বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা মঙ্গলকাব্য (পর্ব ০২) নিয়ে।

আজকের বিষয়বস্তু – মঙ্গলকাব্য (পর্ব ০২)

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

মঙ্গলকাব্য ২

১। মঙ্গলকাব্য ধারার সর্বশেষ কাব্য কোনটি?
উত্তরঃ অন্নদামঙ্গল কাব্য।

২। অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি কে?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর।

৩। কাকে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি বলা হয়?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর।

৪। মঙ্গলযুগের শেষ কবি কে?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর।

৫। কবি ভারতচন্দ্রের উপাধি কী?
উত্তরঃ রায়গুণাকর।

৬। কে কবি ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দিয়েছিলেন?
উত্তরঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।

৭। কবি ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ ভুরসুট পরগনার পাণ্ডুয়া গ্রামে (বর্তমান হাওড়া জেলা)।

৮। ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ – এই বিখ্যাত পঙক্তিটি কোন মঙ্গলকাব্যে পাওয়া যায়?
উত্তরঃ অন্নদামঙ্গল কাব্য। এই প্রার্থনাটি ছিল ঈশ্বরী পাটনীর।

৯। ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ – এই বিখ্যাত পঙক্তিটি কোন কাব্যে পাওয়া গেছে?
উত্তরঃ অন্নদামঙ্গল কাব্য।

১০। ‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?’ – এই বিখ্যাত পঙক্তিটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
উত্তরঃ অন্নদামঙ্গল কাব্য।

১১। ‘বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ’ – বিখ্যাত পঙক্তিটি কোন কবির রচনা?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর।

১২। ‘কে বলে শারদ শশী সে মুখের তুলা, পদনখে পড়ি তার আছে কতগুলা‘ – এই বিখ্যাত পঙক্তিটি কোন কবি রচনা করেছেন?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর।

১৩। অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ কী কী?
উত্তরঃ ঈশ্বরী পাটনী, হীরামালিনী।

১৪। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তরঃ ময়ূরভট্ট। তাঁর রচিত কাব্যের নাম- হাকন্দ পুরাণ।

১৫। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ ঘনরাম চক্রবর্তী। তার রচিত কাব্যের নাম- শ্রী ধর্মমঙ্গল।

১৬। ধর্মমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ কী কী?
উত্তরঃ রাজা হরিশ্চন্দ্র, রাজা লাউসেন।

১৭। কালিকামঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তরঃ কবিকঙ্ক।

১৮। কালিকামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ রামপ্রসাদ সেন। তার উপাধি- কবিরঞ্জন।

১৯। কালিকামঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ কী কী?
উত্তরঃ বিদ্যা, সুন্দর।

২০। মঙ্গলকাব্যের একমাত্র মুসলিম কবি কে?
উত্তরঃ সাবিরিদ খান। তিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছেন।

বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved