নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q – গ্যাসীয় বিনিময় (১ম পর্ব)

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ৭ম অধ্যায়, গ্যাসীয় বিনিময়। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের ১ম থেকে ৬ষ্ঠ অধ্যায় পর্যন্ত, সবগুলো অধ্যায়ের এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, গ্যাসীয় বিনিময় (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।

জীববিজ্ঞান M.C.Q. : গ্যাসীয় বিনিময় (১ম পর্ব)

জীবে পরিবহন (৭ম) অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

গ্যাসীয় বিনিময় (১ম পর্ব)

১। কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়?
(ক) নাসারন্ধ্র
(খ) গলবিল
(গ) অন্ননালী
(ঘ) মধ্যচ্ছদা

২। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?
(ক) নাক
(খ) ফুসফুস
(গ) মধ্যচ্ছদা
(ঘ) শ্বাসনালী

৩। মধ্যচ্ছদা দেখতে কীসের মতো?
(ক) নাশপাতি আকৃতির
(খ) প্রসারিত ছাতার মতো
(গ) প্যাঁচানে নালীর মতো
(ঘ) ডিম্বাকার আকৃতির

৪। ডান ফুসফুস কয়টি খন্ডে বিভক্ত থাকে?
(ক) দুই
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) তিন

৫। মধ্যচ্ছদা সংকুচিত হলে-
i. নিচের দিকে নামে
ii. বক্ষগহ্বরের আয়তন হ্রাস পায়
iii. বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৬। গ্যাসীয় বিনিময় কোন পদ্ধতিতে ঘটে?
(ক) ব্যাপন
(খ) অভিস্রবণ
(গ) বাষ্পীভবন
(ঘ) ইমবাইবিশন

৭। কার্বন ডাই অক্সাইড কোন রূপে লোহিত রক্ত কণিকা দিয়ে পরিবাহিত হয়?
(ক) পটাশিয়াম বাই কার্বনেট
(খ) সোডিয়াম বাই কার্বনেট
(গ) ক্যালসিয়াম কার্বনেট
(ঘ) সোডিয়াম কার্বনেট

৮। ব্রঙ্কাইটিস হল-
(ক) ফুসফুসের প্রদাহ
(খ) শ্বাসনালির প্রদাহ
(গ) নাসারন্ধ্রের প্রদাহ
(ঘ) গলবিলের প্রদাহ

৯। স্বরযন্ত্রের উপরে যে জিহ্বা আকৃতির ঢাকনা থাকে তা হল-
(ক) উপজিহ্বা
(খ) আলজিহ্বা
(গ) এপিগ্লটিস
(ঘ) ক+গ

১০। ফুসফুস থাকে-
i. বক্ষগহ্বরের ভিতরে
ii. হৃৎপিন্ডের দুই পাশে
iii. মধ্যচ্ছদার উপরে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১১। ফুসফুসের বায়ুথলিগুলোকে কী বলা হয়?
(ক) ব্রঙ্কিওল
(খ) ভোকাল কর্ড
(গ) অ্যালভিওলাস
(ঘ) ট্রাকিয়া

১২। কার্বন ডাই অক্সাইড সোডিয়াম বাই কার্বনেট রূপে কোনটির মাধ্যমে পরিবাহিত হয়?
(ক) রক্তরস
(খ) লোহিত রক্তকণিকা
(গ) অনুচক্রিকা
(ঘ) হিমোগ্লোবিন

১৩। কোন ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া রোগ হয়?
(ক) Neisseria
(খ) Clostridium
(গ) Pneumococcus
(ঘ) Mycobacterium

১৪। যক্ষ্মা কোন ধরনের সংক্রামক রোগ?
(ক) পানিবাহিত
(খ) বায়ুবাহিত
(গ) পতঙ্গবাহিত
(ঘ) কোনটিই নয়

১৫। শিশুদেরকে যক্ষ্মা প্রতিষেধক কোন টিকাটি দেওয়া হয়?
(ক) পেন্টাভ্যালেন্ট
(খ) এমএমআর
(গ) বিসিজি
(ঘ) ওপিভি

১৬। শ্বসনের জন্য গৃহীত বায়ু কোন দিক দিয়ে যাওয়ার সময় উষ্ণ ও আর্দ্র হয়?
(ক) নাসাপথ
(খ) গলবিল
(গ) শ্বাসনালি
(ঘ) ফুসফুস

১৭। শ্বাসনালির প্রাচীর গঠিত হয়-
(ক) সম্পূর্ণ বলয়াকার অস্থি দিয়ে
(খ) সম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি দিয়ে
(গ) অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি দিয়ে
(ঘ) অসম্পূর্ণ বলয়াকার অস্থি দিয়ে

১৮। ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত থাকে?
(ক) পেরিকার্ডিয়াম
(খ) পেরিটোনিয়াম
(গ) মেনিনজেস
(ঘ) প্লুরা

১৯। অ্যাজমা সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
(ক) এটি একটি ছোঁয়াচে রোগ
(খ) এটি জীবাণুবাহিত রোগ
(গ) এ রোগে শ্বাসকষ্ট বেড়ে যায়
(ঘ) উপরের সবগুলো

২০। দেহের কোন স্থানে যক্ষ্মা রোগের সংক্রমণ হতে পারে?
(ক) ফুসফুস
(খ) অন্ত্র
(গ) হাড়
(ঘ) উপরের সবগুলো

২১। রক্তে অক্সিজেন পরিবাহিত হয়-
i. রক্তরসে দ্রবীভূত হয়ে
ii. হিমোগ্লোবিন এর সাথে যুক্ত হয়ে
iii. অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২২। মধ্যচ্ছদা নিচের দিকে নেমে গেলে-
i. বক্ষগহ্বর প্রসারিত হয়
ii. ফুসফুসের ভিতরের বায়ুর চাপ কমে যায়
iii. ফুসফুস থেকে বাতাস বের হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৩। ফুসফুস সাধারণত কী রঙের হয়ে থাকে?
(ক) গাঢ় হলুদ
(খ) হালকা লালচে
(গ) হলুদাভ সবুজ
(ঘ) গাঢ় কালচে

২৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায় কখন বন্ধ থাকে?
(ক) সকালবেলা
(খ) দুপুরবেলা
(গ) বিকেলবেলা
(ঘ) রাতের বেলা

২৫। শ্বসন প্রক্রিয়া কখন সংঘটিত হয়?
(ক) দিনের ১২ ঘন্টা
(খ) রাতের ১২ ঘন্টা
(গ) দিনরাত ২৪ ঘন্টা
(ঘ) শুধু রাতের বেলা

২৬। উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে-
i. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
ii. প্রস্বেদন প্রক্রিয়ায়
iii. শ্বসন প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৭। উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ার জন্য বাতাস থেকে কোনটি গ্রহণ করে?
(ক) অক্সিজেন
(খ) কার্বনডাইঅক্সাইড
(খ) সালফার ডাই অক্সাইড
(ঘ) কার্বন মনো অক্সাইড

২৮। শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কয় অণু কার্বনডাইঅক্সাইড উৎপন্ন হয়?
(ক) এক অণু
(খ) দুই অণু
(গ) ছয় অণু
(ঘ) বারো অণু

২৯। MT test দ্বারা কোন রোগ শনাক্ত করা হয়?
(ক) নিউমোনিয়া
(খ) যক্ষ্মা
(গ) অ্যাজমা
(ঘ) ফুসফুসের ক্যান্সার

৩০। ক্রনিক ব্রঙ্কাইটিস রোগীর-
i. কাশির সাথে কফ বের হয়
ii. কমপক্ষে একটানা তিনমাস কাশির সাথে কফ থাকে
iii. এরকম অসুস্থতা পরপর দুই বছর দেখা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। গ১১। গ২১। ঘ
২। খ১২। ক২২। ক
৩। খ১৩। গ২৩। খ
৪। ঘ১৪। খ২৪। ঘ
৫। খ১৫। গ২৫। গ
৬। ক১৬। ক২৬। খ
৭। ক১৭। গ২৭। ক
৮। খ১৮। ঘ২৮। গ
৯। ঘ১৯। গ২৯। খ
১০। ঘ২০। ঘ৩০। ঘ
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ জীববিজ্ঞান – গ্যাসীয় বিনিময় (১ম পর্ব)

কতো নাম্বার পেয়েছো গ্যাসীয় বিনিময় (১ম পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের গ্যাসীয় বিনিময় (৭ম) অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।

শেয়ার করে নিনঃ

Leave a Reply