গত বছরের শেষের দিকে Find N নামে ফোল্ডেবল স্মার্টফোন বাজারে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলো চাইনিজ প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি অপ্পো। বিভিন্ন আন্তর্জাতিক রিভিউয়ার এবং সমালোকদের ভালোই প্রশংসা কুড়িয়েছিলো ফোনটি।
বাজারে থাকা স্যামসাং বা মটোরোলা বা মাইক্রোসফটের ফোল্ডেবল স্মার্টফোনের তুলনায় খারাপ বলার সুযোগ ছিলো না বেশি। এক অর্থে দাম ও ডিজাইন বিবেচনায় বরং ভালো বলার মতোই একটা ফোন ছিলো Oppo Find N.
যাইহোক, ফোনটি শুধুমাত্র চীনের বাজারেই লঞ্চ হয়েছিলো। তাই, চীনের বাইরে অপ্পোর ফোল্ডেবল ফোন কবে আসতে পারে না নিয়ে জল্পনা কল্পনা ছিলো অনেক।
সম্প্রতি জনপ্রিয় প্রযুক্তি পোর্টাল জিএসএমএরিনায় প্রকাশিত একটি আর্টিকেল থেকে জানা যাচ্ছে, এ বছরের শেষের দিকে নাকি নতুন ফোল্ডেবল ফোনের চমক নিয়ে হাজির হতে যাচ্ছে অপ্পো।
তবে, Oppo’র নতুন ফোল্ডেবল স্মার্টফোন টি ফোল্ডেবল অর্থাৎ আগের মতোই ট্যাবলেট এবং ফোনের কম্বিনেশন হবে নাকি স্যামসাং Galaxy Z Flip 3 এর মধ্য স্মার্টফোনের মাঝখানে ভাজ করা হবে সেটা জানা যায় নি।

গতো বছরে ফ্লিপ ধরণের ফোল্ডেবল ফোন নিয়ে আসার গুঞ্জন উঠেছিলো অপ্পোকে ঘিরে। কিন্তু সেই ফোন আর বাজারে আসে নি। হতে পারে, এবার হয়ত গুঞ্জনটা সত্য হতে যাচ্ছে।
অপ্পোর নতুন এই ভাজ করা স্মার্টফোন নিয়ে আরও একটা বড় গুঞ্জন হচ্ছে, এর দাম। ধারণা করা হচ্ছে অপ্পো তাদের দেশে, অর্থাৎ চায়নাতে ফোনটির দাম ৫০০০ ইউয়ান রাখতে পারে। (যেটা ডলারের হিসেবে প্রায় ৭৫৬ মার্কিন ডলার।)
যেখানে বর্তমানে স্যামসাং Galaxy Z Flip 3 এর দাম ৯৯৯ মার্কিন ডলার। সেখানে প্রায় আড়াইশো ডলার কমে অপ্পো প্রায় সেম কনফিগারের ফোনটি লঞ্চ করতে পারলে সেটা একটা বড় ব্যাপার হবে। পাশাপাশি চায়নার বাইরেও ফোনটি লঞ্চ হলে, সেটা অন্যান্য ফোল্ডেবল ফোনের তুলনায় অপ্পোকে এগিয়ে রাখবে।
আরও পড়তে পারেনঃ UFS 4.0 মেমরি নিয়ে আসছে স্যামসাং
বর্তমানে ফোল্ডেবল ফোনের বাজারটি একচেটিয়া ভাবে স্যামসাং এর দখলেই বলা যায়। সেখানে অপ্পোর এমন প্রচেষ্টা প্রতিযোগিতার বাজার তৈরী করবে। যেটা অবশ্যই আমাদের অর্থাৎ ইউজারদের জন্য ভালো।
Oppo’র নতুন ফোল্ডেবল স্মার্টফোন টিতে ব্যবহৃত হতে পারে বর্তমানে আলোচনার শীর্ষে থাকা স্ন্যাপড্রাগন 8 Gen 1 Plus প্রসেসরটি। এমনটাই জোরালোভাবে শোনা যাচ্ছে। আর এটা সত্যি হলে এবছরের শেষের প্রান্তিকের আগে দেখা মিলছে না ফোনটির।