নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায়, জীবে পরিবহন। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, জীবে পরিবহন (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।

জীববিজ্ঞান M.C.Q. : জীবে পরিবহন (১ম পর্ব)

জীবে পরিবহন (৬ষ্ঠ) অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

জীবে পরিবহন (১ম পর্ব)

১। অভিস্রবণ প্রক্রিয়ায় দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণের মাঝে কোন ধরনের পর্দা থাকে?
(ক) অভেদ্য পর্দা
(খ) বৈষম্যভেদ্য পর্দা
(গ) সমভেদ্য পর্দা
(ঘ) কোনটিই নয়

২। কোন দ্রব্যের অণুর বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের এলাকাতে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয়-
(ক) ব্যাপন
(খ) অভিস্রবণ
(গ) ইমবাইবিশন
(ঘ) প্রস্বেদন

৩। নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ?
(ক) স্টার্চ
(খ) জিলাটিন
(গ) সেলুলোজ
(ঘ) উপরের সবগুলো

৪। অভিস্রবণ প্রক্রিয়ায় দুটি দ্রবণকে-
i. ভিন্ন দ্রব ও দ্রাবকযুক্ত হতে হবে
ii. ভিন্ন ঘনত্বের হতে হবে
iii. অভেদ্য পর্দা দিয়ে আলাদা করা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) i, ii
(গ) ii, iii
(ঘ) i, iii

৫। উদ্ভিদ কোনটির সাহায্যে মাটির কৈশিক পানি শোষণ করে?
(ক) কান্ডের নিম্নভাগ
(খ) পাতার শিরা
(গ) মূলরোম
(ঘ) পত্রশীর্ষ

৬। কোন প্রক্রিয়ার জন্য পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতি তৈরি হয়?
(ক) সালোকসংশ্লেষণ
(খ) প্রস্বেদন
(গ) শ্বসন
(ঘ) ইমবাইবিশন

৭। মাটি থেকে মূলরোমে পানি প্রবেশ করে-
i. ব্যাপন প্রক্রিয়ায়
ii. অভিস্রবণ প্রক্রিয়ায়
iii. ইমবাইবিশন প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৮। শীতকালে সিভনলের রন্ধ্রগুলোতে কোন ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়?
(ক) কেরাটিন
(খ) সেলুলোজ
(গ) ক্যালোজ
(ঘ) কিউটিকল

৯। Transpiration পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
(ক) ২ ভাগে
(খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে
(ঘ) ৫ ভাগে

১০। নিচের কোনটি প্রস্বেদনের প্রকারভেদ নয়?
(ক) পত্ররন্ধ্রীয় প্রস্বেদন
(খ) লেন্টিকুলার প্রস্বেদন
(গ) মূলরোমীয় প্রস্বেদন
(ঘ) কিউটিকুলার প্রস্বেদন

১১। পত্ররন্ধ্র থাকে-
i. পাতায়
ii. কচিকান্ডে
iii. ফুলের বৃতিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i, ii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১২। উদ্ভিদের মোট প্রস্বেদনের শতকরা কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে সম্পন্ন হয়?
(ক) ৮০-৯০%
(খ) ৯০-৯৮%
(গ) ৯০-৯৫%
(ঘ) ৮৫-৯৫%

১৩। নিচের কোনটি প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবক?
(ক) বায়ুপ্রবাহ
(খ) আপেক্ষিক আর্দ্রতা
(গ) পত্রের সংখ্যা
(ঘ) তাপমাত্রা

১৪। কোন বিজ্ঞানী প্রস্বেদনকে ‘Necessary Evil’ বলে অভিহিত করেছেন?
(ক) রবার্টটিস
(খ) কার্টিস
(গ) রবার্ট হুক
(ঘ) লুই পাস্তুর

১৫। রক্তের শতকরা প্রায় কত ভাগ রক্তরস?
(ক) ৪৫ ভাগ
(খ) ৫৫ ভাগ
(গ) ৬৫ ভাগ
(ঘ) ৯০ ভাগ

১৬। রক্ত-
i. এক ধরনের তরল যোজক কলা
ii. রক্তরস ও রক্তকণিকা সমন্বয়ে গঠিত হয়
iii. মৃদূ ক্ষারীয় ও লবণাক্ত তরল পদার্থ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৭। মানবদেহে কোন ধরনের রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি?
(ক) লোহিত রক্তকণিকা
(খ) অনুচক্রিকা
(গ) শ্বেত রক্তকণিকা
(ঘ) প্লাটিলেট

১৮। শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন?
(ক) ১-১০ দিন
(খ) ১-১৫ দিন
(গ) ৫-১০ দিন
(ঘ) ৫-১৫ দিন

১৯। নিচের কোনটি গ্র্যানুলোসাইট নয়?
(ক) বেসোফিল
(খ) নিউট্রোফিল
(গ) মনোসাইট
(ঘ) ইওসিনোফিল

২০। লোহিত রক্তকণিকার আকৃতি কীরূপ?
(ক) দ্বি-অবতল বৃত্ত
(খ) দ্বি-উত্তল বৃত্ত
(গ) সম বৃত্তাকার
(ঘ) ডিম্বাকার

২১। স্তন্যপায়ীদের রক্তকোষগুলোর মধ্যে শুধু কোন রক্তকণিকায় DNA থাকে?
(ক) অনুচক্রিকা
(খ) লোহিত রক্ত কণিকা
(গ) প্লাটিলেট
(ঘ) শ্বেত রক্তকণিকা

২২। নিচের কোনটি হেপারিন নিঃসৃত করে রক্তবাহিতার ভিতরে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়?
(ক) ইওসিনোফিল
(খ) লিম্ফোসাইট
(গ) বেসোফিল
(ঘ) নিউট্রোফিল

২৩। অনুচক্রিকার প্রধান কাজ হল-
(ক) ফ্যাগোসাইটোসিস করা
(খ) রক্ত তঞ্চন করা
(গ) অক্সিজেন পরিবহন করা
(ঘ) জীবাণু ধ্বংস করা

২৪। রক্তের কাজ হল-
i. তাপের সমতা রক্ষা করা
ii. কার্বনডাইঅক্সাইড অপসারণ করা
iii. হরমোন পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৫। রক্ত তঞ্চন প্রক্রিয়ায় কোন ভিটামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন ই
(গ) ভিটামিন কে
(ঘ) ভিটামিন ডি

২৬। কোন গ্রুপের রক্তবিশিষ্ট ব্যক্তিকে ‘সর্বজনীন রক্তদাতা’ বলা হয়?
(ক) গ্রুপ A
(খ) গ্রুপ AB
(গ) গ্রুপ O
(ঘ) গ্রুপ B

২৭। B গ্রুপের রক্তে-
i. B অ্যান্টিজেন থাকে
ii. b অ্যান্টিবডি থাকে
iii. A অ্যান্টিজেন থাকে না
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৮। হৃৎপিন্ড প্রাচীরের অন্তঃস্তর কোনটি?
(ক) এন্ডোকার্ডিয়াম
(খ) মায়োকার্ডিয়াম
(গ) এপিকার্ডিয়াম
(ঘ) কোনটিই নয়

২৯। ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথে কোন ভালভটি থাকে?
(ক) মাইট্রাল ভালভ
(খ) বাইকাসপিড ভালভ
(গ) অর্ধচন্দ্রাকার ভালভ
(ঘ) ট্রাইকাসপিড ভালভ

৩০। ধমনির প্রাচীরের স্তরগুলো হল-
i. টিউনিকা এক্সটার্না
ii. টিউনিকা মেডুলা
iii. টিউনিকা ইনটার্না
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। খ১১। ঘ২১। ঘ
২। ক১২। গ২২। গ
৩। ঘ১৩। গ২৩। খ
৪। ক১৪। খ২৪। ঘ
৫। গ১৫। খ২৫। গ
৬। খ১৬। ঘ২৬। গ
৭। ক১৭। ক২৭। খ
৮। গ১৮। খ২৮। ক
৯। খ১৯। গ২৯। ঘ
১০। গ২০। ক৩০। খ
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ জীববিজ্ঞান – জীবে পরিবহন (১ম পর্ব)

কতো নাম্বার পেয়েছো জীবে পরিবহন (১ম পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবে পরিবহন (৬ষ্ঠ) অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved