বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা মঙ্গলকাব্য (পর্ব ০১) নিয়ে।
আজকের বিষয়বস্তু – মঙ্গলকাব্য (পর্ব ০১)
এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে।

১। মঙ্গলকাব্য বাংলা সাহিত্যের কোন যুগের কাব্যের প্রধান একটি ধারা?
উত্তরঃ মধ্যযুগের।
২। মঙ্গলকাব্যের মূল উপজীব্য বিষয় কী?
উত্তরঃ বিভিন্ন দেব-দেবীর গুণগান এবং তাদের পূজা প্রতিষ্ঠার কাহিনী।
৩। মঙ্গলকাব্যের প্রধান শাখা কয়টি ও কী কী?
উত্তরঃ তিনটি। যথাঃ ক) মনসামঙ্গল কাব্য, খ) চণ্ডীমঙ্গল কাব্য, গ) অন্নদামঙ্গল কাব্য।
৪। মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি?
উত্তরঃ মনসা ও চণ্ডী।
৫। মঙ্গলকাব্যের কতজন কবির নাম পাওয়া গেছে?
উত্তরঃ ড. দীনেশচন্দ্র সেন এর মতে, মঙ্গলকাব্যের ৬২ জন কবির নাম পাওয়া গেছে।
৬। মঙ্গলকাব্যের প্রাচীনতম কাব্য কোনটি? বা, আদি মঙ্গলকাব্য কোনটি?
উত্তরঃ মনসামঙ্গল কাব্য।
৭। মনসামঙ্গল কাব্যের আদিকবি কে?
উত্তরঃ কানাহরিদত্ত।
৮। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ বিজয়গুপ্ত। তার রচিত কাব্যের নাম পদ্মপুরাণ।
৯। মনসামঙ্গল কাব্যের অপর নাম কী?
উত্তরঃ পদ্মপুরাণ।
১০। কবি ক্ষেমানন্দ কোন ধরনের মঙ্গলকাব্যের জনপ্রিয় কবি ছিলেন?
উত্তরঃ মনসামঙ্গল কাব্য।
১১। কবি ক্ষেমানন্দের উপাধি কী ছিল?
উত্তরঃ কেতকাদাস।
১২। মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি দ্বিজ বংশীদাস কে ছিলেন?
উত্তরঃ দ্বিজ বংশীদাস হলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর পিতা।
১৩। মনসামঙ্গল কাব্যের উল্লেখযোগ্য চরিত্রসমূহ কী কী?
উত্তরঃ মনসা দেবী, চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর।
১৪। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তরঃ মানিক দত্ত।
১৫। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান/শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী।
১৬। কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কী?
উত্তরঃ কবিকঙ্কন।
১৭। কে কবি মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কন’ উপাধি দেয়?
উত্তরঃ জমিদার রঘুনাথ রায়।
১৮। কোন কবিকে ‘দুঃখ বর্ণনার কবি’ হিসেবে অভিহিত করা হয়?
উত্তরঃ কবি মুকুন্দরাম চক্রবর্তী।
১৯। চণ্ডীমঙ্গল কাব্যের কোন কবিকে ‘স্বভাব কবি’ বলা হয়।
উত্তরঃ কবি দ্বিজ মাধব।
২০। চণ্ডীমঙ্গল কাব্য কয়টি খন্ডে বিভক্ত?
উত্তরঃ দুইটি খন্ডে বিভক্ত। প্রথম খন্ডে আছে কালকেতু-ফুল্লরার কাহিনী এবং দ্বিতীয় খন্ডে আছে ধনপতি-লহনা-খুল্লনার কাহিনী।
বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।