নিম্নোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় গাজী আজমল ও গাজী আসমত স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বই এর দ্বিতীয় অধ্যায় – প্রাণীর পরিচিতি এর আলোকে তৈরি করা হয়েছে। যেগুলো মাধ্যমে, একজন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী খুব সহজেই নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবেন।
প্রাণিবিজ্ঞান M.C.Q. : প্রাণীর পরিচিতি (২য় পর্ব – ঘাসফড়িং)
দক্ষতা যাচাইয়ের পূর্বে একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় “প্রাণীর পরিচিতি” ভালো করে পড়ে নিবেন। এরপর ৩০ মিনিট সময় নিয়ে ৪০ টি এমসিকিউ এর উত্তর খাতায় লিখবেন। প্রশ্নগুলোর শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে। তাই, সঠিক উত্তরগুলো মিলিয়ে নিয়ে খুব সহজেই মার্কিং করতে পারবেন। সবশেষে মোট কতো নাম্বার পেলেন তা আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। প্রতিটি প্রশ্নের মান ১ নাম্বার।

১। ঘাসফড়িং কোন Sub-class এর অন্তর্ভুক্ত?
(ক) Arthropoda
(খ) Pterygota
(গ) Insecta
(ঘ) Orthoptera
২। পরিযায়ী ঘাসফড়িং দৈনিক প্রায় কী পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে?
(ক) ২০ কিলোমিটার
(খ) ১৮ কিলোমিটার
(গ) ১৫ কিলোমিটার
(ঘ) ১২ কিলোমিটার
৩। ঘাসফড়িং-এ কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়?
(ক) অরীয়
(খ) দ্বিপার্শীয়
(গ) দ্বিঅরীয়
(ঘ) অপ্রতিসাম্য
৪। ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালের নাম-
i. হেড ক্যাপসুল
ii. এপিক্রেনিয়াম
iii. প্রোথোরাক্স
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৫। ঘাসফড়িং এর কতটি সরলাক্ষি থাকে?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) একটিও নয়
৬। নিচের কোনটি ঘাসফড়িং এর মুখোপাঙ্গের অংশ নয়?
(ক) ল্যাব্রাম
(খ) ম্যাক্সিলা
(গ) হাইপোফ্যারিক্স
(ঘ) ক্লাইপিয়াস
৭। ঘাসফড়িং এর ম্যাক্সিলার কোন অংশটি নখের মত?
(ক) স্টাইপস
(খ) গ্যালিয়া
(গ) ল্যাসিনিয়া
(ঘ) কার্ডো
৮। ঘাসফড়িং এর বক্ষাঞ্চলের পৃষ্ঠীয় দেশে কোনটি থাকে?
(ক) নেটাম
(খ) স্টার্নাম
(গ) টার্গাম
(ঘ) প্লিউরন
৯। ঘাসফড়িং এর সামনের ডানা দুটিকে বলা হয়-
i. ডানার আবরণ
ii. এলিট্রা
iii. টেগমিনা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১০। ঘাসফড়িং এর স্টোমোডিয়াম ভ্রূণীয় কোন স্তর থেকে উৎপত্তি লাভ করে?
(ক) এক্টোডার্ম
(খ) এন্ডোডার্ম
(গ) মেসোডার্ম
(ঘ) গ্যাস্ট্রোডার্ম
১১। ঘাসফড়িং এর মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর কোনটি দ্বারা আবৃত থাকে?
(ক) কিউটিন
(খ) কিউটিকল
(গ) পেরিট্রপিক পর্দা
(ঘ) সিবেরিয়াম
১২। কোনটি ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি?
(ক) লালাগ্রন্থি
(খ) হেপাটিক সিকা
(গ) মেসেন্টেরন
(ঘ) গিজার্ড
১৩। ঘাসফড়িং এর রক্তসংবহনতন্ত্র কোন ধরনের?
(ক) বদ্ধ
(খ) অর্ধমুক্ত
(গ) মুক্ত
(ঘ) কোনটিই নয়
১৪। নিচের কোন সাইনাসে ঘাসফড়িং এর স্নায়ুরজ্জু অবস্থান করে?
(ক) পেরিভিসেরাল সাইনাস
(খ) পেরিটোনিয়াল সাইনাস
(গ) পেরিকার্ডিয়াল সাইনাস
(ঘ) পেরিনিউরাল সাইনাস
১৫। কোনটি না থাকার কারণে ঘাসফড়িং এর রক্ত বর্ণহীন?
(ক) হিমোলিম্ফ
(খ) হিমোসাইট
(গ) হিমোগ্লোবিন
(ঘ) হিমোসিল
১৬। ঘাসফড়িং এর হৃদযন্ত্রটি কয়টি প্রকোষ্ঠে বিভক্ত?
(ক) ৩ টি
(খ) ৫ টি
(গ) ৭ টি
(ঘ) ১০ টি
১৭। ঘাসফড়িং এর রক্তে কোন ধরনের হিমোসাইট এর শতকরা পরিমাণ বেশি থাকে?
(ক) প্রোহিমোসাইট
(খ) ট্রানজিশনাল হিমোসাইট
(গ) বৃহৎ হিমোসাইট
(ঘ) কোনটিই নয়
১৮। ঘাসফড়িং এর দেহে মোট কতটি শ্বাসরন্ধ্র আছে?
(ক) ৮ টি
(খ) ১০ টি
(গ) ১৬ টি
(ঘ) ২০ টি
১৯। ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ কোনটি?
(ক) ইউরেটার
(খ) মালপিজিয়ান নালিকা
(গ) নেফ্রিডিয়া
(ঘ) শিখা কোষ
২০। নিচের কোনটি ঘাসফড়িং এর গন্ধ সংবেদী অঙ্গ?
(ক) প্লান্টুলি প্যাড
(খ) ম্যাক্সিলারি পাল্প
(গ) অ্যান্টেনার রোম
(ঘ) বিভিন্ন অঙ্গের ব্রিসল
২১। উজ্জ্বল আলোতে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষিতে কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করে?
(ক) মোজাইক প্রতিবিম্ব
(খ) সুপারপজিশন প্রতিবিম্ব
(গ) অ্যাপোজিশন প্রতিবিম্ব
(ঘ) ক+গ উভয়ই
২২। নিচের কোনটি ঘাসফড়িং এর স্ত্রীজননতন্ত্রের অংশ নয়?
(ক) ডিম্বাশয়
(খ) ডিম্বনালী
(গ) সেমিনাল ভেসিকল
(ঘ) সেমিনাল রিসেপ্টেকল
২৩। অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়-
i. ঘাসফড়িং এ
ii. প্রজাপতিতে
iii. তেলাপোকাতে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৪। সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় প্রাণীকে কী বলা হয়?
(ক) নিম্ফ
(খ) লার্ভা
(গ) ইমিগো
(ঘ) পিউপা
২৫। ঘাসফড়িং এর দুইবার খোলস মোচনের মধ্যবর্তী দশাকে কী বলা হয়?
(ক) মোল্টিং
(খ) ইন্টারফেজ
(গ) ইনস্টার
(ঘ) ডায়াপজ
২৬। পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর-
i. দেহবর্ণ বাদামী রঙের
ii. জননাঙ্গ পরিণত থাকে
iii. মোল্টিং ঘটে না
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৭। ঘাসফড়িং এর মুখোপাঙ্গ কোন ধরনের?
(ক) চর্বন-উপযোগী
(খ) ম্যান্ডিবুলেট
(গ) ম্যাক্সিবুলেট
(ঘ) ক+খ
২৮। নিচের কোনটি ঘাসফড়িং এর পা এর অংশ নয়?
(ক) টিবিয়া
(খ) ফিবুলা
(গ) ট্রকান্টার
(ঘ) কক্সা
২৯। ঘাসফড়িং এর মধ্যবক্ষীয় ডানা দুটি-
i. বেশ শক্ত
ii. ছোট ও সরু
iii. উড়তে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩০। ঘাসফড়িং এর ১ম উদরীয় খন্ডকটিতে কোনটি থাকে?
(ক) স্টার্নাম
(খ) প্লিউরন
(গ) টার্গাম
(ঘ) কোনটিই নয়
৩১। স্ত্রী ঘাসফড়িং এর-
i. দেহ অপেক্ষাকৃত লম্বা
ii. দশম খন্ডে অ্যানাল সারকি থাকে
iii. ওভিপজিটর নেই
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i, ii
(গ) i, iii
(ঘ) i, ii, iii
৩২। নিচের কোনটি ঘাসফড়িং এর স্টোমোডিয়াম এর অংশ নয়?
(ক) মুখছিদ্র
(খ) গ্রাসনালি
(গ) ইলিয়াম
(ঘ) প্রোভেন্টিকুলাস
৩৩। ঘাসফড়িং এর লালারসে শর্করা বিশ্লেষী কোন এনজাইমটি থাকে না?
(ক) অ্যামাইলেজ
(খ) মলটেজ
(গ) সেলুলেজ
(ঘ) কাইটিনেজ
৩৪। ঘাসফড়িং এর হৃৎযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে কত বার?
(ক) ৮০ থেকে ১০০ বার
(খ) ৯০ থেকে ১২০ বার
(গ) ১০০ থেকে ১৫০ বার
(ঘ) ১০০ থেকে ১১০ বার
৩৫। Arnold এর মত অনুযায়ী, নিচের কোনটি হিমোসাইটের প্রকারভেদ নয়?
(ক) প্লাজমাটোসাইট
(খ) ট্রানজিশনাল হিমোসাইট
(গ) স্ফেরিওল কোষ
(ঘ) গ্রানুলোসাইট
৩৬। পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে কোন অানুষঙ্গিক রেচন অঙ্গটি অবস্থান করে?
(ক) নেফ্রোসাইট
(খ) ইউরেট কোষ
(গ) ইউরিকোজ গ্রন্থি
(ঘ) মালপিজিয়ান নালিকা
৩৭। স্ত্রী ঘাসফড়িং এর কত তম উদরীয় খন্ডে যোনি অবস্থান করে?
(ক) তৃতীয়
(খ) পঞ্চম
(গ) সপ্তম
(ঘ) দশম
৩৮। ঘাসফড়িং এর নিম্ফ দশায় কোনটি থেকে জুভেনাইল হরমোন নিঃসরণ হয়?
(ক) করপোরা কার্ডিয়াকা
(খ) করপোরা অ্যালাটা
(গ) করপোরা সেরিব্রাল
(ঘ) প্রোথোরাসিক গ্রন্থি
৩৯। ঘাসফড়িং এর রূপান্তর-
i. সম্পূর্ণ
ii. অসম্পূর্ণ
iii. হেমিমেটাবোলাস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৪০। ঘাসফড়িং এর সমগ্রদেহে একবার রক্তপ্রবাহ সম্পন্ন হতে কী পরিমাণ সময় লাগে?
(ক) ১৫ থেকে ২০ মিনিট
(খ) ৩০ থেকে ৪৫ মিনিট
(গ) ৩০ থেকে ৬০ মিনিট
(ঘ) ৬০ থেকে ৯০ মিনিট
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। গ | ২১। ঘ | ৩১। ক |
২। গ | ১২। ক | ২২। গ | ৩২। গ |
৩। খ | ১৩। গ | ২৩। খ | ৩৩। খ |
৪। ক | ১৪। ঘ | ২৪। খ | ৩৪। ঘ |
৫। খ | ১৫। গ | ২৫। গ | ৩৫। খ |
৬। ঘ | ১৬। গ | ২৬। গ | ৩৬। গ |
৭। গ | ১৭। খ | ২৭। ঘ | ৩৭। গ |
৮। গ | ১৮। ঘ | ২৮। খ | ৩৮। খ |
৯। ঘ | ১৯। খ | ২৯। ক | ৩৯। গ |
১০। ক | ২০। গ | ৩০। গ | ৪০। গ |
যাচাই শেষে মার্কস কম পেলে অর্থাৎ উত্তর ভুল হলে একদম দুশ্চিন্তার কিছু নেই। একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইটির দ্বিতীয় অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। এতে করে মূল পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। একাদশ-দ্বাদশ শ্রেণি আরও অন্যান্য এমসিকিউ দেখে নিতে পারেন এখান থেকে। আপনার যে কোন মূল্যবান মতামত বা পরামর্শ এবং প্রাপ্ত নাম্বার আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
Thanks
আপনাকেও স্বাগতম। সাথেই থাকবেন।