বিসিএস এর সিলেবাস অনুযায়ী বাংলা সাহিত্য অংশের জন্য বরাদ্দকৃত পূ্র্ণমান হল ২০। এর মধ্যে ০৫ নম্বর বরাদ্দ রয়েছে প্রাচীন ও মধ্যযুগের জন্য। এরই একটি অংশ অন্ধকার যুগ। এ বিষয়ক তথ্যগুলো তাই অবশ্যই গুরুত্বের সাথে পড়তে হবে।

আজকের বিষয়বস্তু – বাংলা সাহিত্যের অন্ধকার যুগ

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন।

বাংলা সাহিত্যের অন্ধকার যুগ

১। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের ব্যাপ্তিকাল কত?
উত্তরঃ ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

২। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কালটি কাদের শাসনামলে ছিল?
উত্তরঃ তুর্কি শাসনামলে।

৩। ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কেন ‘অন্ধকার যুগ’ বলা হয়?
উত্তরঃ ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর প্রচলিত ধর্মীয় সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন ঘটে। এজন্য এই সময়কালে তেমন উল্লেখযোগ্য কোন সাহিত্য রচিত হয় নি। তাই এ সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়।

৪। বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ এর কোন সাহিত্যকর্ম গুলো পাওয়া গেছে?
উত্তরঃ ক) প্রাকৃতপৈঙ্গল, খ) শূন্যপুরাণ, গ) সেক শুভোদয়া।

৫। অন্ধকার যুগের প্রথম সাহিত্য নিদর্শন কোনটি?
উত্তরঃ প্রাকৃতপৈঙ্গল।

৬। প্রাকৃতপৈঙ্গল কে রচনা করেছেন?
উত্তরঃ শ্রীহর্ষ।

৭। প্রাকৃতপৈঙ্গল কী ধরনের গ্রন্থ?
উত্তরঃ গীতিকবিতার সংকলন গ্রন্থ।

৮। প্রাকৃতপৈঙ্গল গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উত্তরঃ প্রাকৃত ভাষায় রচিত।

৯। শূন্যপুরাণ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ রামাই পন্ডিত।

১০। শূন্যপুরাণ গ্রন্থটিতে কয়টি অধ্যায় রয়েছে?
উত্তরঃ ৫১ টি।

১১। শূন্যপুরাণ কী ধরনের গ্রন্থ?
উত্তরঃ ধর্মীয় পূজার শাস্ত্রগ্রন্থ।

১২। শূন্যপুরাণ কোন ভাষায় রচিত গ্রন্থ?
উত্তরঃ সংস্কৃত ভাষায় রচিত গদ্য পদ্য মিশ্রিত একটি চম্পুকাব্য।

১৩। শূন্যপুরাণ এর অন্তর্গত উল্লেখযোগ্য কবিতা কোনটি?
উত্তরঃ নিরঞ্জনের উষ্মা।

১৪। সেক শুভোদয়া গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তরঃ রাজা লক্ষ্মণ সেনের সভাকবি হলায়ূধ মিশ্র।

১৫। সেক শুভোদয়া কোন ভাষায় রচিত গ্রন্থ?
উত্তরঃ সংস্কৃত ভাষায় রচিত গদ্য পদ্য মিশ্রিত একটি চম্পুকাব্য।

১৬। সেক শুভোদয়া গ্রন্থে কয়টি অধ্যায় রয়েছে?
উত্তরঃ ২৫ টি।

১৭। সেক শুভোদয়া গ্রন্থের মূল বিষয়বস্তু কী?
উত্তরঃ শেখের শুভোদয় বা শেখদের শুভ আগমন তথা শেখদের গৌরব বর্ণনা করাই এই গ্রন্থের মূল বিষয়বস্তু।

বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved