বাংলা সাহিত্য (২য় পর্ব) বহুনির্বাচনী প্রশ্নে আপনাকে স্বাগতম। বিসিএস সহ যেকোন চাকরির পরীক্ষাতেই প্রতি বছর ‘বাংলা সাহিত্য’ বিষয়বস্তু থেকে একাধিক প্রশ্ন এসে থাকে। এছাড়া মেডিকেল ও বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষাতেও ‘বাংলা সাহিত্য’ বিষয়ক বিভিন্ন প্রশ্ন দেখা যায়।

তাই, এই পর্বে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও চাকরির পরিক্ষার্থীদের অনুশীলনের জন্য ‘বাংলা সাহিত্য’ বিষয়ক আরও ২০ টি বহুনির্বাচনী প্রশ্ন নিম্নে দেওয়া হল। প্রশ্নের সাথেই সঠিক উত্তর ও উত্তরের ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা বাংলা সাহিত্য (১ম পর্ব)-এ ২০টি ব্যাখ্যা ও উত্তরসহ প্রশ্ন প্রকাশ করেছিলাম।

উল্লেখ্য, এখানে রেফারেন্স বই হিসেবে ‘বাংলা সাহিত্য’ বিষয়ক প্রসিদ্ধ বই “লাল নীল দীপাবলী বা বাঙলা সাহিত্যের জীবনী” – এর সাহায্য নেওয়া হয়েছে।

ভর্তি ও চাকরির পরীক্ষা প্রস্তুতিঃ বাংলা সাহিত্য (২য় পর্ব)

বাংলা সাহিত্য (২য় পর্ব)

১। মহাভারতের প্রথম অনুবাদক কে?
ক) কাশীরাম দাস
খ) শ্রীকর নন্দী
গ) কৃত্তিবাস
ঘ) নিত্যানন্দ ঘোষ

সঠিক উত্তরঃ খ) শ্রীকর নন্দী
[ব্যাখ্যাঃ কাশীরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, কিন্তু তিনি প্রথম অনুবাদক নন। মহাভারতের প্রথম অনুবাদক শ্রীকর নন্দী। তিনি হোসেন শাহের সেনাপতি পরাগল খানের অনুপ্রেরণায় সর্বপ্রথম মহাভারত অনুবাদ করেন।]

২। রামায়ণের রচয়িতা কে?
ক) বাল্মীকি
খ) বেদব্যাস
গ) কৃত্তিবাস
ঘ) কাশীরাম দাস

সঠিক উত্তরঃ ক) বাল্মীকি
[ব্যাখ্যাঃ রামায়ণ রচনা করেছেন বাল্মীকি। রামায়ণকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন কৃত্তিবাস। মহাভারত রচনা করেছেন বেদব্যাস। মহাভারতকে বাংলায় অনুবাদ করেছেন কাশীরাম দাস।]

৩। বাংলা ভাষার প্রথম মুসলমান কবি কে?
ক) সাবিরিদ খান
খ) আলাওল
গ) শাহ মুহম্মদ সগীর
ঘ) শেখ ফয়জুল্লাহ

সঠিক উত্তরঃ গ) শাহ মুহম্মদ সগীর
[ব্যাখ্যাঃ বাংলা ভাষার প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। তার কাব্যের নাম ইউসুফ-জুলেখা।]

৪। লাইলি-মজনু কাব্যের রচয়িতা কোন কবি?
ক) মুহম্মদ কবির
খ) শাহ মুহম্মদ সগীর
গ) বাহরাম খান
ঘ) সাবিরিদ খান

সঠিক উত্তরঃ গ) বাহরাম খান
[ব্যাখ্যাঃ বাংলায় লাইল-মজনু কাব্যটি রচনা করেছেন কবি বাহরাম খান। সাবিরিদ খান রচিত কাব্য হল- বিদ্যাসুন্দর, রসুলবিজয়, হানিফা ও কয়রা পরী। মুহম্মদ কবির রচিত কাব্য হল- মধুমালতী।]

৫। ‘নসিহৎনামা’ কাব্যটির রচয়িতা কে?
ক) শাহ মুহম্মদ সগীর
খ) শেখ ফয়জুল্লাহ
গ) আফজল আলী
ঘ) সাবিরিদ খান

সঠিক উত্তরঃ গ) আফজল আলী
[ব্যাখ্যাঃ নসিহৎনামা- কাব্যটি লিখেছেন কবি আফজল আলী। শেখ ফয়জুল্লাহর কাব্যের নাম- গাজিবিজয়, গোরক্ষবিজয়।]

৬। ‘যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি’

– পংক্তিগুলো কোন কাব্যের অন্তর্ভুক্ত?
ক) নসিহৎনামা
খ) নূরনামা
গ) শহরনামা
ঘ) কারবালা

সঠিক উত্তরঃ খ) নূরনামা
[ব্যাখ্যাঃ উপরে উল্লেখিত পংক্তিগুলো কবি আবদুল হাকিম রচিত ‘নূরনামা’ কাব্যের অন্তর্ভুক্ত। তার অন্যান্য কাব্যের মধ্যে কারবালা, শহরনামা প্রভৃতি উল্লেখযোগ্য।]

৭। ‘দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়
নিজ দেশ ত্যাগি কেন বিদেশ ন যায়’

-পংক্তিগুলোর রচয়িতা কে?

ক) শাহ মুহম্মদ সগীর
খ) বাহরাম খান
গ) আলাওল
ঘ) আবদুল হাকিম

সঠিক উত্তরঃ ঘ) আবদুল হাকিম
[ব্যাখ্যাঃ উপরে উল্লেখিত পংক্তিগুলো কবি আবদুল হাকিম রচিত ‘নূরনামা’ কাব্যের অন্তর্ভুক্ত।]

৮। কে গ্রামে গ্রামে ঘুরে মুসলমান কবিদের পুথি সংগ্রহ করতেন?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) সুকুমার সেন
গ) আবদুল করিম সাহিত্যবিশারদ
ঘ) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

সঠিক উত্তরঃ গ) আবদুল করিম সাহিত্যবিশারদ
[ব্যাখ্যাঃ চট্টগ্রামের অধিবাসী ‘আবদুল করিম সাহিত্যবিশারদ’ (১৮৭১-১৯৫৩) গ্রামে গ্রামে ঘুরে মুসলমান কবিদের পুথি সংগ্রহ করতেন।]

৯। ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?
ক) আলাওল
খ) মাগন ঠাকুর
গ) কাজী দৌলত
ঘ) মালিক মুহম্মদ জায়সি

সঠিক উত্তরঃ ক) আলাওল
[ব্যাখ্যাঃ কবি আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম ‘পদ্মাবতী’। এই কাব্যটি আলাওল মাগণ ঠাকুরের অনুরোধে রচনা করেন। পদ্মাবতী ১৬৪৮ সালে রচিত হয়। এটি মূলত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সি এর পদুমাবত- এর কাব্যানুবাদ।]

১০। ‘ময়মনসিংহ গীতিকা’ কে সম্পাদনা করেছেন?
ক) সুকুমার সেন
খ) দীনেশচন্দ্র সেন
গ) চন্দ্রকুমার দে
ঘ) দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার

সঠিক উত্তরঃ খ) দীনেশচন্দ্র সেন
[ব্যাখ্যাঃ ডক্টর দীনেশচন্দ্র সেন ‘ময়মনসিংহ গীতিকা’ সম্পাদনা করেছেন। কিন্তু তিনি নিজে সংগ্রাহক ছিলেন না। গীতিকাগুলো সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে( ১৮৮৯-১৯৪৬)]

১১। ‘ময়মনসিংহ গীতিকা’র সংগ্রাহক কে ছিলেন?
ক) দীনেশচন্দ্র সেন
খ) চন্দ্রকুমার দে
গ) শশিভূষণ দে
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তরঃ খ) চন্দ্রকুমার দে
[ব্যাখ্যাঃ ১০ নং প্রশ্নের ব্যাখ্যা দ্রষ্টব্য।]

১২। ‘লোকসাহিত্য’ বইটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ডক্টর দীনেশচন্দ্র সেন
গ) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

সঠিক উত্তরঃ ক) রবীন্দ্রনাথ ঠাকুর
[ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘লোকসাহিত্য’ নামে লোকসাহিত্যের উপর একটি বই লিখেছিলেন। তিনি লোকসাহিত্যের একজন অনুরাগী ছিলেন। তিনি অনেকগুলো ছড়াও সংগ্রহ করেছিলেন।]

১৩। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রূপকথা সংগ্রহের নাম কী?
ক) ঠাকুরমার ঝুলি
খ) ঠাকুরদাদার ঝুলি
গ) টুনটুনির বই
ঘ) রূপকথার বই

সঠিক উত্তরঃ গ) টুনটুনির বই
[ব্যাখ্যাঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রূপকথা সংগ্রহের বইটির নাম ‘টুনটুনির বই’। দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার এর রূপকথা সংগ্রহের নাম- ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি।]

১৪। ‘ঠাকুরমার ঝুলি’ এর সংগ্রাহক কে?
ক) দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) ডক্টর দীনেশচন্দ্র সেন

সঠিক উত্তরঃ ক) দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
[ব্যাখ্যাঃ ১৩ নং প্রশ্নের ব্যাখ্যা দ্রষ্টব্য]

১৫। কে কবিগান রচয়িতাদের জীবনী সংগ্রহ করেছিলেন?
ক) কবি রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তরঃ খ) কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত
[ব্যাখ্যাঃ উনিশশতকের প্রথম ভাগের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) কবিগান রচয়িতাদের জীবনী সংগ্রহ করেছিলেন।]

১৬। কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে প্রাচীন কবিওয়ালা কে?
ক) রাম বসু
খ) অ্যান্টনি ফিরিঙ্গি
গ) গোঁজলা গুই
ঘ) নৃসিংহ

সঠিক উত্তরঃ গ) গোঁজলা গুই
[ব্যাখ্যাঃ কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে প্রাচীন হলেন গোঁজলা গুই। তিনি আঠারোশতকের প্রথম দিকের মানুষ। এছাড়াও আরো কয়েকজন বিখ্যাত কবিওয়ালা হলেন- রাম বসু, রাসু, নৃসিংহ, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, নিধুবাবু, কেষ্টা মুচি,ভবানী, রামানন্দ নন্দী।]

১৭। টপ্পার রাজা কে ছিলেন?
ক) রাসু
খ) নৃসিংহ
গ) রাম বসু
ঘ) নিধুবাবু

সঠিক উত্তরঃ ঘ) নিধুবাবু
[ব্যাখ্যাঃ টপ্পার রাজা ছিলেন নিধুবাবু(১৭৪১-১৮৩০)। তার পুরো নাম রামনিধি গুপ্ত।]

১৮। ‘সোনাভান’ এর রচয়িতা কে?
ক) মোহাম্মদ দানেশ
খ) ফকির গরীবুল্লাহ
গ) সৈয়দ হামজা
ঘ) জয়নাল আবেদিন

সঠিক উত্তরঃ খ) ফকির গরীবুল্লাহ
[ব্যাখ্যাঃ ফকির গরীবুল্লাহ রচিত কাব্যগুলো হল- আমির হামজা (প্রথম পর্ব), জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের পুথি। কবি সৈয়দ হামজা রচিত কাব্যের মধ্যে- আমির হামজা (দ্বিতীয় পর্ব), জৈগুণের পুথি, হাতেমতাই প্রভৃতি উল্লেখযোগ্য।]

১৯। ‘সত্যপীরের পুথি’ কাব্যটির রচয়িতা কে?
ক) ফকির গরীবুল্লাহ
খ) শাহ মুহম্মদ সগীর
গ) আফজল আলী
ঘ) সৈয়দ হামজা

সঠিক উত্তরঃ ক) ফকির গরীবুল্লাহ
[ব্যাখ্যাঃ ১৮ নং প্রশ্নের ব্যাখ্যা দ্রষ্টব্য]

২০। কোন সময়কালকে কবিগানের স্বর্ণযুগ বলা হয়?
ক) অষ্টাদশ শতকের শুরুর ভাগ
খ) অষ্টাদশ শতকের শেষ ভাগ
গ) উনিশ শতকের প্রথম ভাগ
ঘ) উনিশ শতকের শেষ ভাগ

সঠিক উত্তরঃ খ) অষ্টাদশ শতকের শেষ ভাগ
[ব্যাখ্যাঃ অষ্টাদশ শতকের শেষ ভাগ( ১৭৬০-১৮৩০) ছিল কবিগানের স্বর্ণযুগ।]

বিসিএস সহ যে কোন চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে ও সেই সাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজসাধ্য করতে কেন্দ্রবাংলার এই নিয়মিত আয়োজনের সাথেই থাকুন। আপনাদের যে কোন মূল্যবান পরামর্শ ও মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ্‌।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved