প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায় – স্থির তড়িৎ । এখান থেকে মানসম্পন্ন আরও ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ।
যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।
পদার্থবিজ্ঞান MCQ : ১০ম অধ্যায় – স্থির তড়িৎ
এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূল বইয়ের “১০ম অধ্যায় – স্থির তড়িৎ” ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে।
আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরেছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও।

১। মানবদেহে বহনযোগ্য প্রোটিনের সংখ্যা কয়টি?
(ক) 1027
(খ) 1028
(গ) 1020
(ঘ) 1019
২। পরমাণুর নিউক্লিয়াসে থাকে—
i. প্রোটন
ii. ইলেকট্রন
iii. নিউট্রন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩। চার্জযুক্ত কণা—
i. ইলেকট্রন
ii. প্রোটন
iii. নিউট্রন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪। সিল্ক ও কাচদন্ড ঘর্ষনের ফলে সিল্ক কোন আধানে আহিত হবে?
(ক) ধনাত্মক
(খ) ঋণাত্মক
(গ) নিরপেক্ষ
(ঘ) নিউট্রাল
৫। আবিষ্ট পরিবাহকের যে প্রান্ত আবেশী বস্তুর নিকটে থাকে সেই প্রান্তে যে আধান সঞ্চার হয় তাকে কী বলে?
(ক) আবেশী আধান
(খ) মুক্ত আধান
(গ) বদ্ধ আধান
(ঘ) আবিষ্ট আধান
৬। তড়িৎবীক্ষণ যন্ত্র ব্যবহৃত দণ্ডের নিচে কী থাকে?
(ক) গোলক
(খ) দণ্ড
(গ) খণ্ড
(ঘ) পাত
৭। একটি কাচদণ্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?
(ক) উভয়ই ধনাত্মক আধানে
(খ) উভয়ই ঋণাত্মক আধানে
(গ) রেশম ধনাত্মক এবং কাচদণ্ড ঋণাত্মক আধানে
(ঘ) রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ধনাত্মক আধানে
৮। দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হলে বল কত গুণ হবে?
(ক) 1/3
(খ) 1/9
(গ) 3
(ঘ) 9
৯। যে পরিবাহকের সাহায্যে অন্য পরিবাহকে আবেশ সৃষ্টি করা হয় তাকে কী বলে?
(ক) আবেশী আধান
(খ) মুক্ত আধান
(গ) বদ্ধ আধান
(ঘ) আবিষ্ট আধান
১০। নিচের কোনটি কুলম্বের ধ্রুবক?
(ক) C = 9 × 109 Nm2C-2
(খ) C = 9 × 108 Nm2C-2
(গ) C = 9 × 106 Nm2C-2
(ঘ) C = 8.854 × 10-12 Nm2C-2
১১। শূন্যস্থানে C-এর মান কত?
(ক) 9 × 109 Nm2C2
(খ) 9 × 109 Nm2C-2
(গ) 9 × 109 N-2m2C2
(ঘ) 9 × 1010 Nm2C2
১২। আধানদ্বয় যথাক্রমে p ও q, এদের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F হলে—
i. F ∝ 1/pq
ii. F ∝ pq
iii. F ∝ 1/d2
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৩। তড়িৎ বলরেখার অবতারনা করেন কে?
(ক) মোর্স
(খ) মার্কনী
(গ) ফ্যারাডে
(ঘ) কুলম্ব
১৪। কোনটি বাস্তব অতিত্ব নেই?
(ক) ইলেকট্রন
(খ) প্রোটন
(গ) নিউক্লিয়াস
(ঘ) তড়িৎ বলরেখা
১৫। কোন সম্পর্কটি সঠিক?
(ক) E = Fq
(খ) q = EF
(গ) F = qE
(ঘ) F = E/q2
১৬। কোনো তড়িৎ ক্ষেত্রে 30C এর একটি চার্জ স্থাপন করলে তা 15N বল না করে। ক্ষেত্রটির তড়িৎ তীব্রতা কত?
(ক) 2 NC-1
(খ) 5 NC-1
(গ) 450 NC-1
(ঘ) 0.5 NC-1
১৭। 5 কুলম্বের আধান থেকে 0.5m দূরবর্তী কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
(ক) 1.8 × 10-11 NC-1
(খ) 1.8 × 1011 NC-1
(গ) 1.8 × 10-11 NC
(ঘ) 1.8 × 10-11 C
১৮। অসীম হতে প্রতি একক ধনাত্মক আধানকে পরিবাহকের খুব নিকটে আনতে তড়িৎ বল দ্বারা বা তড়িৎবলের বিরুদ্ধে যে কাজ করতে হয় তাকে কী বলে?
(ক) তড়িৎ ক্ষেত্র
(খ) তড়িৎ তীব্রতা
(গ) তড়িৎ বিভব
(ঘ) তড়িৎ ধনাত্মকতা
১৯। তড়িৎ বিভবের একক কী?
(ক) JC-1
(খ) CJ-1
(গ) NC-1
(ঘ) JC
২০। পৃথিবীর বিভবকে কত ধরা হয়?
(ক) 1
(খ) -1
(গ) 0
(ঘ) ∞
২১। পৃথিবীর বিভব শূন্য কারণ—
i. পৃথিবী আধানের বিশাল ভান্ডার
ii. পৃথিবীতে সমপরিমান ধনাত্মক ও ঋণাত্মক
iii. পৃথিবীর আধানের পরিবর্তন পরিলক্ষিত হয় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২২। ইঙ্ক জেট প্রিন্টারের কণাগুলো কোন ধরনের চার্জে চার্জিত?
(ক) ধনাত্মক
(খ) ঋণাত্মক
(গ) নিরপেক্ষ
(ঘ) শূন্য
২৩। ঝড় বৃষ্টির সময় কোনটি অপেক্ষাকৃত ভালো?
(ক) ছাতার নিচে থাকা
(খ) গাছের নিচে দাঁড়ানো
(গ) লোহার তৈরি পুলে অবস্থান করা
(ঘ) বৃষ্টিতে ভেজা
২৪। অনাহিত বস্তুকে—
i. আহিত বস্তুর কাছাকাছি আনলে আহিত হয়
ii. আহিত বস্তুর সংস্পর্শে আনলে আহিত হয়
iii. কোনভাবেই আহিত করা সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৫। সরল ধারাকে অন্তরীত ধাতব পাতদ্বয় পরস্পর কিভাবে থাকে?
(ক) লম্বাভাবে
(খ) আনতভাবে
(গ) সমান্তরালভাবে
(ঘ) সংযুক্ত অবস্থায়
২৬। স্প্রে গান কোনটি তৈরি করে?
(ক) নিরপেক্ষ কণা
(খ) আহিত কণা
(গ) তড়িৎ তীব্রতা
(ঘ) রোধ
২৭। ফটোকপিয়ার মেশিনের ড্রামের উপর কোন আধান স্প্রে করা হয়?
(ক) ধনাত্মক
(খ) ঋণাত্মক
(গ) নিরপেক্ষ
(ঘ) শূন্য
২৮। নিচের কোনটির বাস্তব কোনো অস্তিত্ব নেই?
(ক) ইলেকট্রন
(খ) নিউক্লিয়াস
(গ) প্রোটন
(ঘ) বলরেখা
২৯। তড়িৎ আধানের একক কোনটি?
(ক) কুলম্ব
(খ) ভোল্ট
(গ) অ্যাম্পিয়ার
(ঘ) ওহম
৩০। পরমাণুর নিউক্লিয়াসের বাইরে থাকে কোনটি?
(ক) ইলেকট্রন
(খ) প্রোটন
(গ) নিউক্লিয়াস
(ঘ) নিউট্রন
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১ । (খ) | ১১ । (খ) | ২১ । (ঘ) |
২ । (খ) | ১২ । (গ) | ২২ । (ক) |
৩ । (ক) | ১৩ । (গ) | ২৩ । (ঘ) |
৪ । (খ) | ১৪ । (ঘ) | ২৪ । (ক) |
৫ । (গ) | ১৫ । (গ) | ২৫ । (গ) |
৬ । (ঘ) | ১৬ । (ঘ) | ২৬ । (খ) |
৭ । (ঘ) | ১৭ । (খ) | ২৭ । (ক) |
৮ । (খ) | ১৮ । (গ) | ২৮ । (ঘ) |
৯ । (ক) | ১৯ । (ক) | ২৯ । (ক) |
১০ । (ক) | ২০ । (গ) | ৩০ । (ক) |
যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “১০ম অধ্যায় – স্থির তড়িৎ” বের করে আবার ভালো করে পড়ে নিবে।
ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্। আলোর প্রতিসরণ অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।