বিসিএস এর সিলেবাস অনুযায়ী বাংলা সাহিত্য অংশের জন্য বরাদ্দকৃত পূ্র্ণমান হল ২০। এর মধ্যে ০৫ নম্বর বরাদ্দ রয়েছে প্রাচীন ও মধ্যযুগের জন্য। যেহেতু চর্যাপদই প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, সেহেতু চর্যাপদ বিষয়ে ধারণা থাকলে সহজেই এই ০৫ নম্বরের মধ্যে ০২/০৩ নম্বর কমন পাওয়া সম্ভব। তাই ভালো প্রস্তুতির জন্য চর্যাপদ বিষয়ক তথ্যগুলো অবশ্যই গুরুত্বের সাথে পড়তে হবে।

আজকের বিষয়বস্তু – চর্যাপদ (পর্ব ০৩)

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন।

চর্যাপদ - ৩

১। চর্যাপদে কয়টি প্রবাদবাক্য পাওয়া গেছে?
উত্তরঃ ৬ টি।

২। ‘অপণা মাংসে হরিণা বৈরী’ প্রবাদটির রচয়িতা কে? এর অর্থ কী?
উত্তরঃ ভুসুকুপা (০৬ নং পদ)। অর্থ- হরিণের নিজের মাংসই তার জন্য শত্রু।

৩। ‘বর সুণ গোহালী কি মো দুঠ্য বলন্দেঁ’ প্রবাদটির রচয়িতা কে? এর অর্থ কী?
উত্তরঃ সরহপা (৩৯ নং পদ)। অর্থঃ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

৪। ‘দুহিল দুধু কি বেন্টে ষামায়’ প্রবাদটির রচয়িতা কে? এর অর্থ কী?
উত্তরঃ ঢেণ্ডণপা (৩৩ নং পদ)। অর্থঃ দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়?

৫। ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ কী?
উত্তরঃ গাছের তেঁতুল কুমিরে খায়।

৬। চর্যাপদের বাঙালি পদকর্তা কে কে?
উত্তরঃ শবরপা, ভুসুকুপা ও লুইপা।

৭। কাকে বাংলা সাহিত্যের আদি কবি বলা হয়?
উত্তরঃ লুইপা।

৮। চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃ ধর্মচর্চা।

৯।কে চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেছেন?
উত্তরঃ কীর্তিচন্দ্র।

১০। কে চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেছেন?
উত্তরঃ ড. প্রবোধচন্দ্র বাগচী ১৯৩৮ সালে চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

১১। চর্যাপদের ইংরেজি অনুবাদ কে করেছেন?
উত্তরঃ হাসনা জসীম উদ্দীন মওদুদ।

১২। চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম কী?
উত্তরঃ Mystic Poetry of Bangladesh’

১৩। ‘নতুন চর্যাপদ’ কে আবিষ্কার করেছেন?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক ও ফোকলোর বিশেষজ্ঞ ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ।

১৪। ‘নতুন চর্যাপদ’ বইটি কবে প্রকাশিত হয়?
উত্তরঃ ২০১৭ সালে বাংলা একাডেমি বইমেলায় বইটি প্রকাশিত হয়।

১৫। ‘নতুন চর্যাপদ’ মূলত কী ধরনের রচনা?
উত্তরঃ এটি মূলত বজ্রযানী দেবদেবীর আরাধনার গীত।

বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved