প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ১১ অধ্যায় – চল তড়িৎ । এখান থেকে মানসম্পন্ন আরও ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ।

যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম থেকে ১০ অধ্যায় পর্যন্ত সকল অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।

চল তড়িৎ

পদার্থবিজ্ঞান MCQ : ১১ অধ্যায় – চল তড়িৎ

এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূল বইয়ের “১১ অধ্যায় – চল তড়িৎ” ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে।

আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরেছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও।

১। কোনটি তড়িৎ প্রবাহের একক?
(ক) ভোল্ট
(খ) অ্যাম্পিয়ার
(গ) ওয়াট
(ঘ) জুল

২। সময় t, প্রবাহিত আধান Q এবং তড়িৎ প্রবাহ I হলে—
i. Q=I/t
ii. I=Q/t
iii. t=Q/I
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৩। পরিবাহিতার ওপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

৪। যে সব পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে, তাদের কে কী বলে?
(ক) পরিবাহী
(খ) অপরিবাহী
(গ) অর্ধপরিবাহী
(ঘ) কুপরিবাহী

৫। অন্তরক পদার্থ কোনটি?
(ক) তামা
(খ) রূপা
(গ) রাবার
(ঘ) সিলিকন

৬। অর্ধপরিবাহী পদার্থ কোনটি?
(ক) তামা
(খ) রূপা
(গ) সিলিকন
(ঘ) রাবার

৭। পরিবাহী পদার্থে—
i. তড়িৎ সহজে প্রবাহিত হয়
ii. প্রচুর মুক্ত প্রোটন থাকে
iii. প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৮। AB পরিবাহকের বিভব পার্থক্য V ও এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ I হলে কোনটি সঠিক?
(ক) V∝I
(খ) I∝V
(গ) R/V∝I
(ঘ) V=I/R

৯। কোনো তারের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 20V এবং এর রোধ 4Ω হলে এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎপ্রবাহ চলবে?
(ক) 4A
(খ) 5A
(গ) 6A
(ঘ) 7A

১০। তড়িৎ চালক শক্তির একক কোনটি?
(ক) ভোল্ট
(খ) কুলম্ব
(গ) জুল
(ঘ) অ্যাম্পিয়ার

১১। একটি শুষ্ক কোষের তড়িচ্চালক শক্তি 1.5V। 0.4C আধানকে একটি সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কোষ কী পরিমাণ শক্তি ব্যয় করবে?
(ক) 0.06 J
(খ) 0.6 J
(গ) 6J
(ঘ) 1.6 J

১২। কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদকে দ্বিগুণ করলে এর রোধ R কী হবে?
(ক) 2R
(খ) R/2
(গ) R/4
(ঘ) 4R

১৩। বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো তারের ব্যাসার্ধ পূর্বের তিনগুণ হলে এর রোধ পূর্বের কত গুণ হবে?
(ক) 1/3 গুণ
(খ) 1/9 গুণ
(গ) 3 গুণ
(ঘ) 9 গুণ

১৪। আপেক্ষিক রোধ কোনটির ওপর নির্ভরশীল?
(ক) তাপমাত্রা
(খ) উপাদান
(গ) ক্ষেত্রফল
(ঘ) দৈর্ঘ্য

১৫। রোধকত্বের একক কী?
(ক) Ω
(খ) Ωm
(গ) Ωm-1
(ঘ) mΩ-1

১৬। নাইক্রোম তারের রোধকত্ব 20°C তাপমাত্রায় কত?
(ক) 1.6 × 10-8 Ωm
(খ) 1.7 × 10-8 Ωm
(গ) 5.5 × 10-8 Ωm
(ঘ) 100 × 10-8 Ωm

১৭। রোধকত্বের বিপরীত রাশি কোনটি?
(ক) রোধ
(খ) পরিবাহকত্ব
(গ) পরিবাহিতা
(ঘ) বিভব

১৮। পরিবাহকত্বকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?
(ক) δ
(খ) P
(গ) ι
(ঘ) σ

১৯। কোন পরিবাহকের রোধ 0.25Ω। এর পরিবাহিতা কত?
(ক) 0.4 Ω-1
(খ) 0.4 Ω
(গ) 4W-1
(ঘ) 4 Ω-1

উদ্দীপকটি পড়ে ২০-২১ নং প্রশ্নের উত্তর দাও।
একটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তারের আপেক্ষিক রোধ ρ = 100 × 10-8 Ωm এবং তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2.0 × 10-7 m2।

২০। তারটি কীসের তৈরি?
(ক) রূপা
(খ) তামা
(গ) নাইক্রোম
(ঘ) টাংস্টেন

২১। ρ-এর বিপরীত রাশি কোনটি?
(ক) রোধ
(খ) পরিবাহকত্ব
(গ) পরিবাহিতা
(ঘ) রোধকত্ব

২২। তারটির দৈর্ঘ্য 15 m হলে এর রোধ কত?
(ক) 45 Ω
(খ) 65Ω
(গ) 75Ω
(ঘ) 85Ω

২৩। 3Ω এর তিনটি রোধ পরস্পর সমান্তরাল সংযুক্ত করলে তুল্যরোধ কত হবে?
(ক) 1 Ω
(খ) 1/3 Ω
(গ) 6 Ω
(ঘ) 7 Ω

২৪। 5Ω এবং 8Ω এর দুটি রোধকে শ্রেণিতে সংযুক্ত করলে তাদের মোট রোধ কত?
(ক) 13 Ω
(খ) 3.076 Ω
(গ) 14/11 Ω
(ঘ) 1.22 Ω

২৫। 1kWh সমান কত জুল?
(ক) 3.6 × 105 J
(খ) 6.3 × 106 J
(গ) 3.6 × 106 J
(ঘ) 3.6 × 10-6 J

২৬। বৈদ্যুতিক পাখার ক্ষমতা সাধারণত কত ওয়াটের হয়?
(ক) 45-65
(খ) 65-75
(গ) 70-80
(ঘ) 75-90

২৭। একটি বাল্বের গায়ে 220W-440W লেখা আছে। এর রোধ কত?
(ক) 100 Ω
(খ) 110 Ω
(গ) 33.3 Ω
(ঘ) 2 Ω

২৮। এক ওয়াট-ঘন্টা সমান কতো জুল?
(ক) 3600 জুল
(খ) 36 জুল
(গ) 1000 জুল
(ঘ) 360 জুল

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220V এবং 1000W লেখা আছে। যার দ্বারা রফিক প্রতি সপ্তাহে একবার ২ ঘন্টা তার জামা কাপড় ইস্থি করে।

২৯। ইস্ত্রিটির রোধ কত?
(ক) 44.4 Ω
(খ) 48.4 Ω
(গ) 84.4 Ω
(ঘ) 94.4 V

৩০। প্রতিটি ইউনিটের মূল্য 4 টাকা হলে মাস শেষে রফিককে ইস্ত্রি বাবদ কত খরচ করতে হয়?
(ক) ৪ টাকা
(খ) ১৬ টাকা
(গ) ৩২ টাকা
(ঘ) ৬৪ টাকা

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১ । (খ)১১ । (খ)২১ । (খ)
২ । (গ)১২ । (খ)২২ । (গ)
৩ । (খ)১৩ । (খ)২৩ । (ক)
৪ । (ক)১৪ । (খ)২৪ । (ক)
৫ । (গ)১৫ । (খ)২৫ । (গ)
৬ । (গ)১৬ । (ঘ)২৬ । (খ)
৭ । (খ)১৭ । (খ)২৭ । (খ)
৮ । (খ)১৮ । (ঘ)২৮ । (ক)
৯ । (খ)১৯ । (ঘ)২৯ । (খ)
১০ । (ক)২০ । (গ)৩০ । (গ)
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ পদার্থবিজ্ঞান – চল তড়িৎ

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “১১ অধ্যায় – চল তড়িৎ” বের করে আবার ভালো করে পড়ে নিবে।

ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। “চল তড়িৎ” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞানরসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।


1 Comment

Bayzid · May 21, 2023 at 8:53 am

সমাধান গুলো দিলে ভালো হইতো

  • Leave a Reply

    Avatar placeholder

    Your email address will not be published. Required fields are marked *

    2023 © KendroBangla | All Rights Reserved