নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, জীবনীশক্তি। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। নবম-দশম শেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।
জীববিজ্ঞান M.C.Q. : জীবনীশক্তি (১ম পর্ব)
জীবনীশক্তি অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২৫ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারো।

১। জীববিজ্ঞানের কোন শাখায় জীবনীশক্তি বিষয়ক আলোচনা করা হয়?
(ক) Bioinformatics
(খ) Biochemistry
(গ) Biostatistics
(ঘ) Bioenergetics
২। RNA এর গঠনে কোন ধরনের সুগার অণু থাকে?
(ক) গ্লুকোজ
(খ) রাইবুলোজ
(গ) রাইবোজ
(ঘ) জাইলোজ
৩। প্রতিমোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলোজুল শক্তি জমা থাকে?
(ক) 35.55
(খ) 30.55
(গ) 07.30
(ঘ) 73.55
৪। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে-
i. মাইটোকন্ড্রিয়ায়
ii. নিউক্লিয়াসে
iii. প্লাস্টিডে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
(ক) তড়িৎ শক্তি
(খ) বিভব শক্তি
(গ) রাসায়নিক শক্তি
(ঘ) চৌম্বক শক্তি
৬। সালোকসংশ্লেষণ এর প্রয়োজনীয় উপকরণ নয় কোনটি?
(ক) ক্লোরোফিল
(খ) আলো
(গ) পানি
(ঘ) অক্সিজেন
৭। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কত?
(ক) ০.০০৩%
(খ) ০.৩৩%
(গ) ০.০৩%
(ঘ) ০.৩০%
৮। সালোকসংশ্লেষণ এর উপজাত দ্রব্য হল-
i. গ্লুকোজ
ii. পানি
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৯। কোনটি আলোকরশ্মির ফোটন শোষণ করে?
(ক) পানি
(খ) ক্লোরোফিল অণু
(গ) কার্বনডাইঅক্সাইড
(ঘ) গ্লুকোজ
১০। ATP তৈরির প্রক্রিয়াকে বলা হয়-
(ক) ফসফোরাইলেশন
(খ) ডিফসফোরাইলেশন
(গ) ফটোফসফোরাইলেশন
(ঘ) ফটোসিনথেসিস
১১। ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়-
i. পানি
ii. অক্সিজেন
iii. ইলেকট্রন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১২। সবুজ উদ্ভিদে কার্বনডাইঅক্সাইড বিজারনের কতটি গতিপথ শনাক্ত করা হয়েছে?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ১ টি
১৩। C3 গতিপথের আবিষ্কারক হলেন-
i. কেলভিন
ii. বেনসন
iii. ব্যাশাম
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i, ii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৪। হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ হল-
(ক) ফসফোগ্লিসারিক এসিড
(খ) অক্সালো এসিটিক এসিড
(গ) ফসফাটাইডিক এসিড
(ঘ) সাইটো এসিটিক এসিড
১৫। কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না?
(ক) সবুজ
(খ) লাল
(গ) নীল
(ঘ) বেগুনি
১৬। আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে-
i. পাতার ভেতরের এনজাইম নষ্ট হয়ে যায়
ii. ক্লোরোফিল উৎপাদন বেড়ে যায়
iii. সালোকসংশ্লেষণের হার কমে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৭। নিচের কোনটি সালোকসংশ্লেষণ এর বাহ্যিক প্রভাবক নয়?
(ক) পানি
(খ) খনিজ পদার্থ
(গ) তাপমাত্রা
(ঘ) ক্লোরোফিল
১৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অপটিমাম তাপমাত্রা কত?
(ক) ২০ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস
(খ) ২২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস
(গ) ২০ থেকে ৪৫ ডিগ্রী সেলসিয়াস
(ঘ) ০ থেকে ৪৫ ডিগ্রী সেলসিয়াস
১৯। ক্লোরোফিল এর প্রধান উপকরণ হচ্ছে-
i. নাইট্রোজেন
ii. ম্যাগনেশিয়াম
iii. পটাশিয়াম
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২০। অক্সিজেনবিহীন পরিবেশে সালোকসংশ্লেষণ –
(ক) কমে যায়
(খ) বেড়ে যায়
(গ) বন্ধ থাকে
(ঘ) কোন পরিবর্তন হয় না
২১। কোন ধরনের পাতায় সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি ঘটে?
(ক) কচি পাতা
(খ) মধ্যবয়সী পাতা
(গ) বয়স্ক পাতা
(ঘ) সব ধরনের পাতায়
২২। কোনটি শ্বসনিক বস্তুরূপে ব্যবহৃত হয়?
(ক) শর্করা
(খ) প্রোটিন
(গ) জৈব এসিড
(ঘ) উপরের সবগুলো
২৩। অবাত শ্বসনে কোনটি উৎপন্ন হয় না?
(ক) ইথাইল অ্যালকোহল
(খ) পানি
(গ) কার্বনডাইঅক্সাইড
(ঘ) শক্তি
২৪। সবাত শ্বসন কয়টি ধাপে সম্পন্ন হয়?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি
২৫। গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংঘটিত হয়?
(ক) সাইটোপ্লাজমে
(খ) মাইটোকন্ড্রিয়ায়
(গ) রাইবোজোমে
(ঘ) ক্লোরোপ্লাস্টে
২৬। সবাত শ্বসনের তৃতীয় ধাপ কোনটি?
(ক) ইলেকট্রন প্রবাহ তন্ত্র
(খ) ক্রেবস চক্র
(গ) গ্লাইকোলাইসিস
(ঘ) অ্যাসিটাইল কো-এ সৃষ্টি
২৭। অবাত শ্বসনের ধাপ হল-
i. গ্লুকোজের সম্পূর্ণ জারণ
ii. পাইরুভিক এসিডের বিজারণ
iii. পাইরুভিক এসিডের জারণ
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) iii
(গ) i, ii
(ঘ) i, iii
২৮। অবাত শ্বসনে নিট কত অণু ATP পাওয়া যায়?
(ক) ২ অণু
(খ) ৪ অণু
(গ) ৩৮ অণু
(ঘ) ৫৬ অণু
২৯। নিচের কোনটি শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক?
(ক) কার্বনডাইঅক্সাইড
(খ) অক্সিজেন
(গ) কোষমধ্যস্থ পানি
(ঘ) তাপমাত্রা
৩০। ভাজক কোষে কোনটি বেশি থাকার কারণে শ্বসনের হার বেশি হয়?
(ক) সাইটোপ্লাজম
(খ) প্রোটোপ্লাজম
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) ক্লোরোপ্লাস্ট
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। ঘ | ১১। গ | ২১। খ |
২। গ | ১২। খ | ২২। ঘ |
৩। খ | ১৩। ঘ | ২৩। খ |
৪। খ | ১৪। খ | ২৪। গ |
৫। গ | ১৫। ক | ২৫। ক |
৬। ঘ | ১৬। খ | ২৬। খ |
৭। গ | ১৭। ঘ | ২৭। ক |
৮। গ | ১৮। খ | ২৮। ক |
৯। খ | ১৯। ক | ২৯। গ |
১০। গ | ২০। গ | ৩০। খ |
স্কোরিং শেষে ভুল উত্তরগুলোর জন্য মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবনীশক্তি অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। কেন ভুল হলো উত্তরগুলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।
0 Comments