বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা বাংলা সাহিত্যের যুগবিভাগ নিয়ে।

আজকের বিষয়বস্তু – বাংলা সাহিত্যের যুগবিভাগ

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন।

বাংলা সাহিত্যের যুগবিভাগ

১। বাংলা সাহিত্যের যুগকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী?
উত্তরঃ তিন ভাগে। যথাঃ ক) প্রাচীন যুগ, খ) মধ্যযুগ, গ) আধুনিক যুগ।

২। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত?
উত্তরঃ ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ,
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ।

৩। বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যাপ্তিকাল কত?
উত্তরঃ ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

৪। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সময়কাল কত?
উত্তরঃ ১৮০১ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত।

৫। বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ এর ব্যাপ্তিকাল কত?
উত্তরঃ ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ।

৬। কোন সময়কে বাংলা সাহিত্যের অবক্ষয়ের যুগ বা যুগ সন্ধিক্ষণ বলা হয়?
উত্তরঃ ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ।

৭। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
উত্তরঃ বঙ্গভাষা ও সাহিত্য। গ্রন্থটি রচনা করেছেন ড. দীনেশচন্দ্র সেন।

৮। Origin and Development of the Bengali Language (ODBL) / ‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৯। ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ।

১০। ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (আধুনিক) গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান।

১১। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি?
উত্তরঃ চর্যাপদ।

১২। মঙ্গলকাব্য কোন যুগে রচিত হয়েছিল?
উত্তরঃ মধ্যযুগে।

১৩। বৈষ্ণব পদাবলি কোন যুগের সাহিত্যের নিদর্শন?
উত্তরঃ মধ্যযুগ।

১৪। মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য কী ছিল?
উত্তরঃ ধর্মনির্ভরতা।

১৫। আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কী?
উত্তরঃ আত্মচেতনা, মানবতাবাদ, জাতীয়তাবোধ।

বিসিএসসহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved