচন্দ্রিকা
(গ) বিবিধার্থ সঙ্গ্রহ
(ঘ) তত্ত্ববোধিনী

সঠিক উত্তরঃ ঘ) তত্ত্ববোধিনী
[ ব্যাখ্যাঃ অক্ষয়কুমার দত্ত ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন। তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। ]

১৮। রাজনারায়ণ বসু রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি?
(ক) সেকাল আর একাল
(খ) শিল্পিক দর্শন
(গ) সামাজিক প্রবন্ধ
(ঘ) আত্মতত্ত্ববিদ্যা

সঠিক উত্তরঃ ক) সেকাল আর একাল
[ ব্যাখ্যাঃ রাজনারায়ণ বসু রচিত বিখ্যাত গ্রন্থটি হল- ‘সেকাল আর একাল’ (১৮৭৪)। ‘শিল্পিক দর্শন’ রচনা করেছেন রাজেন্দ্রলাল মিত্র। ‘সামাজিক প্রবন্ধ’ এর রচয়িতা ভূদেব মুখোপাধ্যায়। ‘আত্মতত্ত্ববিদ্যা’ লিখেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ]

১৯। ‘হুতোম প্যাঁচার নকশা’ বইটির রচয়িতা কে?
(ক) প্যারীচাঁদ মিত্র
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) অক্ষয়কুমার দত্ত

সঠিক উত্তরঃ খ) কালীপ্রসন্ন সিংহ
[ ব্যাখ্যাঃ ‘হুতোম প্যাঁচার নকশা’ (১৮৬২) – বইটি রচনা করেছেন কালীপ্রসন্ন সিংহ। ]

২০। ‘আলালের ঘরে দুলাল’ বইটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
(ক) ১৮২০
(খ) ১৮৩৫
(গ) ১৮৫৮
(ঘ) ১৮৬০

সঠিক উত্তরঃ গ) ১৮৫৮
[ ব্যাখ্যাঃ ‘আলালের ঘরে দুলাল’ বইটি প্রকাশিত হয় ১৮৫৮ খ্রিস্টাব্দে। বইটি রচনা করেছেন প্যারীচাঁদ মিত্র। তার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। ]

বিসিএস সহ যে কোন চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে ও সেই সাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজসাধ্য করতে কেন্দ্রবাংলার এই নিয়মিত আয়োজনের সাথেই থাকুন। আপনাদের যে কোন মূল্যবান পরামর্শ ও মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ্‌।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved