নিম্নোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় গাজী আজমল ও গাজী আসমত স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বই এর প্রথম অধ্যায়- প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস এর আলোকে তৈরি করা হয়েছে। যেগুলো মাধ্যমে, একজন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী খুব সহজেই নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবেন।

একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন

দক্ষতা যাচাইয়ের পূর্বে একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি ভালো করে পড়ে নিবেন। এরপর ৪০ মিনিট সময় নিয়ে ৫০ টি এমসিকিউ এর উত্তর খাতায় লিখবেন। প্রশ্নগুলোর শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে। তাই, সঠিক উত্তরগুলো মিলিয়ে নিয়ে খুব সহজেই মার্কিং করতে পারবেন। সবশেষে মোট কতো নাম্বার পেলেন তা আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। প্রতিটি প্রশ্নের মান ১ নাম্বার।

একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান

১। প্রাণিবৈচিত্র্য কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

২। একজন কৃষ্ণাঙ্গ ও একজন শ্বেতাঙ্গ এর মধ্যে যে আকৃতিগত পার্থক্য দেখা যায় তা কোন ধরনের বৈচিত্র্য?
ক) বাস্তুতান্ত্রিক
খ) আন্তঃপ্রজাতিক
গ) অন্তঃপ্রজাতিক
ঘ) অবস্থানগত

৩। জীববৈচিত্র্যের মৌলিক ধাপ হল-
ক) জিনগত বৈচিত্র্য
খ) প্রজাতি বৈচিত্র্য
গ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
ঘ) অবস্থানগত বৈচিত্র্য

৪। প্রাণিবিদ্যার জনক হলেন-
ক) ক্যারোলাস লিনিয়াস
খ) রবার্ট হুক
গ) সক্রেটিস
ঘ) অ্যারিস্টটল

৫। লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীরা কোন দলের অন্তর্ভুক্ত?
ক) Anaima
খ) Enaima
গ) Inaima
ঘ) কোনটিই নয়

৬। নিচের কোন পর্বটিতে টিস্যু-অঙ্গ মাত্রার গঠন দেখা যায়?
ক) Porifera
খ) Cnidaria
গ) Platyhelminthes
ঘ) Chordata

৭। নিমারটিয়ান নামক সামুদ্রিক প্রাণিগোষ্ঠীতে কোন ধরনের সংগঠন মাত্রা দেখা যায়?
ক) কোষীয়
খ) কোষ-টিস্যু
গ) টিস্যু-অঙ্গ
ঘ) অঙ্গ-তন্ত্র

৮। নিচের কোনটি গিনিপিগের বৈজ্ঞানিক নাম?
ক) Cavia porcellus
খ) Columba livia
গ) Trichodina anabasi
ঘ) Fasciola hepatica

৯। বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কয় ধরনের?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

১০। নিচের কোনটি ক্লিভেজের প্রকারভেদ নয়?
ক) অরীয়
খ) সর্পিল
গ) দ্বিঅরীয়
ঘ) দ্বিপার্শীয়

১১। ডিমের অ্যানিমেল পোলে কোনটি থাকে?
ক) কুসুম
খ) নিউক্লিয়াস
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) সাদা অংশ

১২। যে পর্বের প্রাণীতে সর্পিল ক্লিভেজ দেখা যায় তা হল-
(i) Arthropoda
(ii) Annelida
(iii) Mollusca
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১৩। নিচের কোনটি সঠিক?
ক) মরুলা→ গ্যাস্ট্রুলা→ ব্লাস্টুলা
খ) ব্লাস্টুলা→ মরুলা→ গ্যাস্ট্রুলা
গ) মরুলা→ ব্লাস্টুলা→ গ্যাস্ট্রুলা
ঘ) গ্যাস্ট্রুলা→ মরুলা→ ব্লাস্টুলা

১৪। ত্রিভ্রূণস্তরী প্রাণী বিশিষ্ট পর্ব হল-
(i) নেমাটোডা
(ii) আর্থ্রোপোডা
(iii) কর্ডাটা
ক) ii খ) iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১৫। কোন ধরনের প্রাণীতে নেমাটোসিস্ট থাকে?
ক) ডিপ্লোব্লাস্টিক
খ) ট্রিপ্লোব্লাস্টিক
গ) উভয়
ঘ) কোনটিই নয়

১৬। ত্রিস্তরী প্রাণীদের দেহ গহ্বরকে কী বলা হয়?
ক) গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর
খ) সিলেন্টেরন
গ) সিলোম
ঘ) ফাঁকা স্থান

১৭। Radiolaria তে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়?
ক) অরীয়
খ) গোলীয়
গ) অপ্রতিসাম্য
ঘ) দ্বিঅরীয়

১৮। নিচের কোনটি অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয়?
ক) Hydra
খ) Aurelia
গ) Metridium
ঘ) Ceoloplana

১৯। খন্ডকায়নযুক্ত প্রাণীর প্রতিটি খন্ডককে বলা হয়-
ক) সোমাইট
খ) মেটামার
গ) ট্যাগমাটা
ঘ) মেটামেরিজম

২০। কোন পর্বের প্রাণীদের দেহে অঞ্চলায়ন দেখতে পাওয়া যায়?
ক) Porifera
খ) Cnidaria
গ) Arthropoda
ঘ) Chordata

২১। প্রাণিদেহের প্রান্তিকতা সাধারণত কয় ধরনের হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

২২। দেহের নিচের দিকের তল হল-
ক) Ventral end
খ) Dorsal end
গ) Lateral end
ঘ) Medial end

২৩। দেহের মধ্যরেখীয় তলের সমকোণ বরাবর যে তল অবস্থান করে তা হল-
ক) Transverse plane
খ) Frontal plane
গ) Median plane
ঘ) Sagittal plane

২৪। ভ্রূণীয় কোন স্তর থেকে সিলোম সৃষ্টি হয়?
ক) এক্টোডার্ম
খ) এন্ডোডার্ম
গ) মেসোডার্ম
ঘ) কোনটিই নয়

২৫। নিচের কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট প্রাণীদের অন্তর্ভুক্ত নয়?
ক) Porifera
খ) Cnidaria
গ) Ctenophora
ঘ) Nematoda

২৬। কোন পর্বের প্রাণীদের দেহে সাইজোসিল থাকে না?
ক) অ্যানিলিডা
খ) অ্যার্থ্রোপোডা
গ) মলাস্কা
ঘ) একাইনোডার্মাটা

২৭। ভ্রূণীয় আর্কেন্টেরনের প্রাচীরে সৃষ্ট মেসোডার্মাল থলি থেকে যে সিলোম উৎপত্তি লাভ করে তা হল-
ক) সাইজোসিলাস সিলোম
খ) এন্টারোসিলাস সিলোম
গ) স্যুডোসিলোম
ঘ) অপ্রকৃত সিলোম

২৮। নিচের কোন প্রাণীটির দেহে কখনই নটোকর্ড থাকে না?
ক) ঘাসফড়িং
খ) অ্যাসিডিয়া
গ) ব্যাঙ
ঘ) সাপ

২৯। নটোকর্ড কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত?
(i) নমনীয়
(ii) স্থিতিস্থাপক
(iii) ছিদ্রযুক্ত
ক) i খ) ii
গ) i, ii ঘ) i, ii, iii

৩০। যেসব প্রাণীদের দেহে নির্দিষ্ট পৌষ্টিকনালি বা গহ্বর থাকে তাদেরকে বলা হয়-
ক) প্যারাজোয়া
খ) এন্টারোজোয়া
গ) প্রোটোজোয়া
ঘ) এন্টিজোয়া

৩১। নিচের কোনটি শ্রেণিবিন্যাস এর নীতির অন্তর্ভুক্ত?
ক) বৈশিষ্ট্য নির্ধারণ
খ) শনাক্তকরণ
গ) ক্যাটাগরিকরণ
ঘ) সবগুলো

৩২। শ্রেণিবিন্যাসের মূল বা ভিত্তি একক হল-
ক) গণ
খ) প্রজাতি
গ) পর্ব
ঘ) শ্রেণি

৩৩। সিম্পসন প্রবর্তিত হায়ারার্কিতে কতটি ক্যাটাগরি বা স্তর রয়েছে?
ক) ৭
খ) ৯
গ) ২১
ঘ) ৩৩

৩৪। সর্বপ্রথম কে ত্রিপদ নামকরণ করেন?
ক) শিগেল
খ) হেকেল
গ) ক্যারোলাস লিনিয়াস
গ) সিম্পসন

৩৫। দ্বিপদ নাম ছাপানোর সময় কোন অক্ষর ব্যবহার করা হয়?
ক) ল্যাটিন
খ) ইটালিক
গ) ইংরেজি
ঘ) গ্রিক

৩৬। নিচের কোনটি শ্রেণিবিন্যাসের ফলিত প্রয়োজনীয়তা নয়?
ক) অল্প সময়ে প্রাণিজগত সম্পর্কে জানা
খ) অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রানী বাছাই
গ) বন্যপ্রাণী সংরক্ষণ
ঘ) উন্নত জাতের পশুপাখি উদ্ভাবন

৩৭। গৌণ পর্ব মোট কতটি?
ক) ৯
খ) ৮
গ) ২৪
ঘ) ৩৩

৩৮। ননকর্ডেট প্রাণিদের বৈশিষ্ট্য হল-
(i) ফুলকা রন্ধ্র নেই
(ii) লেজ থাকে না
(iii) রক্তে হিমোগ্লোবিন নেই
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩৯। ননকর্ডেট প্রাণিদের স্নায়ুরজ্জু-
(i) গ্রন্থিযুক্ত
(ii) পৃষ্ঠীয়
(iii) নিরেট
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪০। পরিফেরা পর্বটির নামকরণ করেন-
ক) ক্যারোলাস লিনিয়াস
খ) ল্যামার্ক
গ) মিনট
ঘ) রবার্ট গ্র্যান্ট

৪১। নিডারিয়া পর্বের প্রাণিদের দেহপ্রাচীরে রয়েছে-
(i) এপিডার্মিস
(ii) এন্ডোডার্মিস
(iii) গ্যাস্ট্রোডার্মিস
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪২। পরিফেরা পর্বভুক্ত প্রাণিদের দেহপ্রাচীরের ছিদ্রকে বলা হয়-
ক) অস্টিয়া
খ) স্পিকিউল
গ) অসক্যুলাম
ঘ) স্পঞ্জিন

৪৩। নিডারিয়ানদের দংশন অঙ্গাণু হল-
ক) নিডোসাইট
খ) নেমাটোসিস্ট
গ) স্টিং রে
ঘ) নিডারোসিস্ট

৪৪। বক্স জেলিফিশ কোন শ্রেণির অন্তর্গত?
ক) Hydrozoa
খ) Scyphozoa
গ) Cubozoa
ঘ) Anthozoa

৪৫। চ্যাপ্টাকৃমির দেহে অনুপস্থিত-
(i) রক্তসংবহনতন্ত্র
(ii) রেচনতন্ত্র
(iii) শ্বসনতন্ত্র
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪৬। নেমাটোডা পর্বটির নামকরণ করেছেন-
ক) ভন সিবোল্ড
খ) জ্যাকব ক্লেন
গ) গোগেনবার
ঘ) মিনট

৪৭। ‘নলের ভিতরে নল’ ধরনের গঠন দেখা যায় কোন পর্বের প্রাণিতে?
ক) নেমাটোডা
খ) মলাস্কা
গ) অ্যানিলিডা
ঘ) পরিফেরা

৪৮। মলাস্কা পর্বের প্রাণিদের অপর নাম-
ক) ছিদ্রাল প্রাণী
খ) কম্বোজ প্রাণী
গ) সন্ধিপদী প্রাণী
ঘ) অঙ্গুরীমাল

৪৯। শামুকের দেহে কোন ধরনের সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়?
ক) মুক্ত
খ) বদ্ধ
গ) অর্ধমুক্ত
ঘ) কোনটিই নয়

৫০। অ্যানিলিডদের চলন অঙ্গ হল-
(i) সিটি
(ii) প্যারাপেডিয়া
(iii) ক্ষণপদ
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। খ; ২। গ; ৩। খ; ৪। ঘ; ৫। ক; ৬। গ; ৭। ঘ; ৮। ক; ৯। খ; ১০। গ; ১১। খ; ১২। গ; ১৩। গ; ১৪। ঘ; ১৫। ক; ১৬। গ; ১৭। খ; ১৮। ঘ; ১৯। ক; ২০। গ; ২১। ঘ; ২২। ক; ২৩। ক; ২৪। গ; ২৫। ঘ; ২৬। ঘ; ২৭। খ; ২৮। ক; ২৯। ঘ; ৩০। খ; ৩১। ঘ; ৩২। খ; ৩৩। গ; ৩৪। ক; ৩৫। খ ; ৩৬। ক ৩৭। গ ; ৩৮। ক ; ৩৯। খ ; ৪০। ঘ ; ৪১। ঘ; ৪২। ক; ৪৩। খ; ৪৪। গ; ৪৫। খ; ৪৬। গ; ৪৭। ক; ৪৮। খ; ৪৯। গ; ৫০। ক।

যাচাই শেষে মার্কস কম পেলে অর্থাৎ উত্তর ভুল হলে একদম দুশ্চিন্তার কিছু নেই। একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। এতে করে মূল পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved