নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায়, জীবে পরিবহন। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম জীবে পরিবহন (১ম পর্ব) বহুনির্বাচনী প্রশ্ন। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, জীবে পরিবহন (২য় পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।
জীববিজ্ঞান M.C.Q. : জীবে পরিবহন (২য় পর্ব)
জীবে পরিবহন (৬ষ্ঠ) অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

১। নিচের কোনটি উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া নয়?
(ক) ব্যাপন
(খ) নিঃসরণ
(গ) ইমবাইবিশন
(ঘ) অভিস্রবণ
২। প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?
(ক) ৬০ ভাগ
(খ) ৭০ ভাগ
(গ) ৮০ ভাগ
(ঘ) ৯০ ভাগ
৩। পানির প্রয়োজন হয়-
i. উদ্ভিদের কোষ বৃদ্ধিতে
ii. প্রোটোপ্লাজম সজীব রাখতে
iii. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৪। নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) খনিজ লবণ শোষিত হয় আয়ন হিসেবে
(খ) সক্রিয় শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না
(গ) মূলরোম অভিস্রবণ প্রক্রিয়ায় লবণ শোষণ করে
(ঘ) মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলই শোষণ অঞ্চল
৫। কলয়েড জাতীয় শুকনা পদার্থ কোন পদ্ধতিতে তরল পদার্থ শোষণ করে?
(ক) অভিস্রবণ
(খ) বাষ্পীভবন
(গ) ইমবাইবিশন
(ঘ) ব্যাপন
৬। নিচের কোনটি রক্তসংবহনতন্ত্রের অংশ?
(ক) কৈশিক নালী
(খ) লসিকানালী
(গ) লসিকা
(ঘ) ল্যাকটিয়েল নালী
৭। রক্তরস-
i. রক্তের বর্ণহীন তরল অংশ
ii. এর প্রধান উপাদান হল প্রোটিন
iii. রক্তের শতকরা ৫৫ ভাগ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৮। লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন?
(ক) ৬০ দিন
(খ) ৯০ দিন
(গ) ১২০ দিন
(ঘ) ১৫০ দিন
৯। রক্তে কোন উপাদানটি প্রয়োজনীয় পরিমাণে না থাকলে রক্তস্বল্পতা রোগ হয়?
(ক) মনোসাইট
(খ) অনুচক্রিকা
(গ) হিমোগ্লোবিন
(ঘ) ইওসিনোফিল
১০। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কী পরিমাণ শ্বেত রক্তকণিকা থাকে?
(ক) দেড় লাখ
(খ) ৪-১০ হাজার
(গ) ৫০-৬০ হাজার
(ঘ) আড়াই লাখ
১১। কোন শ্বেত রক্তকণিকাটি অ্যান্টিবডি গঠন করে?
(ক) লিম্ফোসাইট
(খ) নিউট্রোফিল
(গ) মনোসাইট
(ঘ) বেসোফিল
১২। কোন আয়নটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
(ক) পটাশিয়াম
(খ) ম্যাগনেশিয়াম
(গ) ক্যালসিয়াম
(ঘ) সোডিয়াম
১৩। Universal Recipient বলা হয় কোন গ্রুপের রক্তবিশিষ্ট ব্যক্তিদের?
(ক) O গ্রুপ
(খ) B গ্রুপ
(গ) A গ্রুপ
(ঘ) AB গ্রুপ
১৪। হৃৎপিন্ডের ভিতরের স্তরটি কয়টি প্রকোষ্ঠে বিভক্ত?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) একটিও নয়
১৫। ধমনী-
i. এর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক
ii. এর কপাটিকা থাকে
iii. এর নালিপথ সরু
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৬। ক্যাপিলারির প্রাচীর ভেদ করে কোন পদ্ধতিতে রক্তে দ্রবীভূত বস্তু কোষে প্রবেশ করে?
(ক) অসমোসিস
(খ) ইমবাইবিশন
(গ) ব্যাপন
(ঘ) অভিস্রবণ
১৭। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
(ক) থার্মোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) ক্যালরিমিটার
(ঘ) স্ফিগমোম্যানোমিটার
১৮। উচ্চ রক্তচাপ প্রতিকারের জন্য-
(ক) ব্যায়াম করতে হবে
(খ) চর্বিজাতীয় খাদ্য খেতে হবে
(গ) ধূমপান ত্যাগ করতে হবে
(ঘ) অতিরিক্ত লবণ খাওয়া যাবে না
১৯। কোনটিকে ভালো কোলেস্টেরল বলা হয়?
(ক) High density lipoprotein
(খ) Low density lipoprotein
(গ) Very low density lipoprotein
(ঘ) Triglyceride
২০। ভ্রুণ অবস্থায় লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়-
i. যকৃত থেকে
ii. প্লীহা থেকে
iii. অস্থিমজ্জা থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) iii
(খ) i, ii
(গ) i, iii
(ঘ) i, ii, iii
২১। একজন মানুষের আদর্শ রক্তচাপ কত?
(ক) 120/70 mm Hg
(খ) 130/90 mm Hg
(গ) 120/80 mm Hg
(ঘ) 110/80 mm Hg
২২। কোনটির স্ফীতি এবং সংকোচনকে নাড়িস্পন্দন বলে?
(ক) শিরা
(খ) কৈশিক নালী
(গ) ধমনী
(ঘ) লসিকানালী
২৩। ফুসফুসীয় শিরা-
i. অক্সিজেনসমৃদ্ধ রক্ত পরিবহন করে
ii. কার্বনডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে
iii. রক্তকে ফুসফুস থেকে হৃৎপিন্ডে পৌঁছে দেয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৪। হৃদপিন্ডের কোন স্তরটি অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত হয়?
(ক) মায়োকার্ডিয়াম
(খ) এন্ডোকার্ডিয়াম
(গ) এপিকার্ডিয়াম
(ঘ) কোনটিই নয়
২৫। একজন সুস্থ ব্যক্তি কতদিন পর পর রক্তদান করতে পারবে?
(ক) দুই মাস
(খ) চার মাস
(গ) এক মাস
(ঘ) তিন মাস
২৬। রক্তের অ্যান্টিবডি কোথায় থাকে?
(ক) লোহিত রক্ত কণিকায়
(খ) অনুচক্রিকায়
(গ) রক্তরসে
(ঘ) কোষঝিল্লিতে
২৭। মনোসাইট-
i. বৃক্কাকার নিউক্লিয়াসবিশিষ্ট
ii. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে
iii. আকারে বড় শ্বেত রক্ত কণিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৮। কাদের রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ তুলনামূলক কম থাকে?
(ক) নারী
(খ) পুরুষ
(গ) শিশু
(ঘ) কোনটিই নয়
২৯। বায়ুচাপ বৃদ্ধি পেলে প্রস্বেদন-
(ক) বেড়ে যায়
(খ) কমে যায়
(গ) একই থাকে
(ঘ) কোনটিই নয়
৩০। পত্ররন্ধ্র কোন ধরনের কোষ দ্বারা বেষ্টিত থাকে?
(ক) লেন্টিসেল
(খ) গার্ড সেল
(গ) রক্ষীকোষ
(ঘ) খ+গ
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। ক | ২১। গ |
২। ঘ | ১২। গ | ২২। গ |
৩। ঘ | ১৩। ঘ | ২৩। খ |
৪। খ | ১৪। গ | ২৪। ক |
৫। গ | ১৫। খ | ২৫। খ |
৬। ক | ১৬। গ | ২৬। গ |
৭। খ | ১৭। ঘ | ২৭। ঘ |
৮। গ | ১৮। খ | ২৮। ক |
৯। গ | ১৯। ক | ২৯। খ |
১০। খ | ২০। খ | ৩০। ঘ |
কতো নাম্বার পেয়েছো জীবে পরিবহন (২য় পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবে পরিবহন (৬ষ্ঠ) অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।