একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান M.C.Q. এর আরও একটি পর্বে সবাইকে স্বাগতম! গতোদিনের ধারাবাহিকতায় আজ প্রকাশিত হচ্ছে প্রথম অধ্যায় (প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস)-এর আরও ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন বা M.C.Q. প্রশ্নগুলো তৈরী করা হয়েছে শ্রদ্ধেয় গাজী আজমল ও গাজী আসমত স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বই এর আলোকে।

একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান M.C.Q.

যেগুলো অনুশীলনের মাধ্যমে, একজন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী খুব সহজেই নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবেন। দক্ষতা যাচাইয়ের পূর্বে উক্ত বইয়ের প্রথম অধ্যায়টি অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে।
এরপর ৪০ মিনিট সময় নিয়ে ৫০ টি এমসিকিউ এর উত্তর খাতায় লিখবেন। সবশেষে M.C.Q. গুলোর সঠিক উত্তর দেওয়া হয়েছে। তাই, উত্তর মিলিয়ে নিয়ে খুব সহজেই মার্কিং করতে পারবেন। সবশেষে মোট কতো নাম্বার পেলেন তা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। প্রতিটি প্রশ্নের মান ১ নাম্বার।

১। এখন পর্যন্ত শনাক্তকৃত মোট প্রাণী প্রজাতির সংখ্যা কত?
ক) ২ লক্ষ ৭০ হাজার
খ) ২ লক্ষ ৫০ হাজার
গ) ১৫ লক্ষেরও বেশি
ঘ) ১৫ লক্ষ

২। নিচের কোনটি প্রাণিবৈচিত্র্যের প্রকারভেদ নয়?
ক) জিনগত বৈচিত্র্য
খ) প্রজাতি বৈচিত্র্য
গ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
ঘ) আকৃতিগত বৈচিত্র্য

৩। উভচর প্রাণীরা নিম্নের কোন দলটির অন্তর্ভুক্ত?
ক) ডিম্বজ
খ) জরায়ুজ
গ) উভয়ই
ঘ) কোনটিই নয়

৪। নিডারিয়া পর্বভুক্ত প্রাণিদের দেহে কোন ধরনের গঠন মাত্রা দেখতে পাওয়া যায়?
ক) কোষীয়
খ) কোষ-টিস্যু
গ) টিস্যু-অঙ্গ
ঘ) অঙ্গ-তন্ত্র

৫। ভ্রূণীয় কোষের ভবিষ্যত পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ কয় ধরনের হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৬। ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে বলে-
ক) ভেজিটাল পোল
খ) অ্যানিমেল পোল
গ) নর্থ পোল
ঘ) সাউথ পোল

৭। ডিপ্লোব্লাস্টিক প্রাণিদের দেহে কোনটি থাকে না?
ক) এক্টোডার্ম
খ) এন্ডোডার্ম
গ) মেসোডার্ম
ঘ) মেসোগ্লিয়া

৮। দ্বিস্তরী প্রাণিদের দেহ গহ্বরকে বলা হয়-
(i) গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর
(ii) সিলেন্টেরন
(iii) সিলোম
ক) ii খ) iii
গ) i, ii ঘ) i, iii

৯। নিচের কোনটি অপ্রতিসাম্যের উদাহরণ?
ক) সী অ্যানিমন
খ) আপেল শামুক
গ) প্রোটিস্টান জীব
ঘ) প্রজাপতি

১০। কেঁচোতে কোন ধরনের খন্ডকায়ন দেখতে পাওয়া যায়?
ক) সম খন্ডকায়ন
খ) অসম খন্ডকায়ন
গ) হেটারোনোমাস খন্ডকায়ন
ঘ) কোনটিই নয়

১১। প্রাণিদেহে সাধারণত কয় ধরনের তল দেখতে পাওয়া যায়?
ক) ২
খ) ৩
গ) ৪
৫) ৫

১২। অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণীর পর্ব হল-
(i) Nematoda
(ii) Rotifera
(iii) Kinorhyncha
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১৩। কোন পর্বের প্রাণিদের দেহে কোন নির্দিষ্ট পৌষ্টিকনালি বা গহ্বর থাকে না?
ক) পরিফেরা
খ) নিডারিয়া
গ) আর্থ্রোপোডা
ঘ) কর্ডাটা

১৪। সমস্ত প্রাণিজগতকে প্রোটোজোয়া ও মেটাজোয়া – এই দুইভাগে বিভক্ত করেছেন কোন বিজ্ঞানী?
ক) আর. এইচ. হুইটেকার
খ) ক্যারোলাস নিলিয়াস
গ) হেকেল
ঘ) ল্যামার্ক

১৫। নিচের কোনটি পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের অন্তর্ভুক্ত নয়?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্রোটোজোয়া

১৬। শ্রেণিবদ্ধগত একক হল-
ক) প্রজাতি
খ) ট্যাক্সন
গ) ক্যাটাগরিকরণ
ঘ) নামকরণ

১৭। ত্রিপদ নামকরণের ক্ষেত্রে তৃতীয় পদটি হল-
ক) উপপর্ব
খ) উপশ্রেণি
গ) উপগোত্র
ঘ) উপপ্রজাতি

১৮। কোন ধরনের নামের ক্ষেত্রে অগ্রাধিকার আইন পালন করতে হয়?
ক) দ্বিপদ নাম
খ) ত্রিপদ নাম
গ) প্রতিনাম
ঘ) কোনটিই নয়

১৯। Integrated Principles of Zoology পুস্তকটি রচনা করেছেন-
ক) হিকম্যান
খ) ক্যারোলাস লিনিয়াস
গ) আর্নেস্ট মেয়র
ঘ) হেকেল

২০। নিচের কোনটি অ্যানিমেলিয়া রাজ্যের শাখা নয়?
ক) মেসোজোয়া
খ) প্যারাজোয়া
গ) ইউমেটাজোয়া
ঘ) মেটাজোয়া

২১। ননকর্ডেট প্রাণিদের বৈশিষ্ট্য হল-
(i) চোখ থেকে ত্বকের উদ্ভব ঘটে
(ii) হেপাটিক পোর্টালতন্ত্র নেই
(iii) হৃৎযন্ত্র পৃষ্ঠদেশে অবস্থিত
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২২। কোন পর্বের প্রাণিদের ছিদ্রাল প্রাণী বলা হয়?
ক) পরিফেরা
খ) নিডারিয়া
গ) অ্যানিলিডা
ঘ) মলাস্কা

২৩।নিডারিয়া পর্বের প্রাণিদের দেহে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়?
ক) গোলীয়
খ) অরীয়
গ) দ্বিঅরীয়
ঘ) দ্বিপার্শীয়

২৪। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী হল-
ক) গোলকৃমি
খ) সুতাকৃমি
গ) ফিতাকৃমি
ঘ) কেঁচোকৃমি

২৫। পরিফেরা পর্বের প্রাণিতে অস্টিয়াপথে প্রবেশ করে-
(i) খাদ্য
(ii) অক্সিজেন
(iii) শুক্রাণু
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২৬। ফিতাকৃমির রেচনতন্ত্র কোনটি দ্বারা গঠিত?
ক) মালপিজিয়ান নালিকা
খ) নেফ্রিডিয়া
গ) শিখা কোষ
ঘ) নেফ্রন

২৭। যৌন দ্বিরূপতা দেখা যায় কোন পর্বের প্রাণিতে?
ক) প্লাটিহেলমিনথেস
খ) নেমাটোডা
গ) অ্যানিলিডা
ঘ) একাইনোডার্মাটা

২৮। প্রাণিজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হল-
ক) অ্যানিলিডা
খ) মলাস্কা
গ) আর্থ্রোপোডা
ঘ) কর্ডাটা

২৯। নিচের কোনটি মুক্ত সাঁতারু লার্ভা দশা?
ক) ট্রোকোফোর
খ) অ্যাম্ফিব্লাস্টুলা
গ) প্যারেনকাইমুলা
ঘ) প্লানুলা

৩০। নেরিস কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী?
ক) নেমাটোডা
খ) মলাস্কা
গ) অ্যানিলিডা
ঘ) কর্ডাটা

৩১। সন্ধিপদী প্রানিদের রেচন অঙ্গ হল-
ক) শিখা কোষ
খ) নেফ্রিডিয়া
গ) মালপিজিয়ান নালিকা
ঘ) নেফ্রন

৩২। নিডারিয়া পর্বের প্রাণিরা হল-
(i) সমুদ্রের ফুল
(ii) পৃথিবীর রত্নভাণ্ডার
(iii) সমুদ্রের রেইন ফরেস্ট
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩৩। নিচের কোনটি নেমাটোডা পর্বের প্রাণী?
ক) চোখকৃমি
খ) ফিতাকৃমি
গ) চ্যাপ্টাকৃমি
ঘ) যকৃতকৃমি

৩৪। মলাস্কা পর্বের প্রাণিদের রক্তে রয়েছে-
(i) হিমোগ্লোবিন
(ii) হিমোসায়ানিন
(iii) অ্যামিবোসাইট
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩৫। অ্যানিলিডদের রক্ত সংবহনতন্ত্র কোন ধরনের?
ক) মুক্ত
খ) বদ্ধ
গ) অর্ধমুক্ত
ঘ) কোনটিই নয়

৩৬। প্রাণিজগতের বৃহত্তম পর্ব হল-
ক) আর্থ্রোপোডা
খ) মলাস্কা
গ) একাইনোডার্মাটা
ঘ) কর্ডাটা

৩৭। পরিফেরা পর্বের প্রাণিদের বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত প্রকোষ্ঠকে বলা হয়-
ক) অসক্যুলাম
খ) স্পিকিউল
গ) অস্টিয়া
ঘ) কোয়ানোসাইট

৩৮। নিচের কোনটি যৌন জননে সক্ষম?
ক) পলিপ
খ) মেডুসা
গ) প্লানুলা
খ) কাইমুলা

৩৯। অ্যানিলিডদের রক্তরসে থাকে-
(i) হিমোগ্লোবিন
(ii) হিমোএরিথ্রিন
(iii) হিমোসায়ানিন
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪০। নিচের কোন প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণির অন্তর্ভুক্ত?
ক) মাকড়সা
খ) চিংড়ি
গ) শতপদী
ঘ) তেলাপোকা

৪১। একাইনোডার্মাটা পর্বের প্রাণিদের বলা হয়-
ক) ছিদ্রাল প্রাণী
খ) রোমযুক্ত প্রাণী
গ) কন্টকত্বক প্রাণী
ঘ) সন্ধিপদী প্রাণী

৪২। সাগরতারার দেহে কোন তন্ত্রটি অনুপস্থিত?
ক) শ্বসনতন্ত্র
খ) প্রজননতন্ত্র
গ) রক্ত সংবহনতন্ত্র
ঘ) পেরিহিমালতন্ত্র

৪৩। কর্ডাটা পর্বের নামকরণ করেছেন-
ক) Jacob Klein
খ) Bateson
গ) Lamarck
ঘ) Linnaeus

৪৪। কর্ডেটদের দেহে এন্ডোস্টাইল পরবর্তীতে কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়?
ক) থাইরয়েড
খ) পিটুইটারি
গ) সুপ্রারেনাল
ঘ) প্যারাথাইরয়েড

৪৫। নিচের কোনটি কর্ডাটা পর্বের উপপর্ব নয়?
ক) Urochordata
খ) Cephalochordata
গ) Vertebrata
ঘ) Mammalia

৪৬।নিচের কোনটিতে পরিণত প্রাণিতে লেজ থাকে?
ক) অ্যাসিডিয়াসিয়া
খ) থ্যালিয়েসিয়া
গ) লার্ভেসিয়া
ঘ) কোনটিই নয়

৪৭। ইউরোকর্ডেটদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৪৮। কোন পর্বের সকল সদস্যই সামুদ্রিক?
ক) আর্থ্রোপোডা
খ) মলাস্কা
গ) একাইনোডার্মাটা
ঘ) পরিফেরা

৪৯। কর্ডেটদের রক্তসংবহনতন্ত্র কোন ধরনের?
ক) মুক্ত
খ) বদ্ধ
গ) অর্ধমুক্ত
ঘ) কোনটিই নয়

৫০। ইউরোকর্ডেটদের অপর নাম-
(i) Sea Lili
(ii) Sea Squirt
(iii) Sea Star
ক) i খ) ii
গ) iii ঘ) ii, iii

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। গ; ২। ঘ; ৩। ক; ৪। খ; ৫। ক; ৬। ক; ৭। গ; ৮। গ; ৯। খ; ১০। ক; ১১। খ; ১২। ঘ; ১৩। ক; ১৪। গ; ১৫। ঘ; ১৬। খ; ১৭। ঘ; ১৮। গ; ১৯। ক; ২০। ঘ; ২১। গ; ২২। ক; ২৩। খ; ২৪। গ; ২৫। ঘ; ২৬। গ; ২৭। খ; ২৮। খ; ২৯। ক; ৩০। গ; ৩১। গ; ৩২। ঘ; ৩৩। ক; ৩৪। গ; ৩৫। খ; ৩৬। ক; ৩৭। ঘ; ৩৮। খ; ৩৯। ক; ৪০। ঘ; ৪১। গ; ৪২। গ; ৪৩। খ; ৪৪। ক; ৪৫। ঘ; ৪৬। গ; ৪৭। খ; ৪৮। গ; ৪৯। খ; ৫০। খ;

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। প্রাণিবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। গতদিনের প্রাণিবিজ্ঞান M.C.Q. গুলো দেখা যাবে এখন থেকে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীর আরও প্রাণিবিজ্ঞান M.C.Q দেখুন এখন থেকে


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved