একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, “কোষ ও এর গঠন”। এই অধ্যায়ের উপর রচিত ৪০টি নির্বাচিত এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্ন এবং এর সঠিক উত্তর থাকছে এই লেখায়। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হন, তবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে। খুবই যত্নের সাথে তৈরী এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে দারুণভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ্‌।

উদ্ভিদবিজ্ঞান M.C.Q : কোষ ও এর গঠন (১ম পর্ব)

“কোষ ও এর গঠন” অধ্যায়ের এই এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ৩০ মিনিট সময় নিয়ে এখানকার প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে ধরেছি। এবং প্রশ্নের শেষ অংশে সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা কতো পেলেন সেটা বের করে ফেলতে পারবেন। আপনার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে আপনার স্কোরটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

কোষ ও এর গঠন (১ম পর্ব)

১। প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে?
(ক) রবার্ট ব্রাউন
(খ) রবার্ট হুক
(গ) লিউয়েনহুক
(ঘ) থিওডোর সোয়ান

২। উটপাখির ডিমের সঠিক আকার কোনটি?
(ক) 17×1.25 cm
(খ) 17×12.5 mm
(গ) 17×12.5 cm
(ঘ) 1.7×12.5 cm

৩। জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তা হল-
(ক) ফিজিওলজি
(খ) সাইটোলজি
(গ) সেলুলোজি
(ঘ) হিস্টোলজি

৪। কোষতত্ত্ব প্রদান করেছেন-
i. স্লেইডেন
ii. ভারচু
iii. রবার্টিস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৫। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ নয় কোনটি?
(ক) দেহকোষ
(খ) প্রকৃত কোষ
(গ) জননকোষ
(ঘ) গ্যামিট

৬। আদিকোষে DNA অবস্থানকারী স্থানকে বলা হয়-
(ক) নিউক্লিয়াস
(খ) নিউক্লিওলাস
(গ) নিউক্লিঅয়েড
(ঘ) নিউক্লিক এসিড

৭। প্রকৃতকোষী জীবে কোষ বিভাজন পদ্ধতি হল-
i. অ্যামাইটোসিস
ii. মাইটোসিস
iii. মিয়োসিস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৮। কোষ প্রাচীর কে প্রথম প্রত্যক্ষ করেন?
(ক) রবার্ট হুক
(খ) রবার্ট ব্রাউন
(গ) সিঙ্গার ও নিকলসন
(ঘ) লিউয়েনহুক

৯। মাইটোটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে মধ্যপর্দার সূচনা ঘটে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ

১০। নিচের কোনটি প্রাথমিক প্রাচীরের গাঠনিক উপাদান নয়?
(ক) সেলুলোজ
(খ) লিগনিন
(গ) হেমিসেলুলোজ
(ঘ) গ্লাইকোপ্রোটিন

১১। সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না-
i. ভাজক কোষে
ii. ট্রাকিড ও ফাইবারে
iii. অধিক মাত্রার বিপাকীয় কোষে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১২। কোন হেমিসেলুলোজ টি প্রাচীর গঠনে ক্রসলিংক হিসেবে কাজ করে?
(ক) Xylans
(খ) Galactans
(গ) Xyloglucan
(ঘ) Arabans

১৩। সাধারণত কোষ প্রাচীরে শতকরা কত ভাগ সেলুলোজ থাকে?
(ক) 30%
(খ) 10%
(গ) 75%
(ঘ) 40%

১৪। কোনটি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক?
(ক) সেলুলোজ
(খ) মাইক্রোফাইব্রিল
(গ) মাইসেলি
(ঘ) বিটা-ডি-গ্লুকোজ

১৫। কোষ প্রাচীরের কাজ হল-
i. কোষকে আকৃতি দান
ii. বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করা
iii. পানি ও খনিজ লবণ পরিবহন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৬। নিচের কোনটিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়?
(ক) নিউক্লিয়াস
(খ) প্রোটোপ্লাজম
(গ) সাইটোপ্লাজম
(ঘ) মাইটোকন্ড্রিয়া

১৭। কোষঝিল্লির ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়?
(ক) স্থিতিস্থাপক
(খ) লিপো-প্রোটিন দ্বারা নির্মিত
(গ) সমভেদ্য
(ঘ) দুই স্তর বিশিষ্ট

১৮। ফ্লুইড মোজাইক মডেলের প্রবর্তক কে?
(ক) সিঙ্গার ও নিকলসন
(খ) ডানিয়েল ও ডেভসন
(গ) বেনসন
(ঘ) রবার্টসন

১৯। গ্লাইকোক্যালিক্স এর অন্তর্ভুক্ত হল-
i. গ্লাইকোলিপিড
ii. গ্লাইকোপ্রোটিন
iii. গ্লাইকোএসিড
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২০। কোষঝিল্লির প্রোটিন কী হিসেবে কাজ করে?
(ক) গাঠনিক উপাদান হিসেবে
(খ) এনজাইম হিসেবে
(গ) বাহক প্রোটিন হিসেবে
(ঘ) উপরের সবগুলো

২১। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় কতভাগ লিপিড?
(ক) ৬০ ভাগ
(খ) ৮০ ভাগ
(গ) ৭৫ ভাগ
(ঘ) ৫০ ভাগ

২২। প্রোটোপ্লাজমের অংশ হল-
i. কোষপ্রাচীর
ii. সাইটোপ্লাজম
iii. নিউক্লিয়াস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৩। কোষভেদে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত?
(ক) ৬০-৯০%
(খ) ৭০-৯০%
(গ) ৬০-৯৫%
(ঘ) ৬৫-৯৬%

২৪। 70S রাইবোসোমের সাবইউনিট দুইটি কী কী?
(ক) 50S + 20S
(খ) 40S + 30S
(গ) 50S + 30S
(ঘ) 60S + 40S

২৫। কোনটিকে ‘কোষের ট্রাফিক পুলিশ’ বলা হয়?
(ক) রাইবোসোম
(খ) গলগি বডি
(গ) লাইসোসোম
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

২৬। লাইসোসোম অঙ্গাণুটির নামকরণ করেছেন-
(ক) পার্কিনজে
(খ) দ্য দু’বে
(গ) অ্যালবার্ট ক্লড
(ঘ) কার্ল বেন্ডা

২৭। কোনটির ঝিল্লি একস্তরবিশিষ্ট?
(ক) লাইসোসোম
(খ) রাইবোসোম
(গ) ওলিওসোম
(ঘ) ক্লোরোপ্লাস্ট

২৮। বিজ্ঞানী পোর্টার ও তার সঙ্গীরা কোন কোষে সর্বপ্রথম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন?
(ক) ভ্রূণীয় কোষে
(খ) স্নায়ু কোষে
(গ) পেশি কোষে
(ঘ) রক্তকণিকায়

২৯। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনটি সংশ্লেষিত হয় না?
(ক) লিপিড
(খ) প্রোটিন
(গ) হরমোন
(ঘ) গ্লাইকোজেন

৩০। কে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছেন?
(ক) অল্টম্যান
(খ) কলিকার
(গ) ওয়াল্টার ফ্লেমিং
(ঘ) কার্ল বেন্ডা

৩১। মাইটোকন্ড্রিয়ার কাজ হল-
i. নিজস্ব ডিএনএ উৎপন্ন করা
ii. স্নেহ বিপাকে সাহায্য করা
iii. ক্যালসিয়াম এর সক্রিয় পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩২। নিচের কোনটিতে প্লাস্টিড থাকে না?
(ক) ছত্রাক
(খ) ব্যাকটেরিয়া
(গ) নীলাভ সবুজ শৈবাল
(ঘ) উপরের সবগুলো

৩৩। চর্বিজাতীয় খাদ্য সঞ্চয়ী প্লাস্টিডকে বলা হয়-
(ক) অ্যামাইলোপ্লাস্ট
(খ) ইলায়োপ্লাস্ট
(গ) অ্যালিউরোপ্লাস্ট
(ঘ) প্রোটিনোপ্লাস্ট

৩৪। Oedogonium এর ক্লোরোপ্লাস্ট এর আকৃতি কীরূপ?
(ক) জালিকাকার
(খ) পেয়ালাকৃতি
(গ) সর্পিলাকার
(ঘ) লেন্সের মতো

৩৫। উচ্চশ্রেণির উদ্ভিদকোষে সাধারণত কতটি ক্লোরোপ্লাস্ট থাকে?
(ক) ১০ থেকে ২০ টি
(খ) ৩০ থেকে ৪০ টি
(গ) ১০ থেকে ৪০ টি
(ঘ) ৪০ থেকে ৬০ টি

৩৬। জ্যান্থোফিল পিগমেন্টের বর্ণ কীরূপ হয়?
(ক) কমলা
(খ) লাল
(গ) সবুজ
(ঘ) হলুদ

৩৭। লিউকোপ্লাস্ট পাওয়া যায়-
i. গাজরের মূলে
ii. ভূ-নিম্নস্থ কান্ডে
iii. বৃক্ষের মূলে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৮। নিচের কোনটির কোষে সেন্ট্রিয়োল অনুপস্থিত?
(ক) শৈবাল
(খ) মসবর্গীয় উদ্ভিদ
(গ) নগ্নবীজী উদ্ভিদ
(ঘ) আবৃতবীজী উদ্ভিদ

৩৯। সেন্ট্রিয়োল আবিষ্কার করেছেন বিজ্ঞানী-
(ক) বেন্ডা
(খ) বেনডেন
(গ) বোভারি
(ঘ) বোম্যান

৪০। সেন্ট্রিয়োল এর কাজ হল-
i. কোষ বিভাজনে সাহায্য করা
ii. সিলিয়া ও ফ্ল্যাজেলা তৈরি করা
iii. শুক্রাণুর মাথা গঠন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। গ১১। খ২১। গ৩১। ঘ
২। গ১২। গ২২। গ৩২। ঘ
৩। খ১৩। ঘ২৩। ঘ৩৩। খ
৪। ক১৪। গ২৪। গ৩৪। ক
৫। খ১৫। ঘ২৫। খ৩৫। গ
৬। গ১৬। খ২৬। খ৩৬। ঘ
৭। গ১৭। গ২৭। গ৩৭। গ
৮। ক১৮। ক২৮। ক৩৮। ঘ
৯। ঘ১৯। ক২৯। খ৩৯। খ
১০। খ২০। ঘ৩০। ঘ৪০। ক
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ উদ্ভিদবিজ্ঞান – কোষ ও এর গঠন (১ম পর্ব)

উপরোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় ড. মোহাম্মদ আবুল হাসান স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই এর আলোকে তৈরি করা হয়েছে। যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। উল্লেখিত উদ্ভিদবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। ইতিপূর্বে কেন্দ্রবাংলায় প্রকাশিত প্রাণিবিজ্ঞান M.C.Q. গুলো দেখা যাবে এখন থেকে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ের M.C.Q দেখুন এখান থেকে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved