রসায়ন বহুনির্বাচনী প্রশ্ন | ২য় অধ্যায় – পদার্থের অবস্থা (২য় পর্ব) | নবম-দশম | SSC

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম-দশম শ্রেণির রসায়ন বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের স্বাগতম। রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় “পদার্থের অবস্থা” থেকে খুবই যত্নের সাথে তৈরী করা আরও মানসম্পন্ন ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন আমরা এখানে যুক্ত করেছি। যেগুলো অনুশীলন করার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার দক্ষতা যাচাই করতে পারবে। পাশাপাশি তোমার স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবেও প্রশ্নগুলো দারুণভাবে কাজে আসবে ইনশাআল্লাহ্‌।

রসায়ন এমসিকিউ – পদার্থের অবস্থা (২য় পর্ব)

“পদার্থের অবস্থা” অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই রসায়নের মূল বইটি ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারো।

পদার্থের অবস্থা - ২

১। তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন কী পরিমাণে বৃদ্ধি পায়?
(ক) অনেক বেশি
(খ) সামান্য বেশি
(গ) খুবই কম
(ঘ) আয়তন বাড়ে না

২। তরল পদার্থের-
i. নির্দিষ্ট আকার আছে
ii. নির্দিষ্ট আয়তন আছে
iii. নির্দিষ্ট ভর নেই
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) i, ii
(গ) i, iii
(ঘ) ii, iii

৩। কোন ধরনের পদার্থ যে পাত্রে রাখা হয় সে পাত্রের পুরো আয়তন দখল করে?
(ক) কঠিন পদার্থ
(খ) গ্যাসীয় পদার্থ
(গ) তরল পদার্থ
(ঘ) উপরের সবগুলো

৪। কঠিন পদার্থে বেশি তাপ প্রয়োগ করলে-
i. পদার্থের কণাগুলো বেশি কাঁপতে থাকে
ii. কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি বেড়ে যায়
iii. পদার্থের কণাগুলো কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৫। কোন পদার্থ ছড়িয়ে পড়তে কম সময় লাগলে ঐ পদার্থের-
(ক) ব্যাপন হার বেশি
(খ) ব্যাপন হার কম
(গ) ব্যাপন হার স্থির
(ঘ) ব্যাপন হার সমানুপাতিক

৬। কোনটি প্রয়োগ করলে কঠিন পদার্থের ব্যাপন হার বৃদ্ধি পায়?
(ক) চাপ
(খ) তাপমাত্রা
(গ) তাপ
(ঘ) উপরের সবগুলো

৭। NH3 গ্যাসের আণবিক ভর কত?
(ক) ২৮
(খ) ১৭
(গ) ৪৪
(ঘ) ৩৬.৫

৮। সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কী বলে?
(ক) ব্যাপন
(খ) পাতন
(গ) নিঃসরণ
(ঘ) বাষ্পীভবন

৯। নিচের কোনটির ক্ষেত্রে চাপের প্রভাব আছে?
(ক) ব্যাপন
(খ) নিঃসরণ
(গ) উভয়ই
(ঘ) কোনটিই নয়

১০। ব্যাপন প্রক্রিয়াটি কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) তরল পদার্থ
(খ) কঠিন পদার্থ
(গ) বায়বীয় পদার্থ
(ঘ) উপরের সবগুলো

১১। হাইড্রোকার্বন কোন ধরনের যৌগ?
(ক) জৈব যৌগ
(খ) অজৈব যৌগ
(গ) উভয়ই
(ঘ) কোনটিই নয়

১২। বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?
(ক) কার্বন ডাই অক্সাইড
(খ) জলীয় বাষ্প
(গ) তাপ
(ঘ) উপরের সবগুলো

১৩। ঘনীভবন কোনটির বিপরীত প্রক্রিয়া?
(ক) পাতন
(খ) ব্যাপন
(গ) স্ফুটন
(ঘ) নিঃসরণ

১৪। ইউরিয়ার গলনাঙ্ক কত?
(ক) ১০০ ডিগ্রী সেলসিয়াস
(খ) ১১৯ ডিগ্রী সেলসিয়াস
(গ) ১৩৩ ডিগ্রী সেলসিয়াস
(ঘ) ১৮০ ডিগ্রী সেলসিয়াস

১৫। অবিশুদ্ধ পদার্থের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ পদার্থের থেকে-
(ক) বেশি হয়
(খ) কম হয়
(গ) একই হয়
(ঘ) অনেক কম হয়

১৬। কোন পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে না?
(ক) বিশুদ্ধ পদার্থ
(খ) কঠিন পদার্থ
(গ) মিশ্র পদার্থ
(ঘ) যৌগিক পদার্থ

১৭। কোনটির সময় তাপ দেওয়া হলেও তাপমাত্রার কোন পরিবর্তন হয় না?
(ক) গলন
(খ) স্ফুটন
(গ) উভয়ই
(ঘ) কোনটিই নয়

১৮। নিশাদলের সংকেত কোনটি?
(ক) NH3
(খ) AICI3
(গ) C10H16O
(ঘ) NH4CI

১৯। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ নয়?
(ক) আয়োডিন
(খ) কঠিন কার্বনডাইঅক্সাইড
(গ) ইউরিয়া
(ঘ) কর্পূর

২০। কঠিন ন্যাপথলিনকে তাপ দিলে কীসে পরিণত হবে?
(ক) তরল পদার্থে
(খ) গ্যাসীয় পদার্থে
(গ) মিশ্র পদার্থে
(ঘ) কোন পরিবর্তন হবে না

৩০। বাসাবাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহৃত হয়?
(ক) মিথেন
(খ) বিউটেন
(গ) অকটেন
(ঘ) ইথেন

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। গ৮। গ১৫। ক
২। ক৯। খ১৬। গ
৩। খ১০। ঘ১৭। গ
৪। খ১১। ক১৮। ঘ
৫। ক১২। ঘ১৯। গ
৬। গ১৩। গ২০। খ
৭। খ১৪। গ
রসায়ন বহুনির্বাচনী প্রশ্ন | ২য় অধ্যায় – পদার্থের অবস্থা (২য় পর্ব)

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং রসায়ন বইয়ের ২য় অধ্যায় অর্থাৎ “পদার্থের অবস্থা” অধ্যায়টি বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।

শেয়ার করে নিনঃ

Leave a Reply