প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় – বল থেকে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন এখানে যুক্ত করেছি এখানে আমরা। যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে কেন্দ্রবাংলায় প্রকাশিত হয়েছিলো নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান M.C.Q. : ভৌত রাশি এবং পরিমাপ। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।
পদার্থবিজ্ঞান M.C.Q. : ৩য় অধ্যায় – বল
এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূলবইয়ের “৩য় অধ্যায় – বল” ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও।

০১। বস্তু গতিশীল হয় কীসের কারণে?
(ক) বেগ
(খ) বল
(গ) দ্রুতি
(ঘ) ওজন
০২। বল প্রয়োগ না করলে সমবেগে চলতে থাকা বস্তু-
(ক) একসময় থেমে যাবে
(খ) বেগ ধীরে ধীরে বেড়ে যাবে
(গ) সমদ্রুতিতে সরলরেখায় চলতে থাকবে
(ঘ) ত্বরণ কমে যাবে
০৩। সমতল মেঝেতে একটি মারবেল গড়িয়ে দেওয়ার পর কিছুদূর গিয়ে সেটা থেমে গেল, এর কারণ কী?
(ক) ঘর্ষণ বল
(খ) বাতাসের বাঁধা
(গ) ক ও খ
(ঘ) কোনটিই নয়
০৪। ঘর্ষণ বল-
(ক) বস্তুতে প্রয়োগ করা বলের দিকে কাজ করে
(খ) বস্তুতে প্রয়োগ করা বলের বিপরীতে কাজ করে
(গ) বস্তুর তলদেশে কাজ করে
(ঘ) কোন কাজ করে না
০৫। জড়তা কী?
(ক) জড় বস্তুর অবস্থা
(খ) জড় বস্তুর গতিশীল অবস্থা
(গ) জড় বস্তুর স্থির অবস্থা
(ঘ) বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চাওয়ার প্রবণতা
০৬। জড়তার সাথে বস্তুর ভরের সম্পর্ক কী?
i. জড়তার পরিমাপই হচ্ছে ভর
ii. ভর বেশি হলে জড়তা বেশি হয়
iii. ভর কম হলে জড়তা বেশি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) i ও iii
০৭। বস্তুর জড়তা বেশি হলে তার ভরবেগ-
(ক) কম হয়
(খ) বেশি হয়
(গ) জড়তা ভরবেগের উপর কোন প্রভাব ফেলে না
(ঘ) ভরবেগ একই থাকে
০৮। বল-
i. বস্তুর গতিকে প্রভাবিত করে
ii. বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটায়
iii. বস্তুর ভরের পরিবর্তন ঘটায়
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
০৯। বলের সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে?
(ক) নিউটনের প্রথম সূত্র থেকে
(খ) নিউটনের দ্বিতীয় সূত্র থেকে
(গ) নিউটনের তৃতীয় সূত্র থেকে
(ঘ) গ্যালিলিও গতির সূত্র থেকে
১০। পারমাণবিক পর্যায় বিবেচনা করলে সব বলই-
(ক) স্পর্শক বল
(খ) অস্পর্শক বল
(গ) স্পর্শক এবং অস্পর্শক বল
(ঘ) কোনটিই নয়
১১। মৌলিক বল কয়টি?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
১২। নিচের কোনটি মৌলিক বল নয়?
(ক) তড়িৎচৌম্বক বল
(খ) আণবিক বল
(গ) সবল নিউক্লিয় বল
(ঘ) মহাকর্ষ বল
১৩। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কোন বলের প্রভাবে?
(ক) অভিকর্ষ বল
(খ) মহাকর্ষ বল
(গ) কেন্দ্রমুখী বল
(ঘ) তড়িৎচৌম্বক বল
১৪। তড়িৎচৌম্বক বলের বিশেষত্ব কোনটি?
i. এই বল আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই করতে পারে।
ii. মৌলিক বলগুলোর মধ্য এটা সবচেয়ে শক্তিশালী বল।
iii. মৌলিক বলগুলোর মধ্য এটা সবচেয়ে দুর্বল বল।
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) i ও iii
১৫। তড়িৎচৌম্বক মহাকর্ষ বলের অপেক্ষা কতোগুণ শক্তিশালী?
(ক) 1034 গুণ
(খ) 1036 গুণ
(গ) 1038 গুণ
(ঘ) 1040 গুণ
১৬। যে কোন দুরত্বে কাজ করতে পারে-
i. মহাকর্ষ বল
ii. সবল নিউক্লিয় বল
iii. তড়িৎচৌম্বকীয় বল
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) i ও iii
১৭। দূর্বল নিউক্লিয় বল কতো দূরত্বের মাঝে কাজ করতে পারে?
(ক) 10-18 m
(খ) 10-16 m
(গ) 10-14 m
(ঘ) 10-12 m
১৮। সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি?
(ক) তড়িৎচৌম্বক বল
(খ) মহাকর্ষ বল
(গ) আণবিক বল
(ঘ) সবল নিউক্লিয় বল
১৯। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা (𝛃) রশ্মি বের হওয়ার পিছনে দায়ী কোন বল?
(ক) সবল নিউক্লিয় বল
(খ) দুর্বল নিউক্লিউ বল
(গ) মহাকর্ষ বল
(ঘ) তড়িৎচৌম্বক বল
২০। সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে?
(ক) প্রোটন ও নিউট্রনের মাঝে
(খ) নিউট্রন ও ইলেক্ট্রনের মাঝে
(গ) নিউক্লিয়াস ও ইলেক্ট্রনের মাঝে
(ঘ) প্রোটন ও ইলেক্ট্রনের মাঝে
২১। সবল নিউক্লিয় বলের উদাহরণ-
i. নিউক্লিয়ার বিস্ফোরণ
ii. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
Iii. সূর্য
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২২। একটি বস্তু সুতার সাহায্যে ভূপৃষ্ঠ থেকে কিছুটা উঁচুতে স্থির ভাবে ঝোলানো আছে। এক্ষেত্রে বস্তুরটির উপরে কয়টি বল কাজ করছে?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
২৩। লব্ধি বল কী?
(ক) কোন বস্তুর উপর প্রয়োগকৃত বিভিন্ন দিকের বলের মধ্যকার ভেক্টর যোগফল
(খ) কোন বস্তুর উপর প্রয়োগকৃত বিভিন্ন দিকের বলের মধ্যকার স্কেলার যোগফল
(গ) কোন বস্তুর উপর প্রয়োগকৃত বিভিন্ন দিকের বলের মধ্যকার গুনফল
(ঘ) কোন বস্তুর উপর প্রয়োগকৃত বিভিন্ন দিকের বলের মধ্যকার বিয়োগফল
২৪। ভরবেগ এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
(ক) ভরবেগ হচ্ছে বস্তুর ভর ও বেগের গুনফল
(খ) ভরবেগ স্কেলার রাশি
(গ) ভরবেগ ভেক্টর রাশি
(ঘ) বাইরে থেকে বল প্রয়োগ না করলে সংঘর্ষের পর মোট ভরবেগের কোন পরিবর্তন হয় না
২৫। ভরবেগের মাত্রা কোনটি?
(ক) MLT
(খ) MLT-1
(গ) MLT2
(ঘ) MLT-2
২৬। কোন বস্তুর ভর m এবং আদিবেগ u হলে ঐ বস্তুর গতিশক্তি-
(ক) 1/2mu
(খ) 1/2m2u
(গ) 1/mu2
(ঘ) 1/2m2u2
২৭। বেগ দ্বিগুণ হলে শক্তি কতোগুন বেড়ে যায়?
(ক) দ্বিগুণ
(খ) চারগুণ
(গ) আটগুণ
(ঘ) ষোলগুণ
২৮। নিউটনের সূত্রানুযায়ী, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার-
(ক) বস্তুর উপর প্রযুক্ত বলের সমান
(খ) বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক
(গ) বস্তুর উপর প্রযুক্ত বলের অর্ধেক
(ঘ) বস্তুর উপর প্রযুক্ত বলের ব্যস্তানুপাতিক
২৯। ভরবেগের পরিবর্তন কোনদিকে ঘটে?
(ক) বল প্রয়োগের দিকে
(খ) বল প্রয়োগের বিপরীত দিকে
(গ) ভরবেগের কোন পরিবর্তন ঘটে না
(ঘ) কোনটিই নয়
৩০। নিউটনের দ্বিতীয় সূত্রের মাঝে কোন রাশিটি অনুপস্থিত?
(ক) বল
(খ) ত্বরণ
(গ) তাপমাত্রা
(ঘ) সময়
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। গ | ২১। ঘ |
২। গ | ১২। খ | ২২। খ |
৩। গ | ১৩। খ | ২৩। ক |
৪। খ | ১৪। ক | ২৪। খ |
৫। ঘ | ১৫। খ | ২৫। খ |
৬। গ | ১৬। ঘ | ২৬। গ |
৭। খ | ১৭। ক | ২৭। খ |
৮। খ | ১৮। ঘ | ২৮। খ |
৯। ক | ১৯। খ | ২৯। ক |
১০। খ | ২০। ক | ৩০। গ |
যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “৩য় অধ্যায় – বল” বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্। “বল” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।
Pingback: পদার্থবিজ্ঞান MCQ | ৪র্থ অধ্যায় – কাজ, ক্ষমতা, শক্তি | নবম-দশম | SSC - কেন্দ্রবাংলা