UFS 4.0 মেমরি নিয়ে আসছে স্যামসাং

UFS 4.0 মেমরি

সম্প্রতি UFS বা ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ সিস্টেমের নতুন সংস্করণ UFS 4.0 মেমরি আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। নতুন এই সংস্করণটি পূর্ববর্তী সংস্করণ UFS 3.1 এর তুলনায় আরও বেশি দ্রুত ডাটা ট্রান্সফার এবং কম পাওয়ার ব্যবহার করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্মার্টফোন নির্মাতা হিসেবে স্যামসাঙ আমাদের কাছে বেশ পরিচিত। অনেকেই হয়ত জানেন, স্মার্টফোন ছাড়াও স্যামসাঙ না ধরণের প্রযুক্তি পণ্য এবং যন্ত্রাংশ তৈরী করে থাকে। এর মধ্য মেমরি বা স্টোরেজ তৈরীতে স্যামসাঙ এর বেশ সুনাম রয়েছে।

কতটুকু উন্নত UFS 4.0 মেমরি

স্যামসাং বলছে, UFS 4.0 মেমরি তে প্রতি লেনে ২৩.২ গিগাবিট পারসেকেন্ড করে ডাটা ট্রান্সফার করতে পারবে। যেটা এর আগের UFS 3.1 এর তুলনায় প্রায় দ্বিগুন।

এই স্পিড ফাইভজি ফোনগুলোর জন্য বেশ কাজের হবে। একসাথে অনেক ডাটা ডাউনলোড আরও দ্রুত ডাউনলোড করা যাবে সেক্ষেত্রে। অর্থাৎ সোজা বাংলায় এই স্টোরেজের পুরো সক্ষমতা নিংড়ে নেওয়া যাবে ফাইভজি নেটওয়ার্কে।

অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে একসাথে প্রচুর ডাটা খুব দ্রুত ট্রানফারের প্রয়োজন হয়। সে জাগয়াতেও নতুন এই সংস্করণটি বড় ভূমিকা পালন করবে।

UFS 4.0 এর আরও একটা বৈশিষ্ট হচ্ছে, এটা পাওয়ার বা শক্তি কম ব্যবহার করে। ডাটা রিড করার সময় প্রতি ৬ মেগাবাইট পারসেকেন্ডের জন্য মাত্র ১ মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে এটি। স্যামসাং দেওয়া তথ্য অনুসারে, এটা আগের সংস্করণ UFS 3.1 এর চেয়ে ৪৬% কম পাওয়ার ব্যবহার করে।

আরও পড়তে পারেনঃ অ্যান্ড্রয়েড স্কিন কী? এ সম্পর্কে আপনার যা জানা দরকার

এর ফলে UFS 4.0 এর কারণে স্মার্টফোনে ব্যাটারি লাইফও কিছুটা বেড়ে যাবে। ইতিমধ্যই স্যামসাং এই সংস্করণটি তাদের ফোনে যুক্ত করার জন্য প্রস্তুত করে ফেলেছে। এর আকারও আগের তুলনায় কিছুটা ছোট হবে বলে জানিয়েছে তারা।

উদাহরণ স্বরূপ, আগের UFD 3.1 এর একটি ৫১২ জিবি মডিউলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় যথাক্রমে 11.5 x 13 x 1 মি.মি. আকারের বিপরীতে বর্তমানের UFS 4.0 এর ১ জিবি মডিউলের আকার হবে 11 x 13 x 1 মি.মি.।

২০২২ সালের শেষের দিকে এই স্টোরেজের উৎপাদন ব্যপকভাবে শুরু করবে বলে জানিয়েছে স্যামসাং। তাই, এবছরের শেষের দিকে অথবা সামনে বছরের শুরু থেকে অনেক ফোনেই দেখা মিলবে ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজের নতুন এই সংস্করণের।

শেয়ার করে নিনঃ

Leave a Reply

This Post Has One Comment