একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, “কোষ বিভাজন“। এর আগে আমরা উদ্ভিদবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের উপর ৩ পর্বের বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম কোষ বিভাজন (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। এরই ধারাবাহিকতায় আজ প্রকাশিত হলো কোষ বিভাজন (২য় পর্ব) বহুনির্বাচনী প্রশ্ন। কোষ বিভাজন (২য় পর্ব)-তে থাকছে পূর্বের মতোই ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হন, তবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে। খুবই যত্নের সাথে তৈরী এই প্রশ্নগুলো আপনার পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ্‌।

উদ্ভিদবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন : কোষ বিভাজন (২য় পর্ব)

কোষ বিভাজন” অধ্যায়ের এই এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ৩০ মিনিট সময় নিয়ে এখানকার প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে ধরেছি। এবং প্রশ্নের শেষ অংশে সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা কতো পেলেন সেটা বের করে ফেলতে পারবেন। আপনার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে আপনার স্কোরটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

কোষ বিভাজন (২য় পর্ব)

১। ওয়াল্টার ফ্লেমিং কোন কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন?
(ক) অর্কিড কোষে
(খ) স্যালামান্ডার কোষে
(গ) ভুট্টা কোষে
(ঘ) যকৃত কোষে

২। জীব জগতে কয় প্রকার কোষ বিভাজন দেখা যায়?
(ক) ২ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার
(ঘ) ৫ প্রকার

৩। ব্যাকটেরিয়ার দ্বি-ভাজন প্রক্রিয়াটি কোন ধরনের কোষ বিভাজনের প্রায় সমার্থক?
(ক) মাইটোসিস
(খ) মায়োসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) কোনটিই নয়

৪। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়-
i. নিউক্লিয়াস একবার বিভক্ত হয়
ii. ক্রোমোসোম একবার বিভক্ত হয়
iii. চারটি অপত্য কোষ উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৫। কে প্রথম ক্যারিওকাইনেসিস দেখতে পান?
(ক) শিম্পার
(খ) ফার্মার ও মুর
(গ) শ্লাইখার
(ঘ) বেনেডিন

৬। মূলের বর্ধিষ্ণু শীর্ষে কোন ধরনের কোষ বিভাজন হয়ে থাকে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মায়োসিস
(ঘ) উপরের সবগুলো

৭। কারা কোষচক্রের প্রস্তাব করেছিলেন?
(ক) সিঙ্গার ও নিকলসন
(খ) বেনেডিন ও হাউসার
(গ) ফার্মার ও মুর
(ঘ) হাওয়ার্ড ও পেল্ক

৮। লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি কোনটি তৈরি করে?
(ক) গ্লাইকোপ্রোটিন
(খ) এরিথ্রোপ্রোটিন
(গ) লিপো-প্রোটিন
(ঘ) নিউক্লিয়োপ্রোটিন

৯। G2 দশা থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে কোন প্রোটিনের প্রয়োজন?
(ক) সাইক্লিন
(খ) Cdk
(গ) MPF
(ঘ) গ্রোথ ফ্যাক্টর

১০। যে কোষটি আর বিভাজিত হবে না, তা কোন উপ-পর্যায়ে আমৃত্যু আবদ্ধ হয়ে থাকে?
(ক) G1 দশা
(খ) G2 দশা
(গ) S দশা
(ঘ) M দশা

১১। স্তন্যপায়ীদের কোষ চক্রে মাইটোটিক দশা কতক্ষণ স্থায়ী হয়?
(ক) ৩০-৪০ মিনিট
(খ) ১-১.৫ ঘন্টা
(গ) ২-২.৫ ঘন্টা
(ঘ) ৩-৪ ঘন্টা

১২। প্রোফেজ পর্যায়ে কোনটির জন্য ক্রোমোসোমের সংকোচন শুরু হয়?
(ক) ফটোলাইসিস
(খ) ডিকার্বক্সিলেশন
(গ) ফসফোরাইলেশন
(ঘ) হাইড্রোলাইসিস

১৩। মাইটোসিসের কোন পর্যায়ে মেটাকাইনেসিস হয়?
(ক) প্রো-মেটাফেজ
(খ) অ্যানাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) মেটাফেজ

১৪। টেলোফেজ পর্যায়ে-
i. ক্রোমোসোমে হাইড্রেশন ঘটে
ii. ক্রোমোসোম সরু ও লম্বা হতে থাকে
iii. স্পিন্ডল ফাইবারের আবির্ভাব হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৫। কোষপ্লেট তৈরির জন্য ফ্র্যাগমোপ্লাস্ট কোথায় থেকে আসে?
(ক) লাইসোসোম
(খ) গলজি বস্তু
(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
(ঘ) মাইক্রোটিউবিউল

১৬। কোষচক্র বিনষ্টকারী জিনকে কী বলা হয়?
(ক) Mutagene
(খ) Carcinogene
(গ) Oncogene
(ঘ) Necrogene

১৭। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলা হয়?
(ক) Apoptosis
(খ) Metastasis
(গ) Necrosis
(ঘ) Cyanosis

১৮। কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন হচ্ছে-
i. সাইক্লিন
ii. হেলিকেজ
iii. প্রোটিন কাইনেজ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৯। মাইটোসিসরত কোষ ও মোট কোষের সংখ্যার অনুপাত হল-
(ক) মায়োকার্ডিয়াল ইনডেক্স
(খ) ম্যানুয়াল ইনডেক্স
(গ) মায়োটিক ইনডেক্স
(ঘ) মাইটোটিক ইনডেক্স

২০। নিচের কোনটিতে অ্যমাইটোসিস কোষ বিভাজন হয় না?
(ক) ব্যাকটেরিয়া
(খ) ঈস্ট
(গ) ক্যাম্বিয়াম
(ঘ) প্রোটোজোয়া

২১। গ্রিক Meious শব্দের অর্থ কী?
(ক) হ্রাস করা
(খ) বৃদ্ধি করা
(গ) সমান করা
(ঘ) কোনটিই নয়

২২। কে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন?
(ক) বেনেডিন
(খ) বোভেরী
(গ) ফার্মার ও মুর
(ঘ) স্ট্রাসবুর্গার

২৩। নিম্ন শ্রেণির হ্যাপ্লয়েড জীবে কখন মায়োসিস হয়?
(ক) নিষেকের পূর্বে
(খ) নিষেকের সময়
(গ) নিষেকের পর জাইগোটে
(ঘ) গ্যামিট সৃষ্টির সময়

২৪। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা কোন বিভাজনের গুরুত্ব?
(ক) মায়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) দ্বি-ভাজন

২৫। মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ-এ কত সময় লাগে?
(ক) এক সপ্তাহ
(খ) দুই সপ্তাহ
(গ) এক মাস
(ঘ) দেড় মাস

২৬। ডিপ্লোটিন উপ-পর্যায়ে-
i. বাইভেলেন্টের ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়
ii. দুটি কায়াজমার মধ্যে লুপের সৃষ্টি হয়
iii. কায়জমার প্রান্তীয়করণ ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৭। কোন উপ-পর্যায়ে প্রাণিকোষের ক্রোমোসোম গুলোতে পোলারাইজড বিন্যাস ঘটে?
(ক) জাইগোটিন
(খ) ডায়াকাইনেসিস
(গ) লেপ্টোটিন
(ঘ) প্যাকাইটিন

২৮। বাইভেলেন্টের সংখ্যা হল কোষের ক্রোমোসোম সংখ্যার-
(ক) সমান
(খ) অর্ধেক
(গ) দ্বিগুণ
(ঘ) চারগুণ

২৯। কায়াজমার আকৃতি ইংরেজি কোন বর্ণের মত হয়?
(ক) V
(খ) M
(গ) W
(ঘ) X

৩০। কোন উপ-পর্যায়ে বাইভ্যালেন্ট তৈরি হয়?
(ক) জাইগোটিন
(খ) ডিপ্লোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) লেপ্টোটিন

৩১। প্রতি বাইভেলেন্টে-
i. দুইটি সেন্ট্রোমিয়ার থাকে
ii. দুইটি ক্রোমাটিড থাকে
iii. চারটি ক্রোমাটিড থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩২। দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কী বলা হয়?
(ক) টেট্রাড
(খ) কায়াজমা
(গ) বাইভেলেন্ট
(ঘ) সিন্যাপসিস

৩৩। মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের ১ম ও ২য় বিভক্তির মধ্যবর্তী সময়কে কী বলে?
(ক) ইন্টারফেজ
(খ) ইন্টারকাইনেসিস
(গ) সাইটোকাইনেসিস-২
(ঘ) মায়োসিস-২

৩৪। মায়োসিসের মেটাফেজ-১ পর্যায়ে-
i. সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়
ii. ক্রোমোসোমের মধ্যে লুপ তৈরি হয়
iii. ক্রোমোসোম আরো মোটা ও খাটো হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৫। কে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন?
(ক) ওয়াল্টার ফ্লেমিং
(খ) বেনেডিন ও হাউসার
(গ) থমাস হান্ট মর্গান
(ঘ) ফার্মার ও মুর

৩৬। কোন এনজাইমের প্রভাবে ক্রসিংওভারে দুটি নন-সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙ্গে যায়?
(ক) লাইগেজ
(খ) হেলিকেজ
(গ) কাইনেজ
(ঘ) এন্ডোনিউক্লিয়েজ

৩৭। ক্রসিংওভার ব্যবহৃত হয়-
i. জেনেটিক ম্যাপ তৈরিতে
ii. ক্রোমোসোমে জিনের অবস্থান নির্ণয়ে
iii. প্রজননবিদ্যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৮। নিচের কোনটি মায়োসিসের গুরুত্ব নয়?
(ক) জনুক্রম
(খ) বৈচিত্র্য সৃষ্টি
(গ) পুনরুৎপাদন
(ঘ) অভিব্যক্তি

৩৯। কোন প্রোটিনটি কোষকে বিভাজন হতে বিরত রাখতে ভূমিকা রাখে?
(ক) Cdk
(খ) P53
(গ) Mpf
(ঘ) সাইক্লিন

৪০। গ্রিক zygos শব্দের অর্থ কী?
(ক) জোড়া
(খ) সুতা
(গ) চিকন
(ঘ) সমাবেশ

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। খ১১। খ২১। ক৩১। খ
২। খ১২। গ২২। ঘ৩২। ঘ
৩। গ১৩। ঘ২৩। গ৩৩। খ
৪। ক১৪। ক২৪। খ৩৪। গ
৫। গ১৫। গ২৫। ক৩৫। গ
৬। খ১৬। গ২৬। ঘ৩৬। ঘ
৭। ঘ১৭। খ২৭। গ৩৭। ঘ
৮। খ১৮। খ২৮। খ৩৮। গ
৯। গ১৯। ঘ২৯। ঘ৩৯। খ
১০। ক২০। গ৩০। ক৪০। ক

কোষ বিভাজন (২য় পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় ড. মোহাম্মদ আবুল হাসান স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই এর আলোকে তৈরি করা হয়েছে। যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। উল্লেখিত উদ্ভিদবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। ইতিপূর্বে কেন্দ্রবাংলায় প্রকাশিত উদ্ভিদবিজ্ঞান M.C.Q. গুলো দেখা যাবে এখন থেকে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ের M.C.Q দেখুন এখান থেকে


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved