নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, জীবনীশক্তি। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম চতুর্থ অধ্যায় “জীবনীশক্তি”র উপর রচিত প্রথম পর্বের ৩০টি এমসিকিউ। নবম-দশম শেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।

জীববিজ্ঞান M.C.Q. – জীবনীশক্তি (২য় পর্ব)

জীবনীশক্তি অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২৫ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারো।

জীবনীশক্তি (২য় পর্ব)

১। ফসফোরাইলেশন প্রক্রিয়ায় –
(ক) ফসফেট গ্রুপ যুক্ত হয়
(খ) ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়
(গ) পানির অণু ভেঙ্গে যায়
(ঘ) ক্লোরোফিল অণু তৈরি হয়

২। ডিএনএ- এর গাঠনিক উপাদান হল-
i. নাইট্রোজেন বেস
ii. ৬ কার্বনবিশিষ্ট সুগার
iii. ফসফোরিক এসিড
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩। নিচের কোনটিকে ‘Biological coin’ বলা হয়?
(ক) ADP
(খ) NADPH
(গ) DNA
(ঘ) ATP

৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ তৈরি করতে, বিক্রিয়ক হিসেবে কত অণু পানির প্রয়োজন হয়?
(ক) ০১ অণু
(খ) ০৬ অণু
(গ) ১২ অণু
(ঘ) ১৮ অণু

৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?
(ক) পত্ররন্ধ্র
(খ) কচি পাতার অগ্রভাগ
(গ) পত্রমুকুল
(ঘ) পাতার মেসোফিল টিস্যু

৬। স্থলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার জলজ উদ্ভিদের তুলনায়-
(ক) বেশি
(খ) কম
(গ) একই সমান
(ঘ) কোনটিই নয়

৭। সালোকসংশ্লেষণ কোন ধরনের বিক্রিয়া?
(ক) প্রশমন
(খ) জারণ-বিজারণ
(গ) প্রতিস্থাপন
(ঘ) সমাণুকরণ

৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়-
i. H2O বিজারিত হয়
ii. CO2 জারিত হয়
iii. CO2 বিজারিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) iii
(গ) i, ii
(ঘ) i, iii

৯। কে সালোকসংশ্লেষণকে দুইটি পর্যায়ে বিভক্ত করেছেন?
(ক) ক্যালভিন
(খ) হ্যাচ ও স্ল্যাক
(গ) ব্ল্যাকম্যান
(ঘ) ক্রেসুলেসিয়ান

১০। আলোর উপস্থিতিতে কোন প্রক্রিয়া বিঘ্নিত হয় না?
(ক) আলোকনির্ভর পর্যায়
(খ) আলোক নিরপেক্ষ পর্যায়
(গ) অন্ধকার পর্যায়
(ঘ) উপরের সবগুলো

১১। আলোকনির্ভর পর্যায়ে উৎপন্ন হয়-
i. ATP
ii. NADPH
iii. প্রোটন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১২। C4 গতিপথের অপর নাম-
(ক) ক্যালভিন চক্র
(খ) ক্যালভিন-ব্যাশাম চক্র
(গ) হ্যাচ ও স্ল্যাক চক্র
(ঘ) ক্রেসুলেসিয়ান এসিড বিপাক

১৩। নিচের কোনটি C4 উদ্ভিদ নয়?
(ক) মুথা ঘাস
(খ) কাঁঠাল
(গ) ভুট্টা
(ঘ) অ্যামারেনথাস

১৪। C4 উদ্ভিদের তুলনায় C3 উদ্ভিদে –
i. সালোকসংশ্লেষণ এর হার বেশি
ii. সালোকসংশ্লেষণ এর হার কম
iii. উৎপাদন ক্ষমতা কম
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) iii
(গ) i, iii
(ঘ) ii, iii

১৫। কত তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়?
(ক) 370 nm
(খ) 450 nm
(গ) 525 nm
(ঘ) 620 nm

১৬। কার্বনডাইঅক্সাইড এর পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে-
i. মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায়
ii. পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়
iii. সালোকসংশ্লেষণ এর হার কমে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৭। বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে, সালোকসংশ্লেষণ এর হার-
(ক) কমে যায়
(খ) বেড়ে যায়
(গ) একই থাকে
(ঘ) কোনটিই নয়

১৮। কোনটির অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে পাতা হলুদ হয়ে যায়?
(ক) নাইট্রোজেন
(খ) ম্যাগনেসিয়াম
(গ) আয়রন
(ঘ) পটাশিয়াম

১৯। পাতার বয়স বাড়ার সাথে সাথে কোনটির সংখ্যা বৃদ্ধি পায়?
(ক) পত্ররন্ধ্র
(খ) মেসোফিল টিস্যু
(গ) ক্লোরোফিল
(ঘ) ক্লোরোপ্লাস্ট

২০। নিচের কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে?
(ক) এনজাইম
(খ) পটাশিয়াম
(গ) ক্লোরোফিল
(ঘ) পানি

২১। কত বছর আগে পৃথিবীতে কোন গ্যাসীয় অক্সিজেন ছিল না?
(ক) ৫ মিলিয়ন বছর আগে
(খ) ৫ বিলিয়ন বছর আগে
(গ) ৫ হাজার বছর আগে
(ঘ) ৫ কোটি বছর আগে

২২। শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি-
i. ফুল ও পাতার কুঁড়িতে
ii. অঙ্কুরিত বীজে
iii. মূলের অগ্রভাগে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৩। কীসের প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে?
(ক) অক্সিজেন
(খ) গ্লুকোজ
(গ) পানি
(ঘ) ক্লোরোফিল

২৪। সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে কী পরিমাণ শক্তি উৎপন্ন হয়?
(ক) 568 k cal/ mole
(খ) 658 k cal/ mole
(গ) 686 k cal/ mole
(ঘ) 56 k cal/ mole

২৫। সবাত শ্বসনের কোন ধাপে অক্সিজেনের প্রয়োজন হয় না?
(ক) ক্রেবস চক্র
(খ) গ্লাইকোলাইসিস
(গ) ইলেকট্রন প্রবাহ তন্ত্র
(ঘ) অ্যাসিটাইল-কো এ সৃষ্টি

২৬। ক্রেবস চক্রে উৎপন্ন হয় মোট-
i. চার অণু CO2
ii. চার অণু NADH2
iii. দুই অণু GTP
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৭। ইলেকট্রন প্রবাহতন্ত্র কোষের কোথায় সংঘটিত হয়?
(ক) সাইটোপ্লাজমে
(খ) মাইটোকন্ড্রিয়ায়
(গ) গলজি বস্তুতে
(ঘ) নিউক্লিয়াসে

২৮। ১ অণু NADH2 = কত অণু ATP ?
(ক) ১ অণু
(খ) ২ অণু
(গ) ৩ অণু
(ঘ) ৪ অণু

২৯। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?
(ক) ২০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস
(খ) ২২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস
(গ) ২০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস
(ঘ) ২২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস

৩০। নিচের কোনটি সঠিক?
(ক) ইথাইল অ্যালকোহল বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়
(খ) ল্যাকটিক এসিডের ফার্মেন্টেশনে দই তৈরি হয়
(গ) ইস্টের অবাত শ্বসনে অ্যালকোহল তৈরি হয়
(ঘ) উপরের সবগুলো

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। ক১১। ঘ২১। খ
২। খ১২। গ২২। ঘ
৩। ঘ১৩। খ২৩। ক
৪। গ১৪। ঘ২৪। গ
৫। ঘ১৫। খ২৫। খ
৬। খ১৬। ঘ২৬। খ
৭। খ১৭। ক২৭। খ
৮। খ১৮। গ২৮। গ
৯। গ১৯। ঘ২৯। গ
১০। ঘ২০। খ৩০। ঘ
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ জীববিজ্ঞান – জীবনীশক্তি (২য় পর্ব)

স্কোরিং শেষে ভুল উত্তরগুলোর জন্য মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবনীশক্তি অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। কেন ভুল হলো উত্তরগুলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved