নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ১১তম অধ্যায়, জীবের প্রজনন। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের ১ম থেকে ১০ম অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায়ের এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম, জীবের প্রজনন (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, ১১তম অধ্যায়, জীবের প্রজনন (২য় পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শ্রেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবে।
জীববিজ্ঞান M.C.Q. – জীবের প্রজনন (২য় পর্ব)
জীবের প্রজনন অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

১। নিচের কোনটি সম্পূর্ণ ফুল?
(ক) জবা
(খ) লাউ
(গ) কুমড়া
(ঘ) উপরের সবগুলো
২। ফুলের বৃতির কাজ হল-
i. পরাগায়নে সাহায্য করা
ii. খাদ্য প্রস্তুত করা
iii. ভিতরের অংশকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩। নিচের কোনটি বায়ুপরাগী ফুল?
(ক) কদম
(খ) পাতাশেওলা
(গ) ধান
(ঘ) সরিষা
৪। পরাগরেণুর নিউক্লিয়াস কোন পদ্ধতিতে বিভাজিত হয়?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) দ্বিবিভাজন
৫। নিচের কোনটি ডিপ্লয়েড?
(ক) ডিম্বাণু
(খ) সস্য
(গ) জাইগোট
(ঘ) শুক্রাণু
৬। শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন হল-
i. টেস্টোস্টেরন
ii. ইস্ট্রোজেন
iii. অ্যান্ড্রোজেন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৭। নির্দিষ্ট বয়সে মেয়েদের ঋতুস্রাব চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়াকে কী বলা হয়?
(ক) মেনোপজ
(খ) মেনারকি
(গ) রজনিবৃত্তিকাল
(ঘ) ক+গ
৮। ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কত দিনের মধ্যে সংস্থাপন সম্পন্ন হয়?
(ক) ২-৩ দিন
(খ) ৪-৫ দিন
(গ) ৭-৮ দিন
(ঘ) ১০-১২ দিন
৯। অমরার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে-
i. শর্করা, আমিষ ইত্যাদি গ্রহণ করে
ii. অক্সিজেন গ্রহণ করে
iii. কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১০। এইডস রোগে কোন রক্তকণিকার কাজে বিঘ্ন ঘটে?
(ক) লোহিত রক্তকণিকা
(খ) অনুচক্রিকা
(গ) শ্বেত রক্ত কণিকা
(ঘ) প্লাটিলেট
১১। এইডস আক্রান্ত রোগীর প্রায় কত শতাংশ নারী?
(ক) ৪০ শতাংশ
(খ) ৬০ শতাংশ
(গ) ৭৫ শতাংশ
(ঘ) ৮০ শতাংশ
১২। এইডস রোগের লক্ষণ হল-
i. এক মাসের বেশি সময় ধরে জ্বর হয়
ii. এক মাসের বেশি সময় ধরে পাতলা পায়খানা হয়
iii. অনেকদিন ধরে শুকনো কাশি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৩। একলিঙ্গ ফুলে কোন অংশটি অনুপস্থিত থাকে?
(ক) পুংস্তবক
(খ) স্ত্রীস্তবক
(গ) উভয়ই
(ঘ) পুং অথবা স্ত্রীস্তবক
১৪। কোনটি পুংকেশরের অংশ নয়?
(ক) পরাগধানী
(খ) পরাগনালি
(গ) পরাগদন্ড
(ঘ) পরাগথলি
১৫। স্ত্রীস্তবকের গর্ভপত্রগুলো পরস্পরের সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকলে তাকে কী বলে?
(ক) Polycarpous
(খ) Monocarpous
(গ) Syncarpous
(ঘ) Diacarpous
১৬। অনিয়ত পুষ্পমঞ্জরির শাখার বৃদ্ধি-
(ক) নির্দিষ্ট
(খ) অসীম
(গ) কম
(ঘ) থেমে যায়
১৭। পর-পরাগায়নের ফলে-
i. বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পায়
ii. বীজ অধিক জীবনীশক্তিসম্পন্ন হয়
iii. নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৮। নিচের কোনটি পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে?
(ক) কীট-পতঙ্গ
(খ) শামুক
(গ) মানুষ
(ঘ) উপরের সবগুলো
১৯। নিচের কোনটি পানিপরাগী ফুলের বৈশিষ্ট্য নয়?
(ক) আকারে ক্ষুদ্র
(খ) পুংপুষ্পের বৃন্ত লম্বা
(গ) সুগন্ধ নেই
(ঘ) স্ত্রীপুষ্পের বৃন্ত লম্বা
২০। পরাগরেণুর নিউক্লিয়াসের বিভাজনে উৎপন্ন ছোট কোষটিকে কী বলা হয়?
(ক) নালিকোষ
(খ) সিনারজিড কোষ
(গ) জেনারেটিভ কোষ
(ঘ) প্রতিপাদ কোষ
২১। গৌণ নিউক্লিয়াস কোন ধরনের হয়?
(ক) হ্যাপ্লয়েড
(খ) ডিপ্লয়েড
(গ) ট্রিপ্লয়েড
(ঘ) কোনটিই নয়
২২। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন-
i. জননগ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে
ii. স্তনগ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে
iii. দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৩। কোথায় পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে?
(ক) ডিম্বাশয়ে
(খ) জরায়ুতে
(গ) ডিম্বনালিতে
(ঘ) যোনিতে
২৪। সাধারণত গর্ভাবস্থা কতদিন পর্যন্ত বিদ্যমান থাকে?
(ক) ১০-১২ সপ্তাহ
(খ) ২৪-২৬ সপ্তাহ
(গ) ৩৮-৪০ সপ্তাহ
(ঘ) ৪২-৪৪ সপ্তাহ
২৫। HIV ভাইরাসে কোন এনজাইমটি থাকে?
(ক) নিউক্লিয়োটাইডেজ
(খ) রিভার্স ট্রান্সক্রিপটেজ
(গ) ডিকার্বোক্সিলেজ
(ঘ) এন্ডোনিউক্লিয়েজ
২৬। জরায়ুর প্রাচীরে ভ্রুণের সংযুক্তিকে কী বলা হয়?
(ক) ইমপ্লান্টেশন
(খ) গর্ভধারণ
(গ) ভ্রূণ সংস্থাপন
(ঘ) উপরের সবগুলো
২৭। ফুলের পুষ্পাক্ষ-
i. সাধারণত গোলাকার হয়
ii. ফুলের বৃন্তশীর্ষে অবস্থান করে
iii. পরাগায়নে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৮। পরাগধানী ও পুংদন্ড সংযোগকারী অংশকে কী বলা হয়?
(ক) ফিলামেন্ট
(খ) যোজনী
(গ) অ্যান্থার
(ঘ) কার্পেল
২৯। নিচের কোনটিতে স্ব-পরাগায়ন ঘটে?
(ক) শিমুল
(খ) পেঁপে
(গ) ধুতুরা
(ঘ) উপরের সবগুলো
৩০। গর্ভযন্ত্রের অংশ হল-
i. ডিম্বাণু
ii. প্রতিপাদ কোষ
iii. সহকারী কোষ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। ক | ১১। ক | ২১। খ |
২। ঘ | ১২। ঘ | ২২। ঘ |
৩। গ | ১৩। ঘ | ২৩। গ |
৪। খ | ১৪। খ | ২৪। গ |
৫। গ | ১৫। গ | ২৫। খ |
৬। খ | ১৬। খ | ২৬। ঘ |
৭। ঘ | ১৭। ঘ | ২৭। ক |
৮। খ | ১৮। ঘ | ২৮। খ |
৯। ক | ১৯। খ | ২৯। গ |
১০। গ | ২০। গ | ৩০। খ |
কতো নাম্বার পেয়েছো জীবের প্রজনন (২য় পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবের প্রজনন অর্থাৎ ১১তম অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।