একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, “কোষ ও এর গঠন“। এই অধ্যায়ের উপর রচিত আরও ৪০টি নির্বাচিত এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্ন এবং এর সঠিক উত্তর থাকছে এই লেখায়। এর আগে আমরা উদ্ভিদবিজ্ঞান M.C.Q : কোষ ও এর গঠন (১ম পর্ব) তে ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হন, তবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে। খুবই যত্নের সাথে তৈরী এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে দারুণভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ্।
উদ্ভিদবিজ্ঞান M.C.Q : কোষ ও এর গঠন (২য় পর্ব)
“কোষ ও এর গঠন” অধ্যায়ের এই এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ৩০ মিনিট সময় নিয়ে এখানকার প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে ধরেছি। এবং প্রশ্নের শেষ অংশে সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা কতো পেলেন সেটা বের করে ফেলতে পারবেন। আপনার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে আপনার স্কোরটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

১। কোন রাজ্যের সব জীবই আদিকোষী?
(ক) প্লান্টি
(খ) মনেরা
(গ) ফানজাই
(ঘ) প্রোটিস্টা
২। নিচের কোনটি প্রকৃতকোষী জীব?
(ক) মাইকোপ্লাজমা
(খ) ব্যাকটেরিয়া
(গ) শৈবাল
(ঘ) নীলাভ সবুজ শৈবাল
৩। ইউক্যারিওটিক সেলে কোন ধরনের রাইবোসোম থাকে?
(ক) 50 S
(খ) 70 S
(গ) 80 S
(ঘ) 100 S
৪। আদিকোষের ডিএনএ-
(ক) লম্বা
(খ) বৃত্তাকার
(গ) সূত্রাকার
(ঘ) সর্পিলাকার
৫। ‘কোষ অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম’ – এটি কার মত?
(ক) জিন ব্রাকেটস
(খ) লোয়ি এন্ড সিকেভিজ
(গ) ডি রবার্টিস
(ঘ) সি পি হিকম্যান
৬। আধুনিক কোষবিদ্যার জনক কে?
(ক) রবার্ট হুক
(খ) অ্যান্টনি ভন লিউয়েনহুক
(গ) কার্ল পি সোয়ানসন
(ঘ) আলেকজান্ডার ফ্লেমিং
৭। সুকেন্দ্রিক কোষে পুষ্টির মাধ্যম হল-
i. শোষণ
ii. আত্তীকরণ
iii. সালোকসংশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৮। প্রথম প্রকৃতকোষী ও বহুকোষী জীবটি এক ধরনের-
(ক) সবুজ শৈবাল
(খ) লোহিত শৈবাল
(গ) সোনালী শৈবাল
(ঘ) বাদামী শৈবাল
৯। কোনটিতে অপেরন থাকে?
(ক) আদি কোষে
(খ) প্রকৃত কোষে
(গ) সুকেন্দ্রিক কোষে
(ঘ) ইউক্যারিওটিক সেলে
১০। প্রোক্যারিওটিক সেলে-
i. সাইটোস্কেলেটন থাকে
ii. জিনে ইন্ট্রনস থাকে না
iii. অবাত শ্বসন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১১। কোনটি উদ্ভিদকোষের সঞ্চিতখাদ্য?
(ক) গ্লুকোজ
(খ) গ্লাইকোজেন
(গ) সেলুলোজ
(ঘ) স্টার্চ
১২। প্রাণিকোষে অনুপস্থিত-
i. ক্লোরোপ্লাস্ট
ii. কোষ প্রাচীর
iii. সেন্ট্রোসোম
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৩। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদকোষ কোনটি?
(ক) Bongiomorpha
(খ) Acetabularia
(গ) Mycoplasma
(ঘ) Boehmaria
১৪। কোন উপাদানটি বেশি থাকায় কোষপ্রাচীরের মধ্যপর্দা প্রথম দিকে জেলির মত থাকে?
(ক) সেলুলোজ
(খ) হেমিসেলুলোজ
(গ) পেকটিক এসিড
(ঘ) সাইট্রিক এসিড
১৫। দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে যে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তাকে বলে-
(ক) প্লাজমালেমা
(খ) প্লাজমোডেসমাটা
(গ) ফ্র্যাগমোপ্লাস্ট
(ঘ) প্লাজমাডেসিডুয়া
১৬। ছত্রাকের কোষপ্রাচীর কোনটি দ্বারা গঠিত হয়?
(ক) লিপো-প্রোটিন
(খ) সেলুলোজ
(গ) লিগনিন
(ঘ) কাইটিন
১৭। কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি?
(ক) বিটা ডি গ্লুকোজ
(খ) সেলুলোজ
(গ) ক্রিস্টালাইন মাইসেলি
(ঘ) লিপো-প্রোটিন
১৮। প্রোটোপ্লাজম শব্দটি কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেন?
(ক) ফেলিক্স ডুজারডিন
(খ) কার্ল নাগেলি
(গ) পার্কিনজে
(ঘ) হাক্সলে
১৯। প্রোটোপ্লাজম-
i. দানাদার ও কলয়ডালধর্মী
ii. এর আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা কম
iii. উত্তাপ, এসিড ও অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২০। নিচের কোনটির প্রোটোপ্লাজমে একমুখী আবর্তন দেখা যায়?
(ক) পাতা ঝাঁঝি
(খ) ট্রাডেসকানটিয়া
(গ) লোহিত শৈবাল
(ঘ) সায়ানোব্যাকটেরিয়া
২১। কোষঝিল্লির স্যান্ডউইচ মডেলের প্রবর্তক কে?
(ক) সিঙ্গার এন্ড নিকলসন
(খ) ডানিয়েলি এন্ড ডেভসন
(গ) রবার্টসন
(ঘ) লিনার্ড এন্ড নিকলসন
২২। কোষঝিল্লির টনোফাইব্রিলযুক্ত বৃত্তাকার অঞ্চলকে বলা হয়-
(ক) মাইক্রোভিলাই
(খ) ডেসমোসোম
(গ) পিনোসাইটিক ভেসিকল
(ঘ) ফ্যাগোসাইটিক ভেসিকল
২৩। শ্বসনের কোন ধাপটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়?
(ক) গ্লাইকোলাইসিস
(খ) ক্রেবস চক্র
(গ) ইলেকট্রন প্রবাহতন্ত্র
(ঘ) কোনটিই নয়
২৪। রাইবোসোমের প্রধান উপাদান হল-
i. প্রোটিন
ii. RNA
iii. DNA
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৫। রাইবোসোমে কোন স্থানটি দেখা যায় না?
(ক) পেপটাইডিল স্থান
(খ) আগমন স্থান
(গ) mRNA সংযুক্তি স্থান
(ঘ) অ্যামাইনোঅ্যাসাইল স্থান
২৬। নিচের কোনটিতে গ্লুকোজের ফসফোরাইলেশন সংঘটিত হয়?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) গলগি বডি
(গ) রাইবোসোম
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
২৭। গলগি বডির অপর নাম-
i. ডিকটায়োসোম
ii. ইডিওসোম
iii. লাইপোকন্ড্রিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৮। নিচের কোনটিতে লাইসোসোম থাকে না?
(ক) WBC
(খ) RBC
(গ) বৃক্ক কোষ
(ঘ) অন্ত্রের অাবরণী কোষ
২৯। অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে কী বলা হয়?
(ক) রাইবোসোম
(খ) লাইসোসোম
(গ) মাইক্রোসোম
(ঘ) সেন্ট্রোসোম
৩০। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে-
(ক) ফ্যাট বিপাকীয় কোষে
(খ) প্রোটিন বিপাকীয় কোষে
(গ) শর্করা বিপাকীয় কোষে
(ঘ) কোনটিই নয়
৩১। মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নামকরণ করেন কে?
(ক) কলিকার
(খ) অল্টম্যান
(গ) কার্ল বেন্ডা
(ঘ) ওয়াল্টার ফ্লেমিং
৩২। ইউক্যারিওটিক কোষে এন্ডোসিমবায়োন্ট হিসেবে গণ্য করা হয়-
i. ক্লোরোপ্লাস্টকে
ii. নিউক্লিয়াসকে
iii. মাইটোকন্ড্রিয়াকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩৩। কোন অঙ্গাণুটিকে ‘কোষের ট্রাফিক পুলিশ’ বলা হয়?
(ক) রাইবোসোম
(খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
(গ) গলগি বডি
(ঘ) লাইসোসোম
৩৪। নিচের কোনটি গলগি বডির প্রকারভেদ নয়?
(ক) ভেসিকল
(খ) সিস্টার্নি
(গ) ভ্যাকুওল
(ঘ) টিউবিউল
৩৫। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের মোট কতভাগ গ্লিসারাইড?
(ক) ৬০ ভাগ
(খ) ২৯ ভাগ
(গ) ৯০ ভাগ
(ঘ) ৪ ভাগ
৩৬। কোষরসের pH অ্যাসিড প্রকৃতির হলে ফুলের রং কীরূপ হয়?
(ক) লাল
(খ) নীল
(গ) বেগুনি
(ঘ) কালচে নীল
৩৭। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে অবস্থিত বিশেষ ফসফোলিপিডের নাম কী?
(ক) গ্লিসারাল্ডিহাইড
(খ) লেসিথিন
(গ) কোলেস্টেরল
(ঘ) কার্ডিওলিপিন
৩৮। কোনটিকে ‘কোষের রান্নাঘর’ বলা হয়?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) গলগি বডি
(গ) ক্লোরোপ্লাস্ট
(ঘ) নিউক্লিয়াস
৩৯। সেন্ট্রিয়োল এর প্রধান অংশ হল-
i. যোজক বা লিংকার
ii. প্রাচীর বা সিলিন্ডার ওয়াল
iii. ট্রিপলেটস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৪০। Pithophora এর ক্লোরোপ্লাস্টের আকৃতি কীরূপ?
(ক) গার্ডলাকৃতি
(খ) গোলাকার
(গ) তারকাকার
(ঘ) পেয়ালাকৃতি
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। ঘ | ২১। খ | ৩১। খ |
২। গ | ১২। ক | ২২। খ | ৩২। খ |
৩। গ | ১৩। খ | ২৩। ক | ৩৩। গ |
৪। খ | ১৪। গ | ২৪। ক | ৩৪। ঘ |
৫। খ | ১৫। খ | ২৫। খ | ৩৫। খ |
৬। গ | ১৬। ঘ | ২৬। গ | ৩৬। ক |
৭। ঘ | ১৭। খ | ২৭। ঘ | ৩৭। ঘ |
৮। খ | ১৮। গ | ২৮। খ | ৩৮। গ |
৯। ক | ১৯। খ | ২৯। গ | ৩৯। ঘ |
১০। গ | ২০। ক | ৩০। ক | ৪০। খ |
উপরোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় ড. মোহাম্মদ আবুল হাসান স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই এর আলোকে তৈরি করা হয়েছে। যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। উল্লেখিত উদ্ভিদবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। ইতিপূর্বে কেন্দ্রবাংলায় প্রকাশিত উদ্ভিদবিজ্ঞান M.C.Q. গুলো দেখা যাবে এখন থেকে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ের M.C.Q দেখুন এখান থেকে।