মধ্যযুগের জীবনী সাহিত্য | বিসিএস ও চাকরির পরীক্ষা প্রস্তুতি | BCS

বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা মধ্যযুগের জীবনী সাহিত্য নিয়ে।

আজকের বিষয়বস্তু – মধ্যযুগের জীবনী সাহিত্য

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

মধ্যযুগের জীবনী সাহিত্য

১। জীবনী সাহিত্য বলতে কী বুঝায়?
উত্তরঃ কোন ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে যে সাহিত্য রচিত হয় তাকেই জীবনী সাহিত্য বলে।

২। মধ্যযুগের জীবনী সাহিত্য মূলত কোন ব্যক্তির জীবনী নিয়ে রচিত হয়েছিল?
উত্তরঃ শ্রীচৈতন্যদেব।

৩। বাংলা সাহিত্যে একটি পংক্তি না লিখেও কার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে?
উত্তরঃ শ্রীচৈতন্যদেব।

৪। বাংলা সাহিত্যের কোন সময়কে চৈতন্য যুগ বলা হয়?
উত্তরঃ ১৫০০-১৭০০ খ্রিস্টাব্দ।

৫। শ্রীচৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৪৮৬ খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন।

৬। শ্রীচৈতন্যদেব কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৫৩৩ খ্রিস্টাব্দে পুরীতে।

৭। শ্রীচৈতন্যদেব এর প্রকৃত নাম কী ছিল?
উত্তরঃ বিশ্বম্ভর মিশ্র।

৮। শ্রীচৈতন্যদেব এর ডাক নাম কী ছিল?
উত্তরঃ নিমাই।

৯। শ্রীচৈতন্যদেব এর পিতা ও মাতার নাম কী ছিল?
উত্তরঃ পিতার নাম জগন্নাথ মিশ্র ও মাতার নাম শচীদেবী।

১০। শ্রীচৈতন্যদেব এর জীবনী নিয়ে রচিত সাহিত্যকে কী নামে অভিহিত করা হত?
উত্তরঃ কড়চা।

১১। বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী গ্রন্থ লেখা হয় তার নাম কী?
উত্তরঃ চৈতন্য ভাগবত।

১২। চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ বৃন্দাবন দাস।

১৩। শ্রীচৈতন্যদেব এর শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ কোনটি?
উত্তরঃ চৈতন্যচরিতামৃত।

১৪। চৈতন্যচরিতামৃত গ্রন্থটির রচয়িতা কে?
অথবা, শ্রীচৈতন্যদেব এর শ্রেষ্ঠ জীবনীকার কে?
উত্তরঃ কৃষ্ণরাজ কবিরাজ।

১৫। ‘মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে’ উক্তিটি কোন বিখ্যাত ব্যক্তির?
উত্তরঃ শ্রীচৈতন্যদেব।

১৬। চৈতন্যদেবের জীবনী ছাড়াও মধ্যযুগে আর কাদের জীবনী নিয়ে সাহিত্য রচিত হয়েছিল?
উত্তরঃ বৈষ্ণব ধর্মের প্রধান ব্যক্তিদের নিয়ে। অদ্বৈত আচার্য ছিলেন বৈষ্ণব ধর্মের অন্যতম একজন প্রধান ব্যক্তি।

১৭। অদ্বৈত আচার্যকে নিয়ে সংস্কৃত ভাষায় রচিত জীবনী সাহিত্য গ্রন্থ কোনটি?
উত্তরঃ বাল্যলীলাসূত্র।

বিসিএসসহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।

শেয়ার করে নিনঃ

Leave a Reply