গত কয়েক বছরে ইউএসবি টাইপ-সি পোর্টের ব্যবহার বেড়ে গেছে বহুগুণে। সব কোম্পানিই তাদের প্রযুক্তি পণ্য এই পোর্ট যুক্ত করছে অনেকদিন ধরে। অ্যাপলও বাদ নেই। বর্তমানে তাদের আইফোন আর এয়ারপড ছাড়া সকল ডিভাইসে টাইপ-সি পোর্ট রয়েছে। সম্প্রতি জানা যাচ্ছে, সামনে বছর আইফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত হতে পারে।

বলা বাহুল্য, অ্যাপল তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্য আইফোনে এখনও তাদের নিজস্ব লাইটনিং পোর্ট ব্যবহার করে। ফলে অ্যাপলের চার্জার ও ও কেবল ছাড়া আইফোনে চার্জ দেওয়ার বা ডাটা ট্রান্সফারের কোন সুযোগ নেই।

অ্যাপলের তথ্য ফাঁসকারী সুপরিচিত মিং-চি-কুউ তার এক টুইটে জানিয়েছেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধে কমপক্ষে একটি মডেলের আইফোনে যুক্ত হতে পারে ইউএসবি টাইপ-সি পোর্ট। অর্থাৎ আইফোন ১৫ সিরিজের ইউএসবি টাইপ-সি পোর্ট নিয়ে লঞ্চ হতে যাচ্ছে।

আইফোনে ইউএসবি টাইপ-সি

ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে একই সাথে ডাটা, অডিও-ভিডিও এবং পাওয়ার ট্রান্সফারের সুবিধা পাওয়া যায়। এর আকারও অনেক ছোট। জনপ্রিয় ইউএসবি টাইপ-এ পোর্টের তুলনায় প্রায় অর্ধেক। ফলে, যে কোন পাতলা ডিভাইসেও এই পোর্ট ব্যবহার করা যায়। এসব নানা সুবিধার কারণেই ইউএসবি টাইপ-সি জনপ্রিয়।

যে কারণে আইফোনে ইউএসবি টাইপ-সি আসতে যাচ্ছে

বেশ কয়েকবছর আগে প্রযুক্তিগত বর্জ্য কমানোর লক্ষে ইউরোপীয়ান কমিশন বিশ্বজুড়ে একই পোর্ট এবং কেবল ব্যবহারের সিদ্ধান্ত নেয়। সম্প্রতি তারা ঘোষণা করেছে, ইউএসবি টাইপ-সি হচ্ছে, কাঙ্খিত সেই পোর্ট এবং কেবল।

পোর্টের নানামুখি কার্যকারিতা আর ইউরোপীয়ান কমিশনে চাপের ফলে আস্তে আস্তে সব ফোনই এখন মাইক্রো ইউএসবি পোর্টের পরিবর্তে এই পোর্ট ব্যবহার শুরু করেছে। এই ক্ষেত্রে উপকার অবশ্য সবার।

ফোন কোম্পানিগুলোকে যেমন বেশি খরচ করে আলাদা কোন চার্জিং পোর্ট ব্যবহার করতে হবে না। তেমনি ব্যবহারকারকারী হিসেবে আমরাও একই ফোনের কেবল একাধিক ফোনে ব্যবহার করতে পারবো।

যাইহোক, ইউরোপিয়ান কমিশনের চাপ উপেক্ষা করে অ্যাপল তাদের আইফোনে এতোদিন লাইটনিং পোর্ট ব্যবহার করে যাচ্ছিলো। যেটা অ্যাপল বা অ্যাপলের এক্সোসরিজ যারা বানায়, তাদের জন্য লাভজনক হলেও অন্যান্য ব্যবহারকারীদের জন্য তা ছিলো না। বিশেষ করে নতুন ব্যবহারকারীদের জন্য।

ইউরোপীয়ান কমিশন অবশ্য অ্যাপলকে চাপ প্রয়োগ করতে সেই প্রযুক্তি বর্জ্য কমানোর কথাই বলেছে। এখন সবাই যেখানে ইউএসবি টাইপ-সি তে চলে গেছে সেখানের লাইটনিং পোর্ট নিয়ে পড়ে থাকা যে বুদ্ধিমানের কাজ না, এটা অ্যাপল জানার কথা।

সবমিলিয়ে কুউ এর ফাঁস করা তথ্যটি যদি সঠিক হয়, তাহলে ২০২৩ সালে অ্যাপল নিয়ে আসবে ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত প্রথম আইফোন। তবে, শুরুতে অ্যাপল তাদের ১৫ সিরিজের সব ফোনে এমনটা করবে না বলেই ধারণা করা হচ্ছে।

হতে পারে, তাদের আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স সম্পূর্ণ পোর্টলেস ডিভাইস। অর্থাৎ এসব ডিভাইসে কোন পোর্টই থাকবে না। এক্ষেত্রে চার্জ হবে ওয়ারলেস চার্জিং ব্যবহারা করে। এবং থাকবে ই-সিম।

তবে, রেগুলার ফোনগুলোতে ধীরে ধীরে ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত করতে পারে। অ্যাপল তাদের ফোনগুলোতে একই সাথে টাইপ সি পোর্ট যুক্ত এবং সম্পূর্ণ পোর্টলেস ডিভাইস একই সাথে লঞ্চ করতে পারে। পাশাপাশি কিছু মডেলে লাইটনিং পোর্টও থাকতে পারে।

আইফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত হওয়ার খরবটা নিঃসন্দেহে আনন্দের। তবে, আসলে কী ঘটতে যাচ্ছে সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved