প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় “ভৌত রাশি এবং পরিমাপ” থেকে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন এখানে যুক্ত করেছি এখানে আমরা। যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে।

পদার্থবিজ্ঞান M.C.Q. : ভৌত রাশি এবং পরিমাপ

ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারো।

ভৌত রাশি এবং পরিমাপ

১। বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা কোনটি?
(ক) পদার্থ বিজ্ঞান
(খ) রসায়ন বিজ্ঞান
(গ) জ্যোর্তিপদার্থ বিজ্ঞান
(ঘ) জীববিজ্ঞান

২। পদার্থবিজ্ঞানকে মূলত কয়টা অংশে ভাগ করা যায়?
(ক) ৫ ভাগে
(খ) ৪ ভাগে
(গ) ৩ ভাগে
(ঘ) ২ ভাগে

৩। পারমানবিক তত্ত্ব দেন-
(ক) থমসন
(খ) ডাল্টন
(গ) রাদারফোর্ড
(ঘ) নিলস বোর

৪। E=mc2 দ্বারা-
(ক) আলোর বেগ পরিমাপ করা সম্ভব
(খ) কোন বস্তুর ভর পরিমাপ করা সম্ভব
(গ) বস্তুর ভরকে শক্তিতে রুপান্তরিত করা সম্ভব
(ঘ) সবগুলোই সঠিক

৫। বিগ ব্যাং এর পর থেকে মহাবিশ্ব-
(ক) একই অবস্থায় আছে
(খ) কিছু প্রসারিত হচ্ছে, কিছু সংকুচিত হচ্ছে
(গ) ক্রমাগত প্রসারিত হচ্ছে
(ঘ) ক্রমাগত সংকুচিত হচ্ছে

৬। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কী?
(ক) নতুন যন্ত্রপাতি বানানো
(খ) নতুন গ্রহে বসতি স্থাপন করা
(গ) বিশ্ববহ্মান্ডের রহস্য উন্মোচন করা
(ঘ) বিশ্বব্রহ্মান্ডকে নিয়ন্ত্রণ করা

৭। কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান (Solid State Physics)-এ কাজ করা হয়,
(ক) বস্তুর ধাতব ধর্ম নিয়ে
(খ) তড়িৎ নিয়ে
(গ) সকল ধরণের বস্তু নিয়ে
(ঘ) অর্ধপরিবাহী নিয়ে

৮। এসআই এককে ভৌত রাশি কয়টি?
(ক) ৬টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি

৯। পদার্থের পরিমাণের একক কোনটি?
(ক) গ্রাম (g)
(খ) নিউটন (N)
(গ) মোল (mole)
(ঘ) পাউন্ড (lb)

১০। নিচের কোনটি মৌলিক রাশি?
(ক) তড়িৎ পরিবাহিতা
(খ) তড়িৎ প্রবাহ
(গ) রোধ
(ঘ) তড়িৎচ্চালক শক্তি

১১। সূর্যের ভর কতো?
(ক) 2 x 1041 kg
(খ) 2 x 1030 kg
(গ) 2 x 1044 kg
(ঘ) 2 x 1035 g

১২। পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক কতো?
(ক) 6 x 106 m
(খ) 6 x 108 m
(গ) 6 x 103 km
(ঘ) ক ও গ

১৩। ফেমটো এককের গুণিতক বা উপসর্গ
(ক) 10-20
(খ) 10-12
(গ) 10-15
(ঘ) 10-18

১৪। মাত্রা কী?
(ক) একটি রাশিতে মৌলিক রাশিগুলো যে সূচকে থাকে
(খ) একটি রাশির পরিমাপ
(গ) একটি রাশির একক
(ঘ) মৌলিক রাশির সংকেত

১৫। ত্বরণের মাত্রা কোনটি
(ক) LT
(খ) LT-1
(গ) LT-2
(ঘ) LT2

১৬। এককের সংকেত লেখার সময়-
i. লব্ধ এককের বেলায় দুই এককের মাঝে কোন ফাঁকা রাখতে হয় না।
ii. কিলো থেকে সব বড় উপসর্গ বড় হাতের লিখতে হয়।
iii. এককের সংকেত গুলো বহুবচনে হবে না।
নিচের কোনটি সঠিক?
(ক) iii
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৭। মিটার স্কেলের দৈর্ঘ্য কতোখানি?
(ক) ১০০ সেন্টিমিটার
(খ) ১০০ মিলিমিটার
(গ) ১০০ ডেসিমিটার
(ঘ) ০.০১ কিলোমিটার

১৮। ১ ইঞ্চি সমান কতো সেন্টিমিটার?
(ক) ২.৫৬ সেন্টিমিটার
(খ) ২.৫৪ সেন্টিমিটার
(গ) ৩.৫৬ সেন্টিমিটার
(ঘ) ৩.৫৪ সেন্টিমিটার

১৯। ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়,
i. অত্যান্ত সুক্ষ্ম কাজে
ii. সেন্টিমিটারের ভগ্নাংশ মাপার কাজে
iii. মিলিটারের ভগ্নাংশ মাপার কাজে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

২০। ভার্নিয়ার ধ্রুবক কী?
(ক) ভার্নিয়ার স্কেলের একটি ভাগ এবং মূল স্কেলের একটি ভাগে মধ্যকার পার্থক্য
(খ) ভার্নিয়ার স্কেলের ও মূল স্কেলের দৈর্ঘ্যের অনুপাত
(গ) ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য
(ঘ) ভার্নিয়ার স্কের ঘর সংখ্যা

২১। কোনটি দিয়ে সহজে নিখুঁতভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায়?
(ক) ভার্নিয়ার স্কেল
(খ) স্লাইড ক্যালিপার্স
(গ) ডিজিটাল স্লাইড ক্যালিপার্স
(ঘ) স্ক্রু গজ

২২। গাণিতিক সূত্র প্রমাণ করার বৈজ্ঞানিক ধার সূচনা করেন?
(ক) পিথাগোরাস
(খ) কোপার্নিকাস
(গ) গ্যালিলিও
(ঘ) নিউটন

২৩। তাপ গতিবিদ্যার দুইটি গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেন?
(ক) ম্যাক্সওয়েল
(খ) আইনস্টাইন
(গ) অরস্টেড
(ঘ) লর্ড কেলভিন

২৪। প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন-
(ক) আরিস্তাকাস
(খ) থেলিস
(গ) এরিস্টোটল
(ঘ) কোপার্নিকাস

২৫। ওমর খৈয়াম একাধারে ছিলেন-
(ক) দার্শনিক, গণিতবিদ, কবি ও চিকিৎসাবিদ
(খ) দার্শনিক, জ্যোর্তিবিদ, কবি ও গণিতবিদ
(গ) দার্শনিক, গণিতবিদ, কবি ও পদার্থবিদ
(ঘ) দার্শনিক, কবি, ধর্মপ্রচারক ও গণিতবিদ

২৬। অষ্টাদশ শতাব্দীর আগে তাপকে বিবেচনা করা হতো-
(ক) ভরহীন এক ধরণের তরল হিসেবে
(খ) ভরযুক্ত এক ধরণের তরল হিসেবে
(গ) ভরহীন এক ধরণের বায়বীয় পদার্থ হিসেবে
(ঘ) ভরযুক্র এক ধরণের বায়বীয় পদার্থ হিসেবে

২৭। জ্যামিতি ছাড়াও পিথাগোরাসের মৌলিক কাজ ছিলো-
(ক) পৃথিবী মানচিত্র নিয়ে
(খ) কম্পমান তার নিয়ে
(গ) আলোর বেগ নিয়ে
(ঘ) পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে

২৮। ইউরোপে নতুন করে পদার্থবিজ্ঞানের বিপ্লব শুরু হয়-
(ক) দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে
(খ) উনবিংশ-বিংশ শতাব্দীতে
(গ) ষোড়শ এবং সপ্তাদশ শতাব্দীতে
(ঘ) সপ্তাদশ-অষ্টাদশ শতাব্দীতে।

২৯। পরাণুর নিউক্লিয়াসে-
i. প্রোটন থাকে
ii. নিউট্রন থাকে
iii. পজেটিভ চার্জ থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৩০। প্লাংকের ধ্রুবকে কী দ্বারা প্রকাশ করা হয়?
(ক) c
(খ) k
(গ) h
(ঘ) g

সঠিক উত্তরঃ

১। (ক)২। (ঘ)৩। (খ)৪। (ঘ)৫। (গ)
৬। (গ)৭। (ঘ)৮। (খ)৯। (গ)১০। (খ)
১১। (খ)১২। (ঘ)১৩। (গ)১৪। (ক)১৫। (গ)
১৬। (গ)১৭। (ক)১৮। (খ)১৯। (গ)২০। (ক)
২১। (গ)২২। (খ)২৩। (ঘ)২৪। (ক)২৫। (খ)
২৬। (ক)২৭। (খ)২৮। (গ)২৯। (ঘ)৩০। (গ)
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ পদার্থবিজ্ঞান – ভৌত রাশি এবং পরিমাপ

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “ভৌত রাশি ও পরিমাপ” অধ্যায়টি বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। “ভৌত রাশি ও পরিমাপ” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved