নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায়, জীবে পরিবহন। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম জীবে পরিবহন (১ম পর্ব) ও (২য় পর্ব)-তে ৩০টি করে মোট ৬০টি বহুনির্বাচনী প্রশ্ন। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, জীবে পরিবহন (৩য় পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।
জীববিজ্ঞান M.C.Q. : জীবে পরিবহন (৩য় পর্ব)
জীবে পরিবহন (৬ষ্ঠ) অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

১। রক্তরসে কোনটি থাকে না?
(ক) গ্লোবিউলিন
(খ) ফাইব্রিনোজেন
(গ) গ্লাইকোজেন
(ঘ) অ্যালবুমিন
২। মানবদেহে কয় ধরনের রক্তকণিকা দেখা যায়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
৩। নিচের কোন রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না?
(ক) লিম্ফোসাইট
(খ) ইওসিনোফিল
(গ) লোহিত রক্তকণিকা
(ঘ) মনোসাইট
৪। অ্যাগ্রানুলোসাইট তৈরি হয়-
i. লিম্ফনোডে
ii. প্লীহায়
iii. টনসিলে
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) i, ii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৫। কোনটি ফাইব্রিনোজেন কে ফাইব্রিন জালকে পরিণত করে?
(ক) থ্রমবিন
(খ) প্রোথ্রমবিন
(গ) থ্রম্বোপ্লাসটিন
(ঘ) কোনটিই নয়
৬। রক্তরস কী রূপে কার্বনডাইঅক্সাইড সংগ্রহ করে?
(ক) সোডিয়াম ক্লোরাইড
(খ) সোডিয়াম বাই কার্বনেট
(গ) কার্বক্সি হিমোগ্লোবিন
(ঘ) কার্বক্সিলিক এসিড
৭। কে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেছেন?
(ক) আলেকজান্ডার ফ্লেমিং
(খ) অ্যান্টনি ভন লিউয়েনহুক
(গ) কার্ল ল্যান্ডস্টেইনার
(ঘ) ডি রবার্টসন
৮। একজন সুস্থ মানুষের দেহে প্রতি সেকেন্ডে কী পরিমাণ লোহিত রক্ত কণিকা তৈরি হতে পারে?
(ক) প্রায় ১০ লক্ষ
(খ) প্রায় ১৫ লক্ষ
(গ) প্রায় ২০ লক্ষ
(ঘ) প্রায় ২৫ লক্ষ
৯। হৃৎপিন্ড-
i. একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ
ii. দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত
iii. বক্ষ গহ্বরের বাম দিকে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১০। হৃৎপিন্ড কোনটি দ্বারা আবৃত থাকে?
(ক) এপিকার্ডিয়াম
(খ) পেরিকার্ডিয়াম
(গ) এন্ডোকার্ডিয়াম
(ঘ) পেরিটোনিয়াম
১১। মাইট্রাল ভালভ কোন দুটি প্রকোষ্ঠের সংযোগস্থলে অবস্থিত?
(ক) ডান অলিন্দ- ডান নিলয়
(খ) ডান অলিন্দ- বাম অলিন্দ
(গ) বাম অলিন্দ- বাম নিলয়
(ঘ) ডান নিলয়- বাম নিলয়
১২। ফুসফুসীয় ধমনীর মুখে কোন কপাটিকা থাকে?
(ক) বাইকাসপিড
(খ) ট্রাইকাসপিড
(গ) অর্ধচন্দ্রাকার
(ঘ) মাইট্রাল
১৩। মাইট্রাল ভালভটি কয় পাল্লাবিশিষ্ট?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
১৪। হৃৎপিন্ডের সংকোচনকে কী বলা হয়?
(ক) ডায়াস্টোল
(খ) সিস্টোল
(গ) হার্ট বিট
(ঘ) পালস
১৫। পালমোনারি শিরার মধ্য দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় প্রবেশ করে?
(ক) ডান অলিন্দ
(খ) ডান নিলয়
(গ) বাম অলিন্দ
(ঘ) বাম নিলয়
১৬। নাড়িস্পন্দন এর প্রধান কারণ হল-
i. ধমনিগাত্রের সংকোচন-প্রসারণ
ii. ধমনিগাত্রের স্থিতিস্থাপকতা
iii. ধমনির ভিতর রক্তপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৭। কোনটি ক্ষুদ্রতম ধমনী ও ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ স্থাপন করে?
(ক) Artery
(খ) Vein
(গ) Capillary
(ঘ) Lymph vessel
১৮। কোনটিকে নাড়িঘাত চাপ বলা হয়?
(ক) ডায়াস্টোলিক চাপকে
(খ) সিস্টোলিক চাপকে
(গ) এই দুই চাপের পার্থক্যকে
(ঘ) এই দুই চাপের সমষ্টিকে
১৯। রক্তের উচ্চ চাপকে কী বলা হয়?
(ক) সিস্টোলিক চাপ
(খ) ডায়াস্টোলিক চাপ
(গ) ধমনীঘাত চাপ
(ঘ) নাড়িঘাত চাপ
২০। কোনটিকে নীরব ঘাতক হিসেবে গণ্য করা হয়?
(ক) হার্ট অ্যাটাক
(খ) উচ্চ রক্তচাপ
(গ) বাতজ্বর
(ঘ) স্ট্রোক
২১। সাধারণত আমাদের রক্তে শতকরা কত ভাগ LDL থাকে?
(ক) ৫০%
(খ) ৭০%
(গ) ৯০%
(ঘ) ৯৫%
২২। রক্তে ট্রাইগ্লিসারাইড এর আদর্শ মান কত মিলিমোল/লিটার?
(ক) <১.৫
(খ) >১.৭
(গ) >১.৮
(ঘ) <১.৭
২৩। কোলেস্টেরল এর কাজ হল-
i. কোষপ্রাচীর তৈরি করা
ii. ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করা
iii. পিত্তরস তৈরিতে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৪। পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে কোথায় থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়?
(ক) লিভার
(খ) প্লীহা
(গ) অস্থিমজ্জা
(ঘ) কিডনি
২৫। হার্ট অ্যাটাক এর লক্ষণ হল-
i. বুকে অসহনীয় ব্যথা অনুভূত হয়
ii. ব্যথা গলা ও বাম হাতে ছড়িয়ে যায়
iii. রোগী প্রচন্ডভাবে ঘামতে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৬। বাতজ্বরের ক্ষেত্রে কোন অণুজীবের সংক্রমণে শ্বাসনালির প্রদাহ হয়?
(ক) Staphylococcus
(খ) Streptococcus
(গ) Pseudomonas
(ঘ) Clostridium
২৭। শিরার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
(ক) এর প্রাচীর অধিক পুরু
(খ) এর নালিপথ সরু
(গ) এতে কপাটিকা থাকে না
(ঘ) এর প্রাচীর কম পেশিময়
২৮। কোনটি দিয়ে কার্বনডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে?
(ক) মহাধমনী
(খ) ফুসফুসীয় ধমনী
(গ) ঊর্ধ্ব মহাশিরা
(ঘ) ফুসফুসীয় শিরা
২৯। একজন সুস্থ মানুষ কী পরিমাণ রক্ত দান করতে পারবে?
(ক) ৫০০ মিলি
(খ) ৪৫০ মিলি
(খ) ৫৫০ মিলি
(ঘ) ৭৫০ মিলি
৩০। মিষ্টি আলুর ক্ষেত্রে উদ্ভিদের কোন অংশে খাদ্য জমা হয়?
(ক) ফল
(খ) বীজ
(গ) মূল
(ঘ) কান্ড
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। গ | ১১। গ | ২১। খ |
২। খ | ১২। গ | ২২। ঘ |
৩। গ | ১৩। ক | ২৩। ঘ |
৪। ঘ | ১৪। খ | ২৪। গ |
৫। ক | ১৫। গ | ২৫। ঘ |
৬। খ | ১৬। ঘ | ২৬। খ |
৭। গ | ১৭। গ | ২৭। ঘ |
৮। গ | ১৮। গ | ২৮। গ |
৯। ঘ | ১৯। ক | ২৯। খ |
১০। খ | ২০। খ | ৩০। গ |
কতো নাম্বার পেয়েছো জীবে পরিবহন (৩য় পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবে পরিবহন (৬ষ্ঠ) অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।