প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় – বল। এখান থেকে মানসম্পন্ন আরও ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ অর্থাৎ বল এর ২য় পর্ব। যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা বল অধ্যায়ের উপর আরও ৩০টি এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।
পদার্থবিজ্ঞান MCQ : ৩য় অধ্যায় – বল
এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূলবইয়ের “৩য় অধ্যায় – বল” ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও।

০১। সবসময়ই প্রয়োগ করার বলের বিপরীতে কাজ করে?
(ক) মহাকর্ষ বল
(খ) ঘর্ষণ বল
(গ) আণবিক বল
(ঘ) যান্ত্রিক বল
০২। মহাকর্ষীয় ধ্রুবক G এর মান কোনটি?
(ক) 6.67 × 10-11 Nm-2kg2
(খ) 6.67 × 10-12 Nm2kg-2
(গ) 6.67 × 10-11 Nm2kg-2
(ঘ) 6.67 × 10-12 Nm-2kg2
০৩। দুইটি বস্তুর মধ্যকার দূরত্ব তিনগুণ হলে তাদের মধ্যকার আকর্ষণ বলের মান গুণ কমবে?
(ক) ৩ গুণ
(খ) ৬ গুন
(গ) ৯ গুন
(ঘ) ১২ গুন
০৪। দুইটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বলের মান বৃদ্ধি পাবে, যদি-
i. বস্তু দুইটির যে কোন একটির ভর বৃদ্ধি পায় এবং অন্যটির অপরিবর্তিত থাকে
ii. বস্তু দুইটির যে কোন একটির ভর কমে যায় এবং অন্যটির অপরিবর্তিত থাকে
iii. বস্তু দুইটির যে কোন একটির আয়তন কমে যায় এবং অন্যটির অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii ও iii
০৫। অভিকর্ষজ ত্বরণ g হচ্ছে,
(ক) পৃথিবীর জন্য মহাকর্ষীয় ধ্রুবক G এর একটি রূপ
(খ) পৃথিবী এবং অন্য কোন বস্তুর মধ্যকার আকর্ষণ বলের পরিমাণ
(গ) পৃথিবী এবং অন্য কোন বস্তুর মধ্যকার বিকর্ষণ বলের পরিমাণ
(ঘ) কোনটিই নয়
০৬। পৃথিবীর কেন্দ্রে g এর মান কতো?
(ক) 9.89 ms-2
(খ) 9.81 ms-2
(গ) 0 ms-2
(ঘ) 10 ms-2
০৭। কোন বস্তুর উপর g কাজ না করলে সেটার-
(ক) ভর থাকবে না
(খ) আয়তন থাকবে না
(গ) মাত্রা থাকবে না
(ঘ) ওজন থাকবে না
০৮। ভূ-পৃষ্ঠ থেকে 5000m উচ্চতায় g এর মান কতো? (পৃথিবীর ব্যাস 12000km এবং g = 9.8 ms-2)
(ক) 9.78 ms-2
(খ) 9.79 ms-2
(গ) 9.8 ms-2
(ঘ) 9.81 ms-2
০৯। স্প্রিং ব্যালেন্সের সাহায্য কী পরিমাপ করা যায়?
(ক) বস্তু ভর
(খ) বস্তুর ওজন
(গ) ক+খ
(ঘ) কোনটিই নয়
১০। নিউটনের তৃতীয় সুত্রের সাহায্য কী জানা যায়?
(ক) বলের পরিচয়
(খ) বলের পরিমাণ
(গ) জড়তার পরচিয়
(ঘ) বল প্রয়োগে বস্তুর প্রতিক্রিয়া
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। | ২১। |
২। গ | ১২। | ২২। |
৩। গ | ১৩। | ২৩। |
৪। ক | ১৪। | ২৪। |
৫। খ | ১৫। | ২৫। |
৬। গ | ১৬। | ২৬। |
৭। ঘ | ১৭। | ২৭। |
৮। ক | ১৮। | ২৮। |
৯। গ | ১৯। | ২৯। |
১০। ঘ | ২০। | ৩০। |
যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “৩য় অধ্যায় – বল” বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্। “বল” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।