পদার্থবিজ্ঞান MCQ | ৬ষ্ঠ অধ্যায় – বস্তুর উপর তাপের প্রভাব | নবম-দশম | SSC

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায় – বস্তুর উপর তাপের প্রভাব । এখান থেকে মানসম্পন্ন আরও ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ।

যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।

পদার্থবিজ্ঞান MCQ : ৬ষ্ঠ অধ্যায় – বস্তুর উপর তাপের প্রভাব

এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূল বইয়ের “৬ষ্ঠ অধ্যায় – বস্তুর উপর তাপের প্রভাব” ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে।

আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরেছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও।

বস্তুর উপর তাপের প্রভাব

০১। তাপের SI একক কী?
(ক) ক্যালরি
(খ) জুন
(গ) ওয়াট
(ঘ) কেলভিন

০২। এক জুল তাপ কত ক্যালরির সমান?
(ক) 0.24
(খ) 0.42
(গ) 2.4
(ঘ) 4.2

০৩। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
(ক) -273K
(খ) 273K
(গ) 373K
(ঘ) 1/273K

০৪। গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তনের পাত্রে রক্ষিত—
i. গ্যাসকে তাপমাত্রিক ধর্ম বলে
ii. গ্যাসকে তাপমাত্রিক পদার্থ বলে
iii. গ্যাসের চাপকে তাপমাত্রিক ধর্ম বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

০৫। সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 50°C হলে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কত?
(ক) 50 K
(খ) 112 K
(গ) 245 K
(ঘ) 323 K

০৬। ফারেনহাইট স্কেলে বরফের গলনাংক কত?
(ক) 212° F
(খ) 100° F
(গ) 373° F
(ঘ) 32° F

০৭। কেলভিস স্কেলে বরফের গলনাংক কত?
(ক) 273 K
(খ) 373 K
(গ) 100 K
(ঘ) 0 K

০৮। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F হলে সেলসিয়াস স্কেলে এর মান কত?
(ক) 36.9
(খ) 66.4
(গ) 33.9
(ঘ) 33.2

০৯। তাপমাত্রার প্রচলিত স্কেলে নিম্ন স্থিরাংক হচ্ছে
i. ফারেনহাইট স্কেলে 32°F
ii. সেলসিয়াস কেলে 0°C
iii. কেলভিন ফেলে 273K
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১০। তাপ প্রয়োগে কোন ধরণের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়?
(ক) তরল
(খ) বায়বীয়
(গ) কঠিন
(ঘ) কঠিন ও বায়বীয়

১১। নিজে কোন সম্পর্কটি সঠিক?
(ক) γ = 3α = 2β
(খ) 6α = 2β = 3γ
(গ) 6α = 3β = 2γ
(ঘ) 6γ = 3β = 2α

১২। নিচের কোন সম্পর্কটি সঠিক?
(ক) 3α = 2β = γ
(খ) 3α = (2/3) β = 2γ
(গ) 2α = β = (2/3) γ
(ঘ) 6α = 2β = 2γ

১৩। ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 33 × 10-6K-1 হলে এর ক্ষেত্রপ্রসারণ সহগ কত?
(ক) 44 × 10-1K-1
(খ) 33 × 10-4K-1
(গ) 22 × 10-6K-1
(ঘ) 11 × 10-2K-1

১৪। ইস্পাতের আয়ল প্রসারণ সহগ 33 × 10-6K-1 হলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে?
(ক) 11 × 10-6K-1
(খ) 11 × 10-2K-1
(গ) 22 × 10-6K-1
(ঘ) 22 × 10-2K-1

১৫। নিচের কোন সম্পর্কটি দ্বারা ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ থেকে ক্ষেত্রপ্রসারণ সহগের মান পাওয়া যায়?
(ক) α = 2β
(খ) γ = 3α
(গ) β = 2α
(ঘ) β = 3α

১৬। কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়—
i. দৈর্ঘ্য প্রসারণ সহগ
ii. ক্ষেত্র প্রসারণ সহগ
iii. আয়তন প্রসারণ সহগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৭। 1 m দৈর্ঘ্যের কোনো ইস্পাতের একটি দন্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ঐ দন্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়—
i. 0.000011 m
ii. 0.00011 m
iii. 0.0011 cm
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
একটি ইস্পাত তারের দৈর্ঘ্য 100 m এবং তাপমাত্রা 20°C। তারটির তাপমাত্রা 50°C হলে এর দৈর্ঘ্য 100.033 m হয়।

১৮। ইস্পাতে কী ধরনের প্রসারণ বিবেচনা করা হয়েছে?
(ক) দৈর্ঘ্য
(খ) ক্ষেত্র
(গ) আয়তন
(ঘ) দৈর্ঘ্য ও ক্ষেত্র

১৯। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ α -এর মান কত K-1?
(ক) 6 × 10-11
(খ) 1l × 10-6
(গ) 10 × 10-6
(ঘ) 7 × 10-10

২০। যে তাপ পদার্থের তাপমাত্রার বৃদ্ধি না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
(ক) সুপ্ততাপ
(খ) গলনাংক
(গ) ফুটনাংক
(ঘ) হিমাংক

২১। তাপ ধারন ক্ষমতা বস্তুর কোনটির ওপর নির্ভর করে?
(ক) উপাদান
(খ) অবস্থা
(গ) ঘনত্ব
(ঘ) আয়তন

২২। নিচের কোনটি সীসার আপেক্ষিক তাপ?
(ক) 400 Jkg-1K-1
(খ) 700 Jkg-1K-1
(গ) 2400 Jkg-1K-1
(ঘ) 130 Jkg-1K-1

২৩। আপেক্ষিক তাপ কী?
(ক) বস্তুর বৈশিষ্ট্য
(খ) বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
(গ) তাপমাত্রার বৈশিষ্ট্য
(ঘ) আয়তনের বৈশিষ্ট্য

২৪। জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ কত?
(ক) 2000 Jkg-1K-1
(খ) 1040 Jkg-1K-1
(গ) 1000 Jkg-1K-1
(ঘ) 950 Jkg-1K-1

২৫। 1kg পানির তাপমাত্রা 1K কমালে যে পরিমাণ তাপ নির্গত হয় তা দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা 1K বৃদ্ধিকরা যাবে?
(ক) 0.1 kg
(খ) 0.5 kg
(গ) 2 kg
(ঘ) 10 kg

২৬। 2kg পানিকে 1°C গরম করতে কত জুল তাপের প্রয়োজন হয়?
(ক) 2100
(খ) 4200
(গ) 6300
(ঘ) 8400

২৭। 4kg ভরের কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 2000 JK-1 হলে বস্তুটির আপেক্ষিক তাপ কত?
(ক) 8000 Jkg-1K-1
(খ) 500 Jkg-1K-1
(গ) 2000 Jkg-1K-1
(ঘ) 5000 Jkg-1K-1

২৮। ক্যালরিমিতির মূলনীতি নির্দেশ করে—
i. গরম বস্তুর বর্জিত তাপ= ঠান্ডা বস্তুর গৃহীত তাপ
ii. শক্তির সংরক্ষণ সূত্র
iii. ভরবেগের সংরক্ষণ সূত্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

চিত্রের সাহায্যে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাওঃ

২৯। সম্পূর্ণ বরফ গলতে কতো মিনিট সময় লেগেছিল?
(ক) ২ মিনিট
(খ) ৪ মিনিট
(গ) ৬ মিনিট
(ঘ) ৮ মিনিট

৩০। গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট?
(ক) ৬
(খ) ৮
(গ) ১২
(ঘ) ১৮

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। (গ)১১। (গ)২১। (ক)
২। (ক)১২। (গ)২২। (ঘ)
৩। (খ)১৩। (গ)২৩। (খ)
৪। (গ)১৪। (ক)২৪। (ক)
৫। (ক)১৫। (গ)২৫। (গ)
৬। (ঘ)১৬। (ঘ)২৬। (ঘ)
৭। (ক)১৭। (খ)২৭। (খ)
৮। (ক)১৮। (ক)২৮। (ক)
৯। (ঘ)১৯। (খ)২৯। (গ)
১০। (খ)২০। (ক)৩০। (ক)
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ পদার্থবিজ্ঞান – বস্তুর উপর তাপের প্রভাব

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “৬ষ্ঠ অধ্যায় – বস্তুর উপর তাপের প্রভাব” বের করে আবার ভালো করে পড়ে নিবে।

ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে।

পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। “বস্তুর উপর তাপের প্রভাব” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞানরসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।

শেয়ার করে নিনঃ

Leave a Reply