প্রিয় শিক্ষার্থী বন্ধুরা! আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। প্রস্তুতিও নিশ্চয়ই শেষ পর্যায়ে। তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি আরও একটু পূর্ণতা দিতেই কেন্দ্রবাংলা ডট কম নিয়ে এলো বহুনির্বাচনী মডেল টেস্ট সিরিজ। এখানে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে একাধিক মডেল টেস্ট প্রশ্ন দিবো তোমাদের। বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকেরা এই প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এর মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতিকে আরও ঝালিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ।
এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট – ০২
জীববিজ্ঞানের বহুনির্বাচনী এই মডেল টেস্টে মোট প্রশ্ন আছে ২৫টি। প্রতিটা প্রশ্নের মান ১। তোমরা এখানকার প্রতিটি প্রশ্ন পড়ে তার উত্তর খাতায় লিখবে। প্রশ্নের শেষে আমরা সঠিক উত্তর যোগ করে দিয়েছি।
তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও। চলো তাহলে আর দেরী না করে এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট এর প্রথম পর্বটি শুরু করি।

১। নিচের কোনটি পরিপাকতন্ত্রের অংশ?
(ক) ল্যারিংস
(খ) ইউরেটার
(গ) ইলিয়াম
(ঘ) থাইরয়েড
২। কোন খাদ্য উপাদানটি দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে?
(ক) শর্করা
(খ) আমিষ
(গ) স্নেহ
(ঘ) ভিটামিন
৩। কোষ্ঠকাঠিন্য প্রতিকারের জন্য-
i. আঁশযুক্ত খাবার খেতে হবে
ii. প্রচুর পানি পান করতে হবে
iii. হাঁটাচলা বন্ধ রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৪। ভ্রূণ অবস্থায় কোথায় লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়?
(ক) যকৃৎ
(খ) অস্থিমজ্জা
(গ) প্লীহা
(ঘ) ক+গ
৫। ডায়াটম শৈবালে কোন ধরনের চলন দেখা যায়?
(ক) বক্রচলন
(খ) ফটোট্রপিক চলন
(গ) সামগ্রিক চলন
(ঘ) অন্ধকারমুখী চলন
৬। সাধারণত কত বছর বয়স পর্যন্ত মেয়েদের ঋতুস্রাব চক্র চলতে থাকে?
(ক) ২০-২৫ বছর
(খ) ৩০-৪০ বছর
(গ) ৪০-৫০ বছর
(ঘ) ৬৫-৭০ বছর
৭। প্লাজমিড-
i. ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের ভিতরে থাকে
ii. একটি স্বতন্ত্র ডিএনএ অণু
iii. স্ববিভাজনে সক্ষম
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৮। কোন প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না?
(ক) লিউকোপ্লাস্ট
(খ) ক্লোরোপ্লাস্ট
(গ) ক্রোমোপ্লাস্ট
(ঘ) কোনটিই নয়
৯। কোন কোষ বিভাজন প্রক্রিয়াকে সমীকরণিক বিভাজন বলা হয়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
১০। নিচের কোন রাসায়নিক পদার্থটি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা উচিত নয়?
(ক) ফরমালিন
(খ) সোডিয়াম ক্লোরাইড
(গ) পটাশিয়াম সরবেট
(ঘ) ক্যালসিয়াম এপারনেট
১১। শ্বাসকার্য প্রক্রিয়ায়-
i. কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা হয়
ii. অক্সিজেন গ্রহণ করা হয়
iii. কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১২। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কী পরিমাণ মূত্র ত্যাগ করে?
(ক) ১০০০ মিলিলিটার
(খ) ১৫০০ মিলিলিটার
(গ) ২০০০ মিলিলিটার
(ঘ) ২৫০০ মিলিলিটার
১৩। হাইপোফাইসিস-
i. আকারে সবচেয়ে ছোট গ্রন্থি
ii. দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নালিবিহীন গ্রন্থি
iii. মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৪। কাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়?
(ক) চার্লস ডারউইন
(খ) গ্রেগর জোহান মেন্ডেল
(গ) কার্ল এরেকি
(ঘ) ওয়াটসন ও ক্রিক
১৫। নিচের কোন প্রাণীটি ধাঙড়?
(ক) ব্যাঙ
(খ) মানুষ
(গ) হায়েনা
(ঘ) ময়ূর
১৬। নিচের কোনটি আরশোলার বৈজ্ঞানিক নাম?
(ক) Copsychus saularis
(খ) Periplaneta americana
(গ) Nymphaea nouchali
(ঘ) Plasmodium vivax
১৭। মানুষের পায়ের পেশি কোন ধরনের পেশি?
(ক) মসৃণ পেশি
(খ) ডোরাকাটা পেশি
(গ) অনৈচ্ছিক পেশি
(ঘ) হৃৎপেশি
১৮। বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত ভাগ?
(ক) ০.০৩৩ ভাগ
(খ) ৩৩.০৩ ভাগ
(গ) ২০.৯৫ ভাগ
(ঘ) ২৭.৬৫ ভাগ
১৯। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে উন্মুক্ত হয়-
i. পিত্তনালি
ii. অন্ননালী
iii. অগ্ন্যাশয় নালি
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২০। অণুচক্রিকার প্রধান কাজ কী?
(ক) রক্ত তঞ্চন করা
(খ) এলার্জি প্রতিরোধ করা
(গ) অক্সিজেন পরিবহন করা
(ঘ) জীবাণু ধ্বংস করা
২১। কিডনি বিকল হলে-
i. মূত্রের পরিমাণ কমে যায়
ii. মূত্রের পরিমাণ বেড়ে যায়
iii. রক্তে ক্রিয়েটিনিন কমে যাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i, ii
(গ) i, iii
(ঘ) ii, iii
২২। অস্থি বৃদ্ধির জন্য কোন ভিটামিন সমৃদ্ধ খাবারের প্রয়োজন?
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন সি
(গ) ভিটামিন ডি
(ঘ) ভিটামিন কে
২৩। নিচের কোন ফাইটোহরমোনটি গ্যাসীয় পদার্থ?
(ক) জিবেরেলিন
(খ) সাইটোকাইনিন
(গ) অক্সিন
(ঘ) ইথিলিন
২৪। মেডুলা অবলংগাটা ও মধ্যমস্তিষ্কের মাঝখানে কোনটি অবস্থিত?
(ক) পনস
(খ) সেরিবেলাম
(গ) সুষুম্নাকাণ্ড
(ঘ) সেরিব্রাম
২৫। থ্যালাসেমিয়ার রোগীদের কোন উপাদান সমৃদ্ধ ফল খাওয়া উচিত নয়?
(ক) জিংক সমৃদ্ধ
(খ) পটাশিয়াম সমৃদ্ধ
(গ) লৌহ সমৃদ্ধ
(ঘ) সালফার সমৃদ্ধ
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। গ | ১১। গ | ২১। ক |
২। খ | ১২। খ | ২২। গ |
৩। ক | ১৩। ঘ | ২৩। ঘ |
৪। ঘ | ১৪। খ | ২৪। ক |
৫। গ | ১৫। গ | ২৫। গ |
৬। গ | ১৬। খ | |
৭। গ | ১৭। খ | |
৮। ক | ১৮। গ | |
৯। খ | ১৯। খ | |
১০। ক | ২০। ক |
কতো নাম্বার পেয়েছো এই এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট-এ? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইটি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।
0 Comments