একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন এর আরও একটি পর্বে সবাইকে স্বাগতম! গতো দুই পর্বের ধারাবাহিকতায় আজ প্রকাশিত হচ্ছে প্রথম অধ্যায় (প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস)-এর আরও ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্নগুলো তৈরী করা হয়েছে শ্রদ্ধেয় গাজী আজমল ও গাজী আসমত স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বই এর আলোকে।

একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন

এখানে দেওয়া প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে, একজন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী খুব সহজেই নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবেন। দক্ষতা যাচাইয়ের পূর্বে প্রাণিবিজ্ঞান (গাজী আজমল ও গাজী আসমত) বইয়ের প্রথম অধ্যায়টি অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। এরপর ৪০ মিনিট সময় নিয়ে ৫০ টি এমসিকিউ এর উত্তর খাতায় লিখবেন। সবশেষে এই পর্বের প্রাণিবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন গুলোর সঠিক উত্তর দেওয়া হয়েছে। তাই, উত্তর মিলিয়ে নিয়ে খুব সহজেই বুঝতে পারবেন কতোগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। মার্কিং শেষে মোট কতো নাম্বার পেলেন তা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। এখানে দেওয়া প্রতিটি প্রশ্নের মান ১ নাম্বার।

প্রাণিবিজ্ঞান, প্রথম অধ্যায় - বহুনির্বাচনী প্রশ্ন (৩য় পর্ব)

১। সাধারণত যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি সেই অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্যের-
ক) হটস্পট
খ) অভয়ারণ্য
গ) সমারহ
ঘ) আধিক্য

২। কর্ডাটা পর্বের প্রাণিতে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়?
ক) অরীয়
খ) দ্বিপার্শীয়
গ) সর্পিল
ঘ) দ্বিঅরীয়

৩। অঞ্চলায়ন বিশিষ্ট প্রাণীর দেহের প্রতিটি অঞ্চলকে বলা হয়-
ক) সেগমেন্ট
খ) মেটামিয়ার
গ) সোমাইট
ঘ) ট্যাগমাটা

৪। প্রকৃত সিলোম কয় ধরনের হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৫। একাইনোডার্মাটা পর্বের প্রাণিতে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়?
ক) অরীয়
খ) দ্বিঅরীয়
গ) পঞ্চঅরীয়
ঘ) দ্বিপার্শীয়

৬। কন্টকত্বক প্রাণিদের পর্বের নামকরণ করেছেন-
ক) Von siebold
খ) Jacob Klein
গ) Lamarck
ঘ) Gogenbaur

৭। কর্ডেটদের রক্ত সংবহনতন্ত্র কোন ধরনের?
ক) মুক্ত
খ) বদ্ধ
গ) অর্ধমুক্ত
ঘ) কোনটিই নয়

৮।পৌষ্টিকনালির উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণিদের কয় ভাগে বিভক্ত করা যায়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৯। প্রোটো বা আদি কর্ডেট হল-
(i) ইউরোকর্ডাটা
(ii) সেফালোকর্ডাটা
(iii) ভার্টেব্রাটা
ক) i খ) iii
গ) i, ii ঘ) i, iii

১০। থ্যালিয়েসিয়া শ্রেণিভুক্ত সদস্যদের আকৃতি কীরূপ হয়?
ক) স্ফীতকার
খ) নলাকার
গ) লেবু আকৃতির
ঘ) ব্যাঙাচি আকৃতির

১১। পৃথিবীতে এখন পর্যন্ত কত প্রজাতির সেফালোকর্ডেট শনাক্ত করা হয়েছে?
ক) ৩,০০০
খ) ৩৩
গ) ৭০
ঘ) ১,০০০

১২। ননকর্ডেটদের দেহে কোনটি থাকে?
ক) নটোকর্ড
খ) ফুলকারন্ধ্র
গ) লেজ
ঘ) স্নায়ুতন্ত্র

১৩। ভার্টিব্রাটা উপপর্বের অপর নাম হল-
ক) ক্রেনিয়াল
খ) ক্রেনিয়াম
গ) ক্রেনিয়াটা
ঘ) ক্রেনিয়েন

১৪। মিক্সিনি শ্রেণিভুক্ত মাছগুলো কী নামে পরিচিত?
ক) হ্যাগফিশ
খ) ল্যামপ্রে
গ) অস্থিময় মাছ
ঘ) তরুণাস্থিময় মাছ

১৫। ল্যামপ্রে মাছগুলোর লার্ভা দশার নাম-
ক) প্লাুনলা
খ) প্যারেনকাইমুলা
গ) অ্যামোসিট
ঘ) লার্ভা দশা নেই

১৬। গ্রিক ‘Gnathos’ শব্দটির অর্থ-
ক) মাথা
খ) চোয়াল
গ) গলবিল
ঘ) লেজ

১৭। কন্ড্রিকথিসদের দেহ কোন ধরনের আঁইশে আবৃত থাকে?
ক) সাইক্লয়েড
খ) প্ল্যাকয়েড
গ) টিনয়েড
ঘ) গ্যানয়েড

১৮। তরুণাস্থিময় মাছের শ্রেণি হল-
ক) অ্যাকটিনোপটেরিজি
খ) সার্কোপটেরিজি
গ) কন্ড্রিকথিস
ঘ) হ্যাগফিশ

১৯। সেফালোকর্ডেটদের দেহে-
(i) ওরাল হুড থাকে
(ii) ফুলকাগুলো অ্যাট্রিয়াম-এ উন্মুক্ত হয়
(iii) ওরাল সিরি থাকে
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২০। ভার্টিব্রেটদের গলবিলের উভয় পাশে কত জোড়া ফুলকারন্ধ্র থাকে?
ক) ৫-১৫
খ) ৫-১০
গ) ১০-১৫
ঘ) ৫-৭

২১। নিচের কোনটি হ্যাগফিশদের ক্ষেত্রে সত্য?
(i) দেখতে বাইন মাছের মত
(ii) পৃষ্ঠীয় পাখনাবিহীন
(iii) লার্ভা দশা আছে
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২২। সেফালোকর্ডেটদের দেহে মায়োটম পেশি কী আকারে সজ্জিত থাকে?
ক) ^
খ) v
গ) >
ঘ) <

২৩। কোন অধিশ্রেণিটি ভার্টিব্রেট উপপর্বের অন্তর্ভুক্ত?
ক) Chondrichthyes
খ) Cyclostomata
গ) Myxini
ঘ) Reptilia

২৪। ল্যামপ্রে কোন শ্রেণিভুক্ত মাছ?
ক) অ্যাকটিনোপটেরিজি
খ) সার্কোপটেরিজি
গ) মিক্সিনি
ঘ) পেট্রোমাইজনটিডা

২৫। কোন শ্রেণির মাছেদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের?
ক) কন্ড্রিকথিস
খ) অ্যাকটিনোপটেরিজি
গ) সার্কোপটেরিজি
ঘ) ল্যামপ্রে

২৬। কাদের হৃৎপিন্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট?
ক) অ্যাম্ফিবিয়া
খ) রেপটিলিয়া
গ) অ্যাভিস
ঘ) ম্যামালিয়া

২৭। সরিসৃপদের ক্ষেত্রে কোনটি সত্য?
(i) পায়ে ৫ টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে
(ii) হৃৎপিন্ড অসম্পূর্ণরূপে চার-প্রকোষ্ঠবিশিষ্ট
(iii) ফুসফুস হল একমাত্র শ্বসন অঙ্গ
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২৮। ম্যামালিয়ানদের কোনটি নিউক্লিয়াসবিহীন হয়ে থাকে?
ক) লোহিত রক্ত কণিকা
খ) শ্বেত রক্ত কণিকা
গ) নিউট্রোফিল
ঘ) মনোসাইট

২৯। নিম্নের কোনটির ক্ষেত্রে বহিঃনিষেক ঘটে?
ক) স্তন্যপায়ী
খ) সরিসৃপ
গ) উভচর
ঘ) পাখি

৩০। নিচের কোন শ্রেণির মাছেদের অন্তঃকঙ্কাল অস্থিময়?
(i) কন্ড্রিকথিস
(ii) অ্যাকটিনোপটেরিজি
(iii) সার্কোপটেরিজি
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩১। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছের শ্রেণি হল-
ক) মিক্সিনি
খ) কন্ড্রিকথিস
গ) অ্যাকটিনোপটেরিজি
ঘ) সার্কোপটেরিজি

৩২। জীবিত মাছের প্রায় ৯৬% কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক) হ্যাগফিশ
খ) ল্যামপ্রে
গ) অ্যাকটিনোপটেরিজি
ঘ) সার্কোপটেরিজি

৩৩। উভচর প্রাণিদের অগ্রপদে কতটি নখরবিহীন আঙ্গুল থাকে?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ২

৩৪। নিচের কোন প্রাণীটির হৃৎপিন্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট?
ক) কুমির
খ) ঘড়িয়াল
গ) কাছিম
ঘ) ব্যাঙ

৩৫। অ্যাভিসদের ক্ষেত্রে নিচের কোনটি সত্য?
(i) দেহ পালক-এ আবৃত
(ii) গ্রীবা ‘U’ আকৃতির
(iii) অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩৬। স্তন্যপায়ী প্রাণিদের দেহে তিনটি ক্ষুদ্রাস্থি থাকে-
ক) অন্তঃকর্ণে
খ) বহিঃকর্ণে
গ) মধ্যকর্ণে
ঘ) বহিঃকর্ণের পিনায়

৩৭। অমেরুদণ্ডী প্রাণিতে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়?
(i) অরীয়
(ii) দ্বিপার্শীয়
(iii) অপ্রতিসম
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩৮। সার্কোপটেরিজি শ্রেণির অন্তর্ভুক্ত মাছ হল-
ক) হ্যাগফিশ
খ) ল্যামপ্রে
গ) লাংফিশ
ঘ) রে ফিশ

৩৯। অ্যাকটিনোপটেরিজি শ্রেণির অন্তর্ভুক্ত মাছেদের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়
খ) পাখনা রশ্মিময়
গ) পাখনা পিন্ডাকার
ঘ) ফুলকারন্ধ্র ৫-৭ জোড়া

৪০। নিচের কোনটিতে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিন্ড দেখতে পাওয়া যায়?
ক) মৎস্য
খ) উভচর
গ) সরিসৃপ
ঘ) পাখি

৪১। উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী হল-
(i) সরিসৃপ
(ii) পাখি
(iii) স্তন্যপায়ী
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪২। সার্কোপটেরিজি শ্রেণির বৈশিষ্ট্য হল-
(i) দেহ গ্যানয়েড আঁইশে আবৃত
(ii) পটকা থাকে
(iii) লেজ ডাইফাইসার্কাল ধরনের
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪৩। সরিসৃপদের অক্ষিপল্লব-
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) থাকে না

৪৪। নিচের কোনটির দেহ ফুলদানি আকৃতির?
ক) Scypha gelatinosum
খ) Hydra viridis
গ) Fasciola hepatica
ঘ) Ascaris lumbricoides

৪৫। কেঁচোর কত তম দেহ খন্ডকে ক্লাইটেলাম অবস্থিত?
ক) ১২-১৪
খ) ১৪-১৬
গ) ১৬-১৮
ঘ) ১৪-১৮

৪৬। চিংড়ির দেহের অগ্রভাগে করাতের মত অংশটিকে কী বলা হয়?
ক) অ্যান্টেনা
খ) ক্লাইটেলাম
গ) রোস্ট্রাম
ঘ) পিনিয়াল সিটি

৪৭। আরশোলার দেহ কী দ্বারা আবৃত?
ক) কিউটিন
খ) সুবেরিন
গ) লিগনিন
ঘ) কিউটিকল

৪৮। ঝিনুকের কব্জা রেখা সংলগ্ন পৃষ্ঠ-পার্শ্বভাগে যে উঁচু অংশ রয়েছে তা হল-
ক) বৃদ্ধি রেখা
খ) আম্বো
গ) অপারকুলাম
ঘ) ম্যান্টল

৪৯। ডেভিল ফিশ এর বৈজ্ঞানিক নাম-
ক) Scoliodon laticaudus
খ) Hemidactylus brookii
গ) Octopus macropus
ঘ) Pila globosa

৫০। কেঁচোর কত তম দেহ খন্ডকে পুং জননরন্ধ্র থাকে?
ক) ১২
খ) ১৪
গ) ১৬
ঘ) ১৮

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। ক ; ২। খ ; ৩। ঘ ; ৪। ক ; ৫। গ ; ৬। খ ; ৭। খ ; ৮। ক; ৯। গ ; ১০। গ ; ১১। খ ; ১২। ঘ ; ১৩। গ ; ১৪। ক ; ১৫। গ; ১৬। খ ; ১৭। খ ; ১৮। গ ; ১৯। ঘ ; ২০। ক ; ২১। ক ; ২২। গ; ২৩। খ ; ২৪। ঘ ; ২৫। খ ; ২৬। ক ; ২৭। ঘ ; ২৮। ক ; ২৯। গ; ৩০। গ ; ৩১। ঘ ; ৩২। গ ; ৩৩। খ ; ৩৪। ক ; ৩৫। খ ; ৩৬। গ ৩৭। ঘ ; ৩৮। গ ; ৩৯। খ ; ৪০। ক ; ৪১। গ ; ৪২। ঘ ; ৪৩। খ ৪৪। ক ; ৪৫। খ ; ৪৬। গ ; ৪৭। ঘ ; ৪৮। খ ; ৪৯। গ ; ৫০। ঘ

যাচাই শেষে নাম্বার কম পেলে বা কিছু প্রশ্নের উত্তর ভুল হলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় একই ধরণের উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। এর আগে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রাণিবিজ্ঞান প্রথম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নগুলোর প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে ৫০টি করে মোট ১০০টি প্রশ্ন প্রকাশিত হয়েছে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved