বিসিএস এর সিলেবাস অনুযায়ী বাংলা সাহিত্য অংশের জন্য বরাদ্দকৃত পূ্র্ণমান হল ২০। এর মধ্যে ০৫ নম্বর বরাদ্দ রয়েছে প্রাচীন ও মধ্যযুগের জন্য। যেহেতু চর্যাপদই প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, সেহেতু চর্যাপদ বিষয়ে ধারণা থাকলে সহজেই এই ০৫ নম্বরের মধ্যে ০২/০৩ নম্বর কমন পাওয়া সম্ভব। তাই ভালো প্রস্তুতির জন্য চর্যাপদ বিষয়ক তথ্যগুলো অবশ্যই গুরুত্বের সাথে পড়তে হবে।
আজকের বিষয়বস্তু – চর্যাপদ (পর্ব ০২)
এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন।

১। চর্যাপদের পদসংখ্যা কতটি?
উত্তরঃ ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ এর ‘Buddhist Mystic Songs’ গ্রন্থানুসারে, পদসংখ্যা ৫০ টি,
খ) ড. সুকুমার সেন এর ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ গ্রন্থানুসারে, পদসংখ্যা ৫১ টি।
২। চর্যাপদের প্রাপ্ত পদসংখ্যা কতটি?/ চর্যাপদের কতটি পদ আবিষ্কৃত হয়েছে?
উত্তরঃ সাড়ে ৪৬ টি।
৩। চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায় নি?
উত্তরঃ ২৩ নং এর অর্ধেক, ২৪ নং, ২৫ নং ও ৪৮ নং পদ।
৪। চর্যাপদের পদকর্তা কতজন?
উত্তরঃ ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে, ২৩ জন,
খ) ড. সুকুমার সেনের মতে, ২৪ জন।
৫। চর্যাপদের পদকর্তাদের সম্মানসূচক উপাধি কী?
উত্তরঃ ‘পা’। যেমনঃ কাহ্নপা, লুইপা, ভুসুকুপা প্রমুখ।
৬। কে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন?
উত্তরঃ কাহ্নপা।
৭। কাহ্নপা চর্যাপদের মোট কতটি পদ রচনা করেছেন?
উত্তরঃ ১৩ টি। এর মধ্যে ১২ টি পাওয়া গেছে। কাহ্নপা রচিত ২৪ নং পদটি পাওয়া যায় নি।
৮। কাহ্নপা এর অন্য নাম কী ছিল?
উত্তরঃ কৃষ্ণাচার্য।
৯। চর্যাপদের প্রথম পদ কোনটি?
উত্তরঃ কাআ তরুবর পঞ্চ বি ডাল/ চঞ্চল চিএ পইঠো কাল।
১০। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?
উত্তরঃ লুইপা।
১১। চর্যাপদের কোন পদকর্তা পদ রচনার সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন?
উত্তরঃ ভুসুকুপা। তিনি মোট ৮ টি পদ রচনা করেছেন।
১২। চর্যাপদের নারী পদকর্তার নাম কী?
উত্তরঃ কুক্কুরীপা। তিনি ৩ টি পদ রচনা করেছেন। এরমধ্যে ২ টি পাওয়া গেছে। কুক্কুরীপা রচিত ৪৮ নং পদটি পাওয়া যায় নি।
১৩। চর্যাপদের পদগুলোর টীকাকার কে?
উত্তরঃ মুনিদত্ত।
১৪। মুনিদত্ত চর্যাপদের কত নং পদের ব্যাখ্যা প্রদান করেন নি?
উত্তরঃ ১১ নং।
১৫। চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত?
উত্তরঃ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।