একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, “কোষ বিভাজন“। এর আগে আমরা উদ্ভিদবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের উপর ৩ পর্বের বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ প্রকাশিত হলো কোষ বিভাজন অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন। “কোষ বিভাজন (১ম পর্ব)“-তে থাকছে পূর্বের মতোই ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হন, তবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে। খুবই যত্নের সাথে তৈরী এই প্রশ্নগুলো আপনার পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ্‌।

উদ্ভিদবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন : কোষ বিভাজন (১ম পর্ব)

কোষ বিভাজন” অধ্যায়ের এই এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ৩০ মিনিট সময় নিয়ে এখানকার প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে ধরেছি। এবং প্রশ্নের শেষ অংশে সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা কতো পেলেন সেটা বের করে ফেলতে পারবেন। আপনার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে আপনার স্কোরটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

কোষ বিভাজন (১ম পর্ব)

১। ক্যারিওকাইনেসিস হল-
(ক) কোষের বিভাজন
(খ) ক্রোমোসোমের বিভাজন
(গ) নিউক্লিয়াসের বিভাজন
(ঘ) সাইটোপ্লাজমের বিভজান

২। কোনটিকে ইকোয়েশনাল বিভাজন বলা হয়?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) কোনটিই নয়

৩। কে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছেন?
(ক) শ্লাইখার
(খ) স্ট্রাসবার্জার
(গ) আলেকজান্ডার ফ্লেমিং
(ঘ) ওয়াল্টার ফ্লেমিং

৪। ইন্টারফেজ দশায়-
i. কোষ বিভাজনের প্রস্তুতি সম্পন্ন হয়
ii. কোষীয় সংগঠনের বৃদ্ধি ঘটে
iii. বংশগতীয় বস্তু ক্রোমোসোম হিসেবে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৫। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি?
(ক) অ্যানাফেজ
(খ) প্রোফেজ
(গ) টেলোফেজ
(ঘ) মেটাফেজ

৬। অপত্য ক্রোমোসোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোন পর্যায়ের সমাপ্তি ঘটে?
(ক) মধ্যপর্যায়
(খ) অন্তঃপর্যায়
(গ) গতিপর্যায়
(ঘ) আদ্যপর্যায়

৭। জননাঙ্গের গঠন কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়?
(ক) মাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) সিনোসাইটিক

৮। কে সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন?
(ক) ফার্মার ও মুর
(খ) বোভেরী
(গ) বেনেডিন ও হাউসার
(ঘ) স্ট্রাসবুর্গার

৯। মায়োসিস-২ কে বলা হয়-
i. হ্রাসমূলক বিভাজন
ii. রিডাকশনাল বিভাজন
iii. সমীকরণিক বিভাজন
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) iii
(গ) i, ii
(ঘ) ii, iii

১০। মায়োসিস কোষ বিভাজন দ্বারা কোন সূত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব?
(ক) নিউটনের সূত্র
(খ) ডারউইনের সূত্র
(গ) কুলম্বের সূত্র
(ঘ) মেন্ডেলের সূত্র

১১। মায়োসিসের কোন উপ-পর্যায়ে ক্রসিং ওভার ঘটে?
(ক) ডিপ্লোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) লেপ্টোটিন

১২। “কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে”- কথাটি কে বলেছেন?
(ক) থমাস হান্ট মর্গান
(খ) রুডলফ ভিরশাও
(গ) বেনেডিন ও হাউসার
(ঘ) ফার্মার ও মুর

১৩। কোনটিকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মায়োসিস
(গ) মাইটোসিস
(ঘ) কোনটিই নয়

১৪। কোষ চক্রের কত ভাগ সময় এম. ফেজে ব্যয় হয়?
(ক) ৫-১০ ভাগ
(খ) ১০-২০ ভাগ
(গ) ৩০-৫০ ভাগ
(ঘ) ৯০-৯৫ ভাগ

১৫। ইন্টারফেজের উপ-পর্যায় হল-
i. G1 দশা
ii. G2 দশা
iii. S দশা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৬। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়?
(ক) মেটাফেজ
(খ) প্রোফেজ
(গ) প্রো-মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ

১৭। নিচের কোনটি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল?
(ক) জননকোষ
(খ) স্যালামান্ডার
(গ) ডাবের পানি
(ঘ) ভুট্টা

১৮। মাইটোসিসের গুরুত্ব হল-
i. জননাঙ্গ সৃষ্টি হয়
ii. জননকোষ সৃষ্টি হয়
iii. জননকোষের সংখ্যা বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৯। কোনটিকে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু বলা হয়?
(ক) Necrosis
(খ) Metastasis
(গ) Apoptosis
(ঘ) Carcinogen

২০। কায়াজমা তৈরি হয়-
(ক) দুটি সিস্টার ক্রোমাটিডের মধ্যে
(খ) দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে
(গ) সিস্টার ও নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে
(ঘ) উপরের সবগুলো

২১। ইন্টারকাইনেসিসে-
i. RNA সংশ্লেষিত হয়
ii. প্রোটিন সংশ্লেষিত হয়
iii. DNA -র প্রতিরূপ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২২। পেঁয়াজ মূলে কতটি ক্রোমোজোম থাকে?
(ক) ৪ টি
(খ) ১৬ টি
(গ) ৩২ টি
(ঘ) ৪৮ টি

২৩। মাইটোসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা হল মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার-
(ক) অর্ধেক
(খ) দ্বিগুণ
(গ) সমান
(ঘ) চারগুণ

২৪। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহে কী পরিমাণ কোষ থাকে?
(ক) ১০০ মিলিয়ন
(খ) ১০০ কোটি
(গ) ১০০ বিলিয়ন
(ঘ) ১০০ ট্রিলিয়ন

২৫। কোন অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়?
(ক) প্রোফেজ পর্যায়ে
(খ) মেটাফেজ পর্যায়ে
(গ) ইন্টারফেজ পর্যায়ে
(ঘ) মাইটোটিক পর্যায়ে

২৬। প্রোফেজ পর্যায়ে-
i. ক্রোমোসোমগুলোতে জল-বিয়োজন শুরু হয়
ii. ক্রোমোসোমগুলো মোটা ও খাটো হতে থাকে
iii. ক্রোমোসোমগুলোর রং ধারণ ক্ষমতা হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৭। কোন পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়?
(ক) প্রোফেজ
(খ) টেলোফেজ
(গ) মেটাফেজ
(ঘ) প্রো-মেটাফেজ

২৮। টেলোফেজ পর্যায়ে স্যাট ক্রোমোসোমের গৌণ কুঞ্চনে কোনটির পুনঃআবির্ভাব ঘটে?
(ক) নিউক্লিয়াস
(খ) নিউক্লিয়োলাস
(গ) নিউক্লিয়ার এনভেলপ
(ঘ) নিউক্লিয়োপ্লাজম

২৯। বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি প্রাণিকোষকে কী বলা হয়?
(ক) সিনোসাইটিক
(খ) পলিনিউক্লিয়োটাইড
(গ) প্লাজমোডিয়াম
(ঘ) ক্যারিওকাইন

৩০। নিচের কোনটি মাইটোসিসের গুরুত্ব নয়?
(ক) নির্দিষ্ট আকার-আয়তন রক্ষা
(খ) ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখা
(গ) ক্রোমোসোমের সমতা রক্ষা
(ঘ) গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা

৩১। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়-
i. নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়
ii. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একত্রে বিভাজিত হয়
iii. এককোষী জীবেরা বংশবিস্তার ঘটায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩২। একটি মাত্র কায়াজমা থাকলে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
(ক) ৯০ ডিগ্রী
(খ) ১৮০ ডিগ্রী
(গ) ৩৬০ ডিগ্রী
(ঘ) ৪৫ ডিগ্রী

৩৩। কোন উপ-পর্যায়ে বাইভ্যালেন্ট তৈরি হয়?
(ক) প্যাকাইটিন
(খ) লেপ্টোটিন
(গ) ডায়াকাইনেসিস
(ঘ) জাইগোটিন

৩৪। কোন এনজাইমের প্রভাবে ক্রোমাটিডের একটি অংশের সাথে অপরটির অন্য অংশ পুনরায় জোড়া লেগে কায়াজমা তৈরি হয়?
(ক) লাইগেজ
(খ) হেলিকেজ
(গ) এন্ডোনিউক্লিয়েজ
(ঘ) ট্রান্সক্রিপ্টেজ

৩৫। মায়োসিস কোষ বিভাজনে ডিএনএ রেপ্লিকেশন কোন দশায় ঘটে?
(ক) ইন্টারফেজ
(খ) প্রোফেজ
(গ) মেটাফেজ
(ঘ) টেলোফেজ

৩৬। মায়োসিস কোষ বিভাজনে-
i. নিউক্লিয়াস একবার বিভক্ত হয়
ii. নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়
iii. ক্রোমোসোম একবার বিভক্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৭। নিচের কোনটি কোষ চক্রের ধাপ নয়?
(ক) এম. ফেজ
(খ) মাইটোসিস
(গ) ইন্টারকাইনেসিস
(ঘ) ইন্টারফেজ

৩৮। নিচের কোন দশায় কোষ চক্রের ৩০-৪০% সময় ব্যয় হয়?
(ক) G1 দশা
(খ) M দশা
(গ) S দশা
(ঘ) G2 দশা

৩৯। মেটাফেজ পর্যায়ের সমস্ত ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের কোথায় অবস্থান করে?
(ক) দুই মেরুতে
(খ) মেরু ও বিষুবীয় অঞ্চলের মাঝে
(গ) বিষুবীয় অঞ্চলে
(ঘ) যে কোন এক মেরুতে

৪০। Chlamydomonas এ কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মায়োসিস
(ঘ) কোনটিই নয়

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। গ১১। গ২১। ক৩১। ঘ
২। খ১২। খ২২। খ৩২। খ
৩। ঘ১৩। ক২৩। গ৩৩। ঘ
৪। ক১৪। ক২৪। ঘ৩৪। ক
৫। খ১৫। ঘ২৫। গ৩৫। খ
৬। গ১৬। গ২৬। ক৩৬। গ
৭। ক১৭। গ২৭। গ৩৭। গ
৮। খ১৮। খ২৮। খ৩৮। ক
৯। খ১৯। গ২৯। গ৩৯। গ
১০। ঘ২০। খ৩০। খ৪০। খ
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ উদ্ভিদবিজ্ঞান M.C.Q : কোষ বিভাজন (১ম পর্ব)

কোষ বিভাজন (১ম পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় ড. মোহাম্মদ আবুল হাসান স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই এর আলোকে তৈরি করা হয়েছে। যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। উল্লেখিত উদ্ভিদবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। ইতিপূর্বে কেন্দ্রবাংলায় প্রকাশিত উদ্ভিদবিজ্ঞান M.C.Q. গুলো দেখা যাবে এখন থেকে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ের M.C.Q দেখুন এখান থেকে


1 Comment

MD. ABDUS SUVAN · October 10, 2021 at 8:58 pm

Thank you so much for giving me such a great opportunity to verify myself with this kind of mcq test

  • Leave a Reply

    Avatar placeholder

    Your email address will not be published. Required fields are marked *

    2023 © KendroBangla | All Rights Reserved