একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, “কোষ ও এর গঠন“। এর আগে আমরা উদ্ভিদবিজ্ঞান M.C.Q : কোষ ও এর গঠন (১ম পর্ব) এবং কোষ ও এর গঠন (২য় পর্ব) তে ৪০টি করে বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় কোষ ও এর গঠন (৩য় পর্ব)-তে প্রকাশিত হলো আরও ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হন, তবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে। খুবই যত্নের সাথে তৈরী এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে দারুণভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ্‌।

উদ্ভিদবিজ্ঞান M.C.Q : কোষ ও এর গঠন (৩য় পর্ব)

কোষ ও এর গঠন (৩য় পর্ব)

১। কে মাইক্রোটিউবিউলস আবিষ্কার করেছেন?
(ক) অ্যালবার্ট ক্লড
(খ) লেডবেটার
(গ) কোল্টজফ
(ঘ) রবার্ট ও ফ্রাঞ্চি

২। মাইক্রোফিলামেন্ট এর অপর নাম কী?
(ক) ইন্টারমিডিয়েট ফিলামেন্ট
(খ) অ্যাকটিন ফিলামেন্ট
(গ) টিউবিউলিন ফিলামেন্ট
(ঘ) প্রোটোফিলামেন্ট

৩। নিচের কোনটি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এর প্রকারভেদ নয়?
(ক) নিউরোফিলামেন্ট
(খ) ভাইমেন্টিন
(গ) লিগনিন
(ঘ) কেরাটিন

৪। পারঅক্সিসোম অধিক থাকে প্রাণীর-
i. যকৃৎ কোষে
ii. স্নায়ু কোষে
iii. বৃক্ক কোষে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৫। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কোন অংশ থেকে গ্লাইঅক্সিসোম উৎপন্ন হয়?
(ক) সিস্টার্নি
(খ) ভেসিকল
(গ) টিউবিউল
(ঘ) ভ্যাকুওল

৬। টনোপ্লাস্ট কোনটিকে বেষ্টনকারী পাতলা পর্দা?
(ক) রাইবোসোম
(খ) পারঅক্সিসোম
(গ) কোষ গহ্বর
(ঘ) কোষ কঙ্কাল

৭। শুক্রাণুর শতকরা প্রায় কত ভাগ নিউক্লিয়াস?
(ক) ৫০%
(খ) ৭০%
(গ) ৮০%
(ঘ) ৯০%

৮। নিচের কোনটি কোষের নিঃসৃত পদার্থ নয়?
(ক) পিগমেন্ট
(খ) হরমোন
(গ) প্রোটিন
(ঘ) নেকটার

৯। সিস্টোলিথ-
i. ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল
ii. আঙ্গুরের থোকার মত অবস্থান করে
iii. সূঁচের মত আকারে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১০। ক্রোমোসোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক ও ধারক হিসেবে বর্ণনা করেছেন-
(ক) E. Strasburger
(খ) Walter Flemming
(গ) Sutton & Boveri
(ঘ) Theophilus Painter

১১। মানবদেহের ক্রোমোসোমের গড় দৈর্ঘ্য কত?
(ক) ৩-৫ মাইক্রোমিটার
(খ) ৫-৮ মাইক্রোমিটার
(গ) ৪-৬ মাইক্রোমিটার
(ঘ) ৮-১২ মাইক্রোমিটার

১২। হেটেরোক্রোমাটিন-
i. নিষ্ক্রিয় DNA ধারণ করে
ii. mRNA সংশ্লেষণে অংশগ্রহণ করে
iii. অধিক কুন্ডলিত অবস্থায় থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৩। কোন এনজাইমটি মানুষের জরা রোধে কাজ করে?
(ক) প্রোটিয়েজ
(খ) কাইটিনেজ
(গ) টেলোমারেজ
(ঘ) সেলুলেজ

১৪। কলা গাছের কয়েকটি প্রজাতিতে কোন ধরনের ক্রোমোসোম দেখা যায়?
(ক) পলিসেন্ট্রিক
(খ) মনোসেন্ট্রিক
(গ) অ্যাসেন্ট্রিক
(ঘ) ডাইসেন্ট্রিক

১৫। মেটাসেন্ট্রিক ক্রোমোসোম এর আকৃতি ইংরেজি কোন অক্ষরের মত?
(ক) J
(খ) I
(গ) V
(ঘ) L

১৬। মানুষের অটোসোম মোট কতটি?
(ক) ৪৬
(খ) ৪৪
(গ) ২৩
(ঘ) ২২

১৭। DNA তে থাকে-
i. অজৈব ফসফেট
ii. নাইট্রোজেনঘটিত ক্ষারক
iii. পাঁচ কার্বনবিশিষ্ট পেন্টোজ শর্করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৮। RNA তে কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকটি থাকে না?
(ক) অ্যাডিনিন
(খ) ইউরাসিল
(গ) থাইমিন
(ঘ) সাইটোসিন

১৯। নিউক্লিক এসিডে নাইট্রোজেন এর শতকরা পরিমাণ কত?
(ক) ২৫%
(খ) ২০%
(গ) ১৫%
(ঘ) ১০%

২০। RNA এর শতকরা ৯০ ভাগ কোথায় পাওয়া যায়?
(ক) নিউক্লিয়াসে
(খ) ক্রোমোসোমে
(গ) নিউক্লিওলাসে
(ঘ) সাইটোপ্লাজমে

২১। ডিঅক্সিরাইবোজ শ্যুগারের কত নাম্বার কার্বনে অক্সিজেন অনুপস্থিত?
(ক) ২ নং
(খ) ৩ নং
(গ) ৫ নং
(ঘ) ৬ নং

২২। পাইরিমিডিন ক্ষারকের অন্তর্ভুক্ত নয় কোনটি?
(ক) থাইমিন
(খ) গুয়ানিন
(গ) সাইটোসিন
(ঘ) ইউরাসিল

২৩। নিউক্লিয়োসাইডে থাকে-
i. এক অণু পেন্টোজ শ্যুগার
ii. এক অণু ফসফেট
iii. এক অণু নাইট্রোজেনঘটিত ক্ষারক
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৪। ‘এডিনো’ শব্দের অর্থ হল-
(ক) সীবার্ড এর পড়ন্ত মল
(খ) থাইমাস
(গ) গ্ল্যান্ড
(ঘ) সেল

২৫। ফসফোলিপিড সংশ্লেষণে কোনটি বিশেষ ভূমিকা পালন করে?
(ক) ATP
(খ) NADP+
(গ) CTP
(ঘ) GTP

২৬। DNA অণুর সূত্র দুটির প্রতিটি প্যাঁচের দৈর্ঘ্য কত?
(ক) 34 nm
(খ) 03.4 nm
(গ) 0.34 nm
(ঘ) 02 nm

২৭। নিচের কোনটি RNA এর প্রকারভেদ নয়?
(ক) tRNA
(খ) gRNA
(গ) miRNA
(ঘ) dRNA

২৮। DNA অণুর প্রতিলিপনের অনুকল্পগুলো হল-
i. সংরক্ষণশীল অনুকল্প
ii. অসংরক্ষণশীল অনুকল্প
iii. বিচ্ছুরণশীল অনুকল্প
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৯। কোন এনজাইম Okazaki খন্ডগুলোর মধ্যকার গ্যাপকে সংযুক্ত করে?
(ক) হেলিকেজ
(খ) গাইরেজ
(গ) লাইগেজ
(ঘ) পলিমারেজ

৩০। DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়া হল-
(ক) প্রতিলিপন
(খ) ট্রান্সলেশন
(গ) ট্রান্সক্রিপশন
(ঘ) রেপলিকেশন

৩১। ট্রান্সলেশন প্রক্রিয়াটি কোষের কোথায় সংঘটিত হয়?
(ক) নিউক্লিয়াসে
(খ) সাইটোপ্লাজমে
(গ) মাইটোকন্ড্রিয়ায়
(ঘ) ক্লোরোপ্লাস্টে

৩২। কোন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন প্রক্রিয়ায় পেপটাইড বন্ধন তৈরিতে বিঘ্ন ঘটায়?
(ক) স্ট্রেপ্টোমাইসিন
(খ) ইরিথ্রোমাইসিন
(গ) টেট্রাসাইক্লিন
(ঘ) ক্লোরোমাইসিন

৩৩। কোন বিজ্ঞানী কৃত্রিম জিন সংশ্লেষণ আবিষ্কার করেছেন?
(ক) গ্রেগর জোহান মেন্ডেল
(খ) হর গোবিন্দ খোরানা
(গ) টি. এইচ. মরগ্যান
(ঘ) যোহানসেন

৩৪। জিন-
i. আদি কোষে প্লাসমিডে অবস্থান করে
ii. নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত
iii. জীবের পরিব্যক্তিতে মুখ্য ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৫। যে জিনের কারণে ক্যান্সার রোগ সৃষ্টি হয় তা হল-
(ক) লিথাল জিন
(খ) লিংকড জিন
(গ) অঙ্কোজিন
(ঘ) সিউডোজিন

৩৬। মানব জিনোমের শতকরা কতভাগ জাঙ্ক DNA?
(ক) ৪০ ভাগ
(খ) ৮০ ভাগ
(গ) ৯৫ ভাগ
(ঘ) ৯৮ ভাগ

৩৭। অপেরনের অংশ হল-
i. প্রোমোটার বা উদ্দীপক জিন
ii. রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন
iii. স্ট্রাকচারাল বা গাঠনিক জিন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৮। নিচের কোনটি সূচনা কোডন?
(ক) UAG
(খ) AUG
(গ) CCU
(ঘ) UGC

৩৯। নিচের কোনটি প্রকৃত কোষে জিন প্রকাশের পদ্ধতি নয়?
(ক) ট্রান্সক্রিপশন
(খ) mRNA প্রসেসিং
(গ) অপেরন
(ঘ) ফিডব্যাক ইনহিবিশন

৪০। এ পর্যন্ত হিসাবকৃত ক্ষুদ্রতম জিনে কতটি নিউক্লিয়োটাইড রেকর্ড করা হয়েছে?
(ক) ২০ টি
(খ) ২১ টি
(গ) ৫১ টি
(ঘ) ৬৪ টি

কোষ ও এর গঠন” অধ্যায়ের এই এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ৩০ মিনিট সময় নিয়ে এখানকার প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের জন্য ১ নাম্বার করে ধরেছি। এবং প্রশ্নের শেষ অংশে সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা কতো পেলেন সেটা বের করে ফেলতে পারবেন। আপনার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে আপনার স্কোরটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। ১১। ২১। ৩১।
২। ১২। ২২। ৩২।
৩। ১৩। ২৩। ৩৩।
৪। ১৪। ২৪। ৩৪।
৫। ১৫। ২৫। ৩৫।
৬। ১৬। ২৬। ৩৬।
৭। ১৭। ২৭। ৩৭।
৮। ১৮। ২৮। ৩৮।
৯। ১৯। ২৯। ৩৯।
১০। ২০। ৩০। ৪০।
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ উদ্ভিদবিজ্ঞান M.C.Q : কোষ ও এর গঠন (৩য় পর্ব)

উপরোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় ড. মোহাম্মদ আবুল হাসান স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই এর আলোকে তৈরি করা হয়েছে। যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই দুশ্চিন্তার কিছু নেই। উল্লেখিত উদ্ভিদবিজ্ঞান বইটির প্রথম অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। তাহলে মূল পরীক্ষায় উত্তরগুলো আর ভুল হবে না। পড়াশোনা বিষয়ক যে কোন মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। ইতিপূর্বে কেন্দ্রবাংলায় প্রকাশিত উদ্ভিদবিজ্ঞান M.C.Q. গুলো দেখা যাবে এখন থেকে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ের M.C.Q দেখুন এখান থেকে


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved