নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ৯ম অধ্যায়, দৃঢ়তা প্রদান ও চলন। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের ১ম থেকে ৭ম অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায়ের এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, দৃঢ়তা প্রদান ও চলন (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শ্রেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবে।
জীববিজ্ঞান M.C.Q. – দৃঢ়তা প্রদান ও চলন (১ম পর্ব)
দৃঢ়তা প্রদান ও চলন (৯ম) অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

১। মোট কতটি অস্থি নিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল গঠিত হয়?
(ক) ১০৬ টি
(খ) ২৬০ টি
(গ) ২০৬ টি
(ঘ) ৩১২ টি
২। অস্থিতে শতকরা প্রায় কতভাগ পানি থাকে?
(ক) ১০-২০ ভাগ
(খ) ২০-৩০ ভাগ
(গ) ৪০-৫০ ভাগ
(ঘ) ৭০-৮০ ভাগ
৩। অস্থি বৃদ্ধির জন্য কোন ভিটামিন সমৃদ্ধ খাবারের প্রয়োজন?
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন ডি
(গ) ভিটামিন সি
(ঘ) ভিটামিন কে
৪। তরুণাস্থি কোন আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে?
(ক) পেরিটোনিয়াম
(খ) পেরিঅস্টিয়াম
(গ) পেরিকন্ড্রিয়াম
(ঘ) পেরিকার্ডিয়াম
৫। মেরুদন্ডের অস্থিসন্ধি কোন ধরনের অস্থিসন্ধির উদাহরণ?
(ক) পূর্ণ সচল অস্থিসন্ধি
(খ) ঈষৎ সচল অস্থিসন্ধি
(গ) নিশ্চল অস্থিসন্ধি
(ঘ) কব্জা সন্ধি
৬। কনুই বাঁকা করার সময়-
i. ট্রাইসেপস পেশি শিথিল হয়ে প্রসারিত হয়
ii. বাইসেপস পেশি সংকুচিত হয়
iii. রেডিয়াস-আলনা হিউমেরাসের কাছে আসে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৭। কোনটির স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশ কম?
(ক) লিগামেন্ট
(খ) টেনডন
(গ) অস্থিবন্ধনী
(ঘ) ক+গ
৮। কোনটির অভাবে অস্টিওপোরোসিস রোগটি হয়?
(ক) সোডিয়াম
(খ) ম্যাগনেশিয়াম
(গ) ক্যালসিয়াম
(ঘ) আয়রন
৯। কঙ্কালতন্ত্রের কাজ হল-
i. দেহের কাঠামো গঠন করা
ii. বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করা
iii. চলনে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১০। কোনটি কঙ্কালতন্ত্রের অংশ?
(ক) তরুণাস্থি
(খ) পেশি
(গ) অস্থিবন্ধনী
(ঘ) উপরের সবগুলো
১১। কোনটি বহিঃকঙ্কালের অংশ নয়?
(ক) নখ
(খ) চুল
(গ) অস্থি
(ঘ) লোম
১২। অস্থি কোন কলার রূপান্তরিত রূপ?
(ক) আবরণী কলা
(খ) যোজক কলা
(গ) পেশি কলা
(ঘ) স্নায়ু কলা
১৩। জীবিত অস্থিকোষে কী পরিমাণ জৈব যৌগ পদার্থ থাকে?
(ক) ৪০%
(খ) ৫০%
(গ) ৬০%
(ঘ) ৮০%
১৪। সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশ হল-
i. তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত
ii. সাইনোভিয়াল রস
iii. লিগামেন্ট বেষ্টিত ক্যাপসুল
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৫। নিচের কোনটি কব্জা অস্থিসন্ধির উদাহরণ?
(ক) কাঁধের অস্থিসন্ধি
(খ) হাতের কনুই এর অস্থিসন্ধি
(গ) করোটিকার অস্থিসন্ধি
(ঘ) মেরুদন্ডের অস্থিসন্ধি
১৬। টেনডন কোন ধরনের যোজক টিস্যু দিয়ে গঠিত?
(ক) শ্বেত তন্তুময়
(খ) পীত তন্তুময়
(গ) লালচে তন্তুময়
(ঘ) নীলাভ তন্তুময়
১৭। নারীদের ক্ষেত্রে কোন সময়ে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
(ক) ২৫-৩০ বছর বয়সে
(খ) মাসিক শুরু হওয়ার আগে
(গ) মেনোপজ হওয়ার আগে
(ঘ) মেনোপজ হওয়ার পরে
১৮। পঞ্চাশোর্ধ পুরুষদের দৈনিক কী পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করা উচিত?
(ক) ১০০০ মিলিগ্রাম
(খ) ১২০০ মিলিগ্রাম
(গ) ১৫০০ মিলিগ্রাম
(ঘ) ১৮০০ মিলিগ্রাম
১৯। নিচের কোনটি করোটির অস্থি নয়?
(ক) করোটিকা
(খ) ম্যান্ডিবল
(গ) স্টার্নাম
(ঘ) ম্যাক্সিলা
২০। অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেনডনের মধ্যে প্রবেশ করে-
i. স্নায়ু
ii. রক্তনালি
iii. লসিকানালি
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২১। নিচের কোনটি পা এর অস্থি?
(ক) রেডিয়াস
(খ) পিউবিস
(গ) টিবিয়া
(ঘ) আলনা
২২। পেশিতে কোনটি সঞ্চয় করা থাকে?
(ক) গ্লুকোজ
(খ) গ্লাইকোজেন
(গ) ফ্রুক্টোজ
(ঘ) শ্বেতসার
২৩। কোনটি চাপটানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে?
(ক) অস্থিসন্ধি
(খ) পেশি
(গ) টেনডন
(ঘ) লিগামেন্ট
২৪। লিগামেন্টে কোন ধরনের ইলাস্টিক তন্তু থাকে?
(ক) পীততন্তু
(খ) নীলাভ তন্তু
(গ) শ্বেততন্তু
(ঘ) ক+গ
২৫। কোনটি বল ও কোটর সন্ধির উদাহরণ?
(ক) উরুসন্ধি
(খ) আঙ্গুলের সন্ধি
(গ) কনুই এর সন্ধি
(ঘ) আন্তঃ কশেরুকীয় সন্ধি
২৬। স্যাক্রাম কঙ্কালতন্ত্রের কোন অংশের অস্থি?
(ক) করোটি
(খ) বক্ষপিঞ্জর
(গ) মেরুদণ্ড
(ঘ) হাত
২৭। কোথায় থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়?
(ক) তরুণাস্থি
(খ) অস্থিবন্ধনী
(গ) অস্থিমজ্জা
(ঘ) পেশিবন্ধনী
২৮। কন্ড্রিন এর বর্ণ কীরূপ?
(ক) চকচকে সাদা
(খ) হালকা নীল
(গ) হালকা হলুদ
(ঘ) হলুদাভ সুবজ
২৯। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের-
i. প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ
ii. নিউক্লিয়াস গোলাকার
iii. নিউক্লিয়াস বৃক্কাকার
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩০। তরুণাস্থির ল্যাকিউনি এর ভিতরে কী থাকে?
(ক) কন্ড্রিন
(খ) কন্ড্রিওব্লাস্ট
(গ) কন্ড্রিওসাইট
(ঘ) খ+গ
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। গ | ১১। গ | ২১। গ |
২। গ | ১২। খ | ২২। খ |
৩। খ | ১৩। ক | ২৩। খ |
৪। গ | ১৪। ঘ | ২৪। ঘ |
৫। খ | ১৫। খ | ২৫। ক |
৬। ঘ | ১৬। ক | ২৬। গ |
৭। খ | ১৭। ঘ | ২৭। গ |
৮। গ | ১৮। খ | ২৮। খ |
৯। ঘ | ১৯। গ | ২৯। ক |
১০। ঘ | ২০। ঘ | ৩০। ঘ |
কতো নাম্বার পেয়েছো দৃঢ়তা প্রদান ও চলন (১ম পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের দৃঢ়তা প্রদান ও চলন (৯ম) অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।