নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ১১তম অধ্যায়, জীবের প্রজনন। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের ১ম থেকে ১০ম অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায়ের এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, ১১তম অধ্যায়, জীবের প্রজনন (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শ্রেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবে।

জীববিজ্ঞান M.C.Q. – জীবের প্রজনন (১ম পর্ব)

জীবের প্রজনন অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

জীবে প্রজনন (১ম পর্ব)

১। দুধরনের জননকোষ আলাদা দেহে সৃষ্টি হলে সেই উদ্ভিদকে কী বলা হয়?
(ক) পরবাসী উদ্ভিদ
(খ) ভিন্নবাসী উদ্ভিদ
(গ) সহবাসী উদ্ভিদ
(ঘ) দ্বিবাসী উদ্ভিদ

২। জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়ে জননকোষ সৃষ্টি করে?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) দ্বিবিভাজন

৩। যৌন জনন, অযৌন জননের তুলনায়-
i. জটিল
ii. শ্রমসাধ্য
iii. সময়সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৪। নিচের কোনটি অবৃন্তক ফুল?
(ক) জবা
(খ) ধুতুরা
(গ) হাতীশুঁড়
(ঘ) কুমড়া

৫। পুংস্তবকের প্রতিটি অংশকে কী বলা হয়?
(ক) পুংদন্ড
(খ) পুংকেশর
(গ) পরাগধানী
(ঘ) পরাগনালি

৬। নিচের কোনটি গর্ভপত্রের অংশ নয়?
(ক) Stigma
(খ) Stamen
(গ) Ovary
(ঘ) Style

৭। স্ব-পরাগায়ন ঘটে-
i. একই ফুলের মধ্যে
ii. একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে
iii. একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৮। নিচের কোনটি প্রাণীপরাগী ফুল?
(ক) সরিষা
(খ) ধান
(গ) কচু
(ঘ) কুমড়া

৯। গর্ভযন্ত্রে ডিম্বাণুর দুই পাশের কোষকে কী বলা হয়?
(ক) প্রতিপাদ কোষ
(খ) সহকারী কোষ
(গ) সিনারজিড
(ঘ) খ+গ

১০। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের কোথায় পতিত হয়?
(ক) গর্ভদন্ডে
(খ) গর্ভাশয়ে
(গ) গর্ভমুন্ডে
(ঘ) গর্ভধানীতে

১১। কোনটি স্পোরোফাইটের প্রথম কোষ?
(ক) ডিম্বাণু
(খ) জাইগোট
(গ) পরাগরেণু
(ঘ) পুংজননকোষ

১২। দ্বিনিষেক প্রক্রিয়ায়-
i. একটি পুংজননকোষ একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়
ii. একটি পুংজননকোষ গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়
iii. একটি পুংজননকোষ প্রতিপাদ কোষের সাথে মিলিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৩। সস্য কোষগুলো কোন ধরনের হয়?
(ক) হ্যাপ্লয়েড
(খ) ডিপ্লয়েড
(গ) ট্রিপ্লয়েড
(ঘ) টেট্রাপ্লয়েড

১৪। নিচের কোনটি ফলের প্রকারভেদ নয়?
(ক) সরল ফল
(খ) জটিল ফল
(গ) যৌগিক ফল
(ঘ) গুচ্ছ ফল

১৫। নিম্নশ্রেণির প্রাণীর অযৌন জনন পদ্ধতি হল-
i. খন্ডায়ন
ii. মুকুলোদগম
iii. বিভাজন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৬। ব্যাঙ এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে নিষেক ক্রিয়া সংঘটিত হয়?
(ক) অন্তঃনিষেক
(খ) বহিঃনিষেক
(গ) উভয়ই
(ঘ) কোনটিই নয়

১৭। নিষেকের কত দিনের মধ্যে অমরা গঠিত হয়?
(ক) ৬ সপ্তাহ
(খ) ৮ সপ্তাহ
(গ) ১২ সপ্তাহ
(ঘ) ২০ সপ্তাহ

১৮। এইডস রোগটি কত সালে আবিষ্কৃত হয়?
(ক) ১৯৬০ সালে
(খ) ১৯৭৫ সালে
(গ) ১৯৮১ সালে
(ঘ) ১৯৮৮ সালে

১৯। কোনটির সংক্রমণে এইডস রোগ হয়?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) প্রোটোজোয়া

২০। কুমড়া ফুল হল-
i. সম্পূর্ণ ফুল
ii. সবৃন্তক ফুল
iii. উভলিঙ্গ ফুল
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) iii
(গ) i, ii
(ঘ) ii, iii

২১। ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক কোনটি?
(ক) বৃতি
(খ) পুংস্তবক
(গ) পুষ্পাক্ষ
(ঘ) দলমন্ডল

২২। শিমুল ফুলের পুংস্তবক কোন ধরনের?
(ক) একগুচ্ছ
(খ) দ্বিগুচ্ছ
(গ) বহুগুচ্ছ
(ঘ) দললগ্ন

২৩। স্ব-পরাগায়ন এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
(ক) পরাগরেণুর অপচয় কম হয়
(খ) বাহকের উপর নির্ভরশীল
(গ) জিনগত বৈচিত্র্য কম
(ঘ) অভিযোজন ক্ষমতা কম

২৪। পতঙ্গপরাগী ফুল-
i. আকারে বড় ও রঙিন হয়
ii. মধুগ্রন্থিযুক্ত হয়
iii. সুগন্ধযুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৫। জাইগোটের বিভাজন কীভাবে ঘটে?
(ক) অনুলম্বে
(খ) অনুদৈর্ঘ্যে
(গ) অনুপ্রস্থে
(ঘ) কোনটিই নয়

২৬। কোন কোষ পরবর্তীতে ভ্রূণে পরিণত হয়?
(ক) ভিত্তি কোষ
(খ) প্রতিপাদ কোষ
(গ) এপিক্যাল কোষ
(ঘ) সহকারী কোষ

২৭। নিচের কোনটি অপ্রকৃত ফল?
(ক) আপেল
(খ) জাম
(গ) আম
(ঘ) উপরের সবগুলো

২৮। থাইরক্সিন হরমোনের প্রভাবে-
i. দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে
ii. যৌনলক্ষণ প্রকাশ পায়
iii. বিপাককার্যে সাহায্য হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৯। সন্তান প্রসবের প্রায় কতদিন পর স্বাভাবিক রক্তস্রাব শুরু হয়?
(ক) দুই সপ্তাহ
(খ) দেড় মাস
(গ) দুই মাস
(ঘ) বারো সপ্তাহ

৩০। এইডস রোগের জন্য কোন জীবাণুটি দায়ী?
(ক) HEC
(খ) HPB
(গ) HIV
(ঘ) HPV

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। খ১১। খ২১। ঘ
২। ক১২। ক২২। গ
৩। ঘ১৩। গ২৩। খ
৪। গ১৪। খ২৪। ঘ
৫। খ১৫। ঘ২৫। গ
৬। খ১৬। খ২৬। গ
৭। খ১৭। গ২৭। ক
৮। গ১৮। গ২৮। ঘ
৯। ঘ১৯। ক২৯। খ
১০। গ২০। ক৩০। গ
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ জীববিজ্ঞান – জীবের প্রজনন (১ম পর্ব)

কতো নাম্বার পেয়েছো জীবের প্রজনন (১ম পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবের প্রজনন অর্থাৎ ১১তম অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।


1 Comment

Anta Mony · October 5, 2021 at 6:38 pm

29

  • Leave a Reply

    Avatar placeholder

    Your email address will not be published. Required fields are marked *

    2023 © KendroBangla | All Rights Reserved